ETV Bharat / state

CPI(M) এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - agent

পঞ্চম দফায় বুথে CPI(M) এজেন্ট ছিল । তাই ভোটের পরদিন রাতে তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম এজেন্টের নাম সোমনাথ শঙ্খবণিক ।

পাপ্পু সিংয়ের বাড়ির সামনে বিক্ষোভে স্থানীয়রা
author img

By

Published : May 8, 2019, 9:52 AM IST

উত্তরপাড়া, 8 মে : CPI(M) এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । জখম এজেন্টের নাম সোমনাথ শঙ্খবণিক । ঘটনাটি উত্তরপাড়ার ।

সুকান্ত নগরের কোতরং এলাকার বাসিন্দা সোমনাথ । পঞ্চম দফা নির্বাচনে উত্তরপাড়ার 118 নম্বর বুথের CPI(M) এজেন্ট ছিলেন তিনি । অভিযোগ, গতরাতে সোমনাথের উপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পাপ্পু সিং সহ পাঁচজন । মারধর করা হয় তাকে । স্থানীয় বাসিন্দারা জখম সোমনাথকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যান । ঘটনার পর গতরাতে পাপ্পুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় কিছু লোক ।

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী তীর্থঙ্কর রায় বলেন, "সোমবার বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। তাই তৃণমূল কিছু করতে পারেনি । আমাদের পক্ষেই ভোট হয়েছে । ওরা হেরে যাবে বলে আমাদের এজেন্টের উপর হামলা চালিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তৃণমূলের টাউন সভাপতি তাপস মুখার্জি বলেন, "গতকাল চায়ের দোকানে সোমনাথ চা খাচ্ছিল । সেইসময় পাপ্পু ওখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল । সোমনাথ পাপ্পুকে উত্তেজিত করার জন্য মন্তব্য করে । তারপরই পাপ্পু সোমনাথকে ধাক্কা দেয় । এটা পাপ্পুর করা ঠিক হয়নি । কিন্তু পাপ্পু মারধর করেনি সোমনাথকে । "

উত্তরপাড়া, 8 মে : CPI(M) এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । জখম এজেন্টের নাম সোমনাথ শঙ্খবণিক । ঘটনাটি উত্তরপাড়ার ।

সুকান্ত নগরের কোতরং এলাকার বাসিন্দা সোমনাথ । পঞ্চম দফা নির্বাচনে উত্তরপাড়ার 118 নম্বর বুথের CPI(M) এজেন্ট ছিলেন তিনি । অভিযোগ, গতরাতে সোমনাথের উপর চড়াও হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পাপ্পু সিং সহ পাঁচজন । মারধর করা হয় তাকে । স্থানীয় বাসিন্দারা জখম সোমনাথকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যান । ঘটনার পর গতরাতে পাপ্পুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় কিছু লোক ।

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী তীর্থঙ্কর রায় বলেন, "সোমবার বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। তাই তৃণমূল কিছু করতে পারেনি । আমাদের পক্ষেই ভোট হয়েছে । ওরা হেরে যাবে বলে আমাদের এজেন্টের উপর হামলা চালিয়েছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তৃণমূলের টাউন সভাপতি তাপস মুখার্জি বলেন, "গতকাল চায়ের দোকানে সোমনাথ চা খাচ্ছিল । সেইসময় পাপ্পু ওখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল । সোমনাথ পাপ্পুকে উত্তেজিত করার জন্য মন্তব্য করে । তারপরই পাপ্পু সোমনাথকে ধাক্কা দেয় । এটা পাপ্পুর করা ঠিক হয়নি । কিন্তু পাপ্পু মারধর করেনি সোমনাথকে । "

Intro:ফের CPIM এর বুথ এজেন্টকে মারধর।অভিযোগ তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর বিরুদ্ধে।আহত এজেন্টের নাম সোমনাথ শঙ্খবণিক।বাড়ি কোতরং সুকান্ত নগরে।তাতে উত্তেজনা ছড়ায় উত্তরপাড়ায়।আজ মঙ্গলবার রাতে হঠাৎই সোমনাথ বাবুর উপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী।রাতভোর চলে তৃণমূল নেতা পাপ্পু সিংয়ের বাড়ির সামনে ঘেরাও বিক্ষোভ।সিপিআইএম এজেন্ট ছিলেন সোমনাথ। পাঁচজন দুষ্কৃতি লাটিসোটা তাকে মারধর করে।স্থানীয় মানুষ উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।তবে এই হামলা অস্বীকার করেছে তৃণমূল।
উত্তরপাড়ার 118 নম্বর বুথের এজেন্ট ছিলেন সোমনাথ বাবু।গতকাল সেই বুথে ভোট করান ।আজ তাই বুথে এজেন্ট হিসাবে ভোট করার জন্যই এই মারধর বলে অভিযোগ CPIM এর।
শ্রীরামপুর লোকসভার প্রার্থী তীর্থঙ্কর রায়ের অভিযোগ আমাদের এজেন্ট কে তৃণমূল মারধর করে।কাল বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল কিছু করতে পারেনি।কাল আমাদের পক্ষেই ভোট হয়।ওরা হেরে যাবে বলে আমাদের এজেন্টদের উপর হামলা হচ্ছে।
তৃণমূলের টাউন সভাপতি তাপস মুখার্জ্জী বলেন পাপু সিংকে কালকের ভোট নিয়ে উত্তেজিত করেছে।তারপরই পাপু সোমনাথ কে ঠেলা দেয়।সেটাই ওরা বাড়িয়ে বলছে।Body:WB_HGL_07MAY_CPIM AGENT_MARDHOR_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.