ETV Bharat / state

আরামবাগে তৃণমূল-বিজেপির সংঘর্ষে জখম বেশ কয়েকজন - arambagh

ভোট পরবর্তী হিংসা অব্যাহত আরামবাগে ৷ তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে গৌরহাটি এলাকায় । এখন সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

arambagh
arambagh
author img

By

Published : May 4, 2021, 8:49 PM IST

আরামবাগ , 4 মে : আতঙ্কে আরামবাগ ৷ এখনও সেখানে অব্যাহত ভোট পরবর্তী হিংসা ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায় ৷

বিজেপি কর্মী সুজয় ঘড়াই বলেন, ‘‘আমাদের কোনও ছেলের গায়ে হাত পড়ে বিজেপির ছেলেরা কাউকে ছাড়বে না ৷ আজ তৃণমূল নেতা অনিল মণ্ডল সকাল সাতটার সময় বাড়িতে ঢুকে মেয়েদের কাপড় ধরে টানছে ৷ এ কিসের রাজনীতি ?’’'

arambagh
অশান্ত আরামবাগ

আরও পড়ুন : শপথগ্রহণের পরই সোজা নবান্নে যাবেন মমতা

অন্যদিকে আক্রান্ত তৃণমূল কর্মী জয়দীপ হাজরা বলেন, '‘সুকুমার হাজরা, শিমু হাজরা এবং ওঁদের বাড়ির মেয়েরা আমার বাবাকে সন্ধ্যারাতে মারধর করেছে ৷ ওঁরা সবাই বিজেপি করে ৷’'

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি ৷

আরামবাগে তৃণমূল বিজেপির সংঘর্ষ

আরামবাগ , 4 মে : আতঙ্কে আরামবাগ ৷ এখনও সেখানে অব্যাহত ভোট পরবর্তী হিংসা ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম উভয় পক্ষের বেশ কয়েকজন । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকায় ৷

বিজেপি কর্মী সুজয় ঘড়াই বলেন, ‘‘আমাদের কোনও ছেলের গায়ে হাত পড়ে বিজেপির ছেলেরা কাউকে ছাড়বে না ৷ আজ তৃণমূল নেতা অনিল মণ্ডল সকাল সাতটার সময় বাড়িতে ঢুকে মেয়েদের কাপড় ধরে টানছে ৷ এ কিসের রাজনীতি ?’’'

arambagh
অশান্ত আরামবাগ

আরও পড়ুন : শপথগ্রহণের পরই সোজা নবান্নে যাবেন মমতা

অন্যদিকে আক্রান্ত তৃণমূল কর্মী জয়দীপ হাজরা বলেন, '‘সুকুমার হাজরা, শিমু হাজরা এবং ওঁদের বাড়ির মেয়েরা আমার বাবাকে সন্ধ্যারাতে মারধর করেছে ৷ ওঁরা সবাই বিজেপি করে ৷’'

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি ৷

আরামবাগে তৃণমূল বিজেপির সংঘর্ষ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.