ETV Bharat / state

BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ডানকুনি, গ্রেপ্তার 2 - Dankuni

BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ডানকুনি ৷ সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ ৷ সন্ধ্যার পর পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিপুল পুলিশ ।

TMC-BJP clash at Dankuni
BJP-তৃণমূল সংঘর্ষে
author img

By

Published : Jan 27, 2020, 1:42 AM IST

Updated : Jan 27, 2020, 6:04 AM IST

ডানকুনি, 26 জানুয়ারি : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত ডানকুনির চৌমাথা এলাকা ৷ আজ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ডানকুনিতে একটি মিছিল আয়োজন করে এক অসরকারি সংস্থা ৷ বেলা একটা নাগাদ ডানকুনির চৌমাথায় পৌঁছাতেই মিছিলে হামলা করে তৃণমূল, অভিযোগ BJP-র ৷ এই ঘটনায় আক্রান্ত হন 10 জন ৷ তাদের বেশ কয়েকজন নিজেদের কর্মী বলে দাবি করেন BJP-র জেলার সভাপতি শ্যামল ঘোষ ৷ অন্যদিকে হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবের দাবি, "মিছিলটি ডানকুনির চৌমাথা এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে বেশ কয়েকজন BJP কর্মী স্থানীয় তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় ৷" এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনার পর থেকেই উত্তপ্ত ডানকুনির চৌমাথা মোড় এলাকা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ে ৷ BJP-র দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী । দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।

BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ডানকুনি, মোতায়েন করা হয়েছে RAF

এই ঘটনায় BJP-তৃণমূল দু'পক্ষের তরফে লিখিত অভিযোগ করা হয় ডানকুনি থানায় । তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন,"BJP বিশৃঙ্খলা, গণ্ডগোল পাকানোর জন্য প্রস্তুত থাকে সব সময়। আজও ডানকুনিতে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে BJP। মারধর করা হয়েছে তাদের ৷" দোকানপাট ভাঙচুর করা হয় বলেও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি । শ্রীরামপুর সাংগঠনিক জেলার BJP সভাপতি শ্যামল ঘোষ বলেন, "একটি অসরকারি সংগঠনের তরফে মিছিল চলছিল ডানকুনিতে ৷ আমাদের কয়েকজন কর্মী সেই মিছিলে পা মিলিয়েছিলেন৷ কিন্তু মিছিলের শেষের দিকে তৃণমূলের কর্মীরা আমাদের উপর চড়াও হয় ৷"

ডানকুনি, 26 জানুয়ারি : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত ডানকুনির চৌমাথা এলাকা ৷ আজ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ডানকুনিতে একটি মিছিল আয়োজন করে এক অসরকারি সংস্থা ৷ বেলা একটা নাগাদ ডানকুনির চৌমাথায় পৌঁছাতেই মিছিলে হামলা করে তৃণমূল, অভিযোগ BJP-র ৷ এই ঘটনায় আক্রান্ত হন 10 জন ৷ তাদের বেশ কয়েকজন নিজেদের কর্মী বলে দাবি করেন BJP-র জেলার সভাপতি শ্যামল ঘোষ ৷ অন্যদিকে হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবের দাবি, "মিছিলটি ডানকুনির চৌমাথা এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে বেশ কয়েকজন BJP কর্মী স্থানীয় তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় ৷" এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনার পর থেকেই উত্তপ্ত ডানকুনির চৌমাথা মোড় এলাকা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ে ৷ BJP-র দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী । দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।

BJP-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ডানকুনি, মোতায়েন করা হয়েছে RAF

এই ঘটনায় BJP-তৃণমূল দু'পক্ষের তরফে লিখিত অভিযোগ করা হয় ডানকুনি থানায় । তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন,"BJP বিশৃঙ্খলা, গণ্ডগোল পাকানোর জন্য প্রস্তুত থাকে সব সময়। আজও ডানকুনিতে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে BJP। মারধর করা হয়েছে তাদের ৷" দোকানপাট ভাঙচুর করা হয় বলেও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি । শ্রীরামপুর সাংগঠনিক জেলার BJP সভাপতি শ্যামল ঘোষ বলেন, "একটি অসরকারি সংগঠনের তরফে মিছিল চলছিল ডানকুনিতে ৷ আমাদের কয়েকজন কর্মী সেই মিছিলে পা মিলিয়েছিলেন৷ কিন্তু মিছিলের শেষের দিকে তৃণমূলের কর্মীরা আমাদের উপর চড়াও হয় ৷"

Intro:হুগলির ডানকুনির দিল্লি রোড বিজেপি তৃণমূল সংঘর্ষ।ঘটনায় আহত দুই পক্ষের প্রায় 15জন।বিজেপির দাবি একটি এনজিওর মিছিলে হাঁটছিল বেশ কিছু বিজেপি নেতা কর্মী সমর্থক। মিছিল দিল্লি রোড ও দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সংযোগস্থানে আসলেই তৃণমূল কর্মীরা মিছিলে থাকা বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে।তবে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় ওখানে একটি চায়ের দোকানে তৃণমূল কর্মীরা বসেছিল,মিছিল থেকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক বেরিয়ে আসে।এবং তৃণমূল কর্মীদের উপর হামলা করে ঘটনাস্থানে ডানকুনি থানার পুলিশ।Body:WB_HGL_DANKUNI TMC BJP CLASH_7203418Conclusion:
Last Updated : Jan 27, 2020, 6:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.