ডানকুনি, 26 জানুয়ারি : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত ডানকুনির চৌমাথা এলাকা ৷ আজ সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ডানকুনিতে একটি মিছিল আয়োজন করে এক অসরকারি সংস্থা ৷ বেলা একটা নাগাদ ডানকুনির চৌমাথায় পৌঁছাতেই মিছিলে হামলা করে তৃণমূল, অভিযোগ BJP-র ৷ এই ঘটনায় আক্রান্ত হন 10 জন ৷ তাদের বেশ কয়েকজন নিজেদের কর্মী বলে দাবি করেন BJP-র জেলার সভাপতি শ্যামল ঘোষ ৷ অন্যদিকে হুগলির তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবের দাবি, "মিছিলটি ডানকুনির চৌমাথা এলাকা দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে বেশ কয়েকজন BJP কর্মী স্থানীয় তৃণমূল কর্মীদের উপর চড়াও হয় ৷" এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত ডানকুনির চৌমাথা মোড় এলাকা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়ে ৷ BJP-র দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী । দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
এই ঘটনায় BJP-তৃণমূল দু'পক্ষের তরফে লিখিত অভিযোগ করা হয় ডানকুনি থানায় । তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন,"BJP বিশৃঙ্খলা, গণ্ডগোল পাকানোর জন্য প্রস্তুত থাকে সব সময়। আজও ডানকুনিতে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে BJP। মারধর করা হয়েছে তাদের ৷" দোকানপাট ভাঙচুর করা হয় বলেও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি । শ্রীরামপুর সাংগঠনিক জেলার BJP সভাপতি শ্যামল ঘোষ বলেন, "একটি অসরকারি সংগঠনের তরফে মিছিল চলছিল ডানকুনিতে ৷ আমাদের কয়েকজন কর্মী সেই মিছিলে পা মিলিয়েছিলেন৷ কিন্তু মিছিলের শেষের দিকে তৃণমূলের কর্মীরা আমাদের উপর চড়াও হয় ৷"