ETV Bharat / state

আরামবাগে রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজিতে আহত 12 ; BJP কর্মীকে ধর্ষণের হুমকি

তৃণমূল ও BJP-র সংঘর্ষ আরামবাগের পূর্ব কেশবপুরের ভেটিপাড়া এলাকায় । সংঘর্ষে আহত উভয়পক্ষের মোট 12 । ঘটনায় উভয়পক্ষের 11 জনকে আটক করেছে পুলিশ ।

ভাঙচুর হয়েছে পার্টি অফিসে
author img

By

Published : Jul 25, 2019, 11:34 PM IST

আরামবাগ, 25 জুলাই : তৃণমূল ও BJP-র সংঘর্ষ আরামবাগের পূর্ব কেশবপুরের ভেটিপাড়া এলাকায় । ইটবৃষ্টির সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি । সংঘর্ষে আহত উভয়পক্ষের মোট 12 জন । তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় উভয়পক্ষের 11 জনকে আটক করেছে পুলিশ ।

এলাকা দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা ছিল । আজ এই নিয়ে বচসা শুরু হয় দু'পক্ষের । বচসা থেকে থেকে হাতাহাতি, এরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয় । একে অপরের দিকে ইট ছুড়তে শুরু করে । পরে শুরু হয় ব্যাপক বোমাবাজি । সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের মোট 12 জন । বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয় এক শিশু এবং কিশোরী । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করা হয়েছে ।

শুনুন বক্তব্য

স্থানীয় BJP-কর্মী পম্পা মালিক বলেন, "তৃণমূলের কয়েকজন এসে আমাদের ঘরে ভাঙচুর করে । তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেয় । ওরা এলাকায় বোমাবাজি করে । হুমকি দিয়েছে পুলিশ চলে গেলে আবার মারধর করা হবে ।" BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জগন্নাথ দাস বলেন, "সন্ত্রাস করে এলাকা দখলে রাখতে চাইছে তৃণমূল । দিন দিন আমাদের উত্থান দেখে তৃণমূল ভয় পেয়েছে । তাই কর্মীদের দমিয়ে রাখতে মারধর, এলাকায় বোমাবাজি ও বাড়ি ভাঙচুর করেছে ।"

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পালটা অভিযোগ, "লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই BJP এলাকায় সন্ত্রাস চালাচ্ছে । আজকেও এলাকায় ওদের কর্মীরা ব্যাপক বোমাবাজি করে ও বাড়ি ভাঙচুর করে । দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।" তৃণমূল নেতা ও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, "BJP ওই এলাকায় অশান্ত করার জন্য পার্টি অফিসে বোমা এবং আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল । প্রশাসন সেগুলি উদ্ধার করেছে । BJP শান্ত আরামবাগকে অশান্ত করতে চাইছে ।"

আরামবাগ, 25 জুলাই : তৃণমূল ও BJP-র সংঘর্ষ আরামবাগের পূর্ব কেশবপুরের ভেটিপাড়া এলাকায় । ইটবৃষ্টির সঙ্গে চলে ব্যাপক বোমাবাজি । সংঘর্ষে আহত উভয়পক্ষের মোট 12 জন । তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনায় উভয়পক্ষের 11 জনকে আটক করেছে পুলিশ ।

এলাকা দখলকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা ছিল । আজ এই নিয়ে বচসা শুরু হয় দু'পক্ষের । বচসা থেকে থেকে হাতাহাতি, এরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয় । একে অপরের দিকে ইট ছুড়তে শুরু করে । পরে শুরু হয় ব্যাপক বোমাবাজি । সংঘর্ষে আহত হয় উভয়পক্ষের মোট 12 জন । বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয় এক শিশু এবং কিশোরী । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 11 জনকে আটক করা হয়েছে ।

শুনুন বক্তব্য

স্থানীয় BJP-কর্মী পম্পা মালিক বলেন, "তৃণমূলের কয়েকজন এসে আমাদের ঘরে ভাঙচুর করে । তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেয় । ওরা এলাকায় বোমাবাজি করে । হুমকি দিয়েছে পুলিশ চলে গেলে আবার মারধর করা হবে ।" BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জগন্নাথ দাস বলেন, "সন্ত্রাস করে এলাকা দখলে রাখতে চাইছে তৃণমূল । দিন দিন আমাদের উত্থান দেখে তৃণমূল ভয় পেয়েছে । তাই কর্মীদের দমিয়ে রাখতে মারধর, এলাকায় বোমাবাজি ও বাড়ি ভাঙচুর করেছে ।"

