ETV Bharat / state

India Book of Record : 3 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম আরামবাগের রিভানের - India Book of Record

মাত্র 3 বছর বয়সে মেধার জোরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠল আরামবাগের রিভান নন্দীর (Three Year Old Rivan Nandi Named for India Book of Record) ৷

India Book of Record
India Book of Record
author img

By

Published : Jan 10, 2022, 1:10 PM IST

আরামবাগ (হুগলি), 10 জানুয়ারি : মেধার জোরে মাত্র তিন বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল এক শিