ETV Bharat / state

TMC Worker Agitation: দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত তৃণমূল, দুই ফুলে বিভক্ত জোড়াফুল শিবির - tmc agitation in dankuni toll plaza

শাসকদলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পথে নামল তৃণমূলের একাংশ (Agitation in Toll Plaza) ৷ ডানকুনি টোলপ্লাজায় মঙ্গলবার বিক্ষোভ দেখায় বেশ কিছু তৃণমূল কর্মী ৷ বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই ও তোলাবাজির অভিযোগ শাসকদলের শ্রমিক ইউনিয়নের একাংশের বিরুদ্ধে ৷

TMC Agitation
TMC Agitation
author img

By

Published : Aug 31, 2022, 2:17 PM IST

হুগলি, 31 অগস্ট: ডানকুনি টোলপ্লাজা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলেরই একাংশের (TMC Worker Agitation in Toll plaza)। বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই ও তোলাবাজির অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে । এর প্রতিবাদে মঙ্গলবার ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা । ডানকুনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ দেখান তাঁরা ।

অভিযোগ, তৃণমুল শ্রমিক সংগঠনের নেতারা অনৈতিক ভাবে প্রভাব খাটিয়ে কর্মী ছাঁটাই করছে । বেআইনি ভাবে টাকা রোজগার করছে । টোল থেকে অবৈধ ভাবে টাকা তুলে বিশাল সম্পত্তির মালিক হচ্ছেন নেতারা । এসবের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা । মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি শুরু হয় ৷ ডানকুনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

তৃণমূলের এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি নেতা ভাস্বর ভট্টাচার্য বলেন, ‘‘এদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লেগে গেছে । এখানে এক পক্ষ কোটি কোটি টাকায় জমি বাড়ি করে নিয়েছে । তাই, অপর একদল তাদের বিরোধিতা করতে রাস্তায় নেমেছে । তৃণমূলে তৃণমূলে লড়াই করেই এরা শেষ হবে । ডানকুনি টোলপ্লাজার পাশ দিয়ে যে রাস্তা আছে । সেখান দিয়ে বালি, পাথর পাচার করে হচ্ছে কি না সেটাও দেখা দরকার । এগুলো নিয়ে মারামারি তাই নিয়েই বিদ্রোহ । এটাই হবে আগামী ছ'মাসের মধ্যে তৃণমূলের কোনও অস্তিত্ব থাকবে না ।’’

দুই ফুলে বিভক্ত জোড়াফুল শিবির

আরও পড়ুন: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য স্থগিত চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ

টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘‘ডানকুনি টোলপ্লাজার মিটিংয়ে ইউনিয়ন বিরোধী কথা বলে তাই বসিয়ে দেওয়া হচ্ছিল । স্থানীয় কাউন্সিলরের সঙ্গে বসে মিটিয়ে নেওয়ার কথা হয়েছিল । কিন্তু আজ কী উদ্দেশ্য বিক্ষোভ দেখিয়েছে আমি জানি না । আমরা ইউনিয়নে একই জায়গায় আছি । যদি কারও সঙ্গে মতানৈক্য হয় অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব । তারা যা সিদ্ধান্ত নেয় সেটাই হবে ৷’’

হুগলি, 31 অগস্ট: ডানকুনি টোলপ্লাজা শ্রমিক সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৃণমূলেরই একাংশের (TMC Worker Agitation in Toll plaza)। বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই ও তোলাবাজির অভিযোগ তৃণমূলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে । এর প্রতিবাদে মঙ্গলবার ডানকুনি টোল প্লাজায় বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা । ডানকুনি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ দেখান তাঁরা ।

অভিযোগ, তৃণমুল শ্রমিক সংগঠনের নেতারা অনৈতিক ভাবে প্রভাব খাটিয়ে কর্মী ছাঁটাই করছে । বেআইনি ভাবে টাকা রোজগার করছে । টোল থেকে অবৈধ ভাবে টাকা তুলে বিশাল সম্পত্তির মালিক হচ্ছেন নেতারা । এসবের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন তাঁরা । মিছিলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি শুরু হয় ৷ ডানকুনি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

তৃণমূলের এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি নেতা ভাস্বর ভট্টাচার্য বলেন, ‘‘এদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লেগে গেছে । এখানে এক পক্ষ কোটি কোটি টাকায় জমি বাড়ি করে নিয়েছে । তাই, অপর একদল তাদের বিরোধিতা করতে রাস্তায় নেমেছে । তৃণমূলে তৃণমূলে লড়াই করেই এরা শেষ হবে । ডানকুনি টোলপ্লাজার পাশ দিয়ে যে রাস্তা আছে । সেখান দিয়ে বালি, পাথর পাচার করে হচ্ছে কি না সেটাও দেখা দরকার । এগুলো নিয়ে মারামারি তাই নিয়েই বিদ্রোহ । এটাই হবে আগামী ছ'মাসের মধ্যে তৃণমূলের কোনও অস্তিত্ব থাকবে না ।’’

দুই ফুলে বিভক্ত জোড়াফুল শিবির

আরও পড়ুন: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য স্থগিত চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ

টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘‘ডানকুনি টোলপ্লাজার মিটিংয়ে ইউনিয়ন বিরোধী কথা বলে তাই বসিয়ে দেওয়া হচ্ছিল । স্থানীয় কাউন্সিলরের সঙ্গে বসে মিটিয়ে নেওয়ার কথা হয়েছিল । কিন্তু আজ কী উদ্দেশ্য বিক্ষোভ দেখিয়েছে আমি জানি না । আমরা ইউনিয়নে একই জায়গায় আছি । যদি কারও সঙ্গে মতানৈক্য হয় অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব । তারা যা সিদ্ধান্ত নেয় সেটাই হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.