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পালটা অভিযোগ, "লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই BJP এলাকায় সন্ত্রাস চালাচ্ছে । আজকেও এলাকায় ওদের কর্মীরা ব্যাপক বোমাবাজি করে ও বাড়ি ভাঙচুর করে । দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন । তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।" তৃণমূল নেতা ও আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, "BJP ওই এলাকায় অশান্ত করার জন্য পার্টি অফিসে বোমা এবং আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল । প্রশাসন সেগুলি উদ্ধার করেছে । BJP শান্ত আরামবাগকে অশান্ত করতে চাইছে ।"

Intro:Body:তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের পূর্ব কেশব পুরের ভেটি পাড়া এলাকা।এলাকায় দুই পক্ষের ইঁট বৃষ্টি সহ ব্যাপক বোমাবাজি।বোমার আঘাতে আহত হয় এক শিশু এবং এক স্কুল ছাত্রী। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের মোট ১২ জন ।তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় উভয় পক্ষের ১১ জন কে আটক করেছে পুলিশ।মূলত এলাকা দখল কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ।

ঘটনার সূত্রপাত একে ওপর কে দেখে নেওয়ার হুমকি শুরু হয় দুই পক্ষের।এলাকা কাদের দখলে এই নিয়ে বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের সাথে বিজেপি কর্মীদের।বচসা থেকে থেকে হাতাহাতি এর পরই ব্যাপক আকার ধারণ করে দুই পক্ষের লড়াই।শুরু হয় সংঘর্ষ।সংঘর্ষের শুরুতেই উভয় পক্ষই একে অপরের দিকে ব্যাপক ইট বৃষ্টি শুরু করে।তার সাথে চলে দুই পক্ষের ব্যাপক বোমাবাজি।দুই দলের সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের মোট বারো জন।তারা মধ্যে বোমার আঘাতে আহত হয় এক শিশু এবং এক স্কুল ছাত্রী।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
সংঘর্ষে জড়িত উভয় পক্ষের মোট ১২ জন কে আটক করে।

এলাকার বিজেপি কর্মী পম্পা মালিক বলেন তৃণমূলের বেশ কয়েক জন এসে আমাদের ঘর ভাঙচুর করে এবং তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার হুমকি দেয়।ওরা এলাকায় বোমাবাজি করে এবং হুমকি দিয়েছে পুলিশ চলে গেলে আবার মারধোর করা হবে।

বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক জগন্নাথ দাস বলেন এলাকায় সন্ত্রাস করে এলাকা দখলে রাখতে চাইছে তৃণমূল।দিন দিন বিজেপির উত্থান দেখে তৃণমূল ভয় পেয়েছে।তাই বিজেপি কর্মীদের দমিয়ে রাখতে আজ বিজেপি কর্মীদের মারধোর,এলাকায় বোমাবাজি এবং ত্রিশ চল্লিশ টা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে।অনেকে বিজেপি কর্মী আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ লোকসভা ভোটের ফলাফলের পর থেকেই বিজেপি এলাকায় সন্ত্রাস করে বেড়াচ্ছে।আজকেও এলাকায় বিজেপি কর্মীরা ব্যাপক বোমাবাজি করে এবং তৃণমূল কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর করে।তৃণমূলের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছে।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূল নেতা তথা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী বলেন বিজেপি ওই এলাকায় অশান্ত করার জন্য পার্টি অফিসে বোমা এবং আগ্নেয় অস্ত্র মজুত রেখেছিল।প্রশাসন সেগুলো উদ্ধার করেছে।বিজেপি শ্রান্ত আরামবাগ কে অশান্ত করতে চাইছে।

wb_hgl_06_arambagh_bjp tmc clash_copi_10007

B_1_জগন্নাথ দাস ( বিজেপি নেতা)
B_2_পম্পা মালিক (বিজেপি কর্মী)
B_3_স্থানীয় তৃণমূল কর্মীConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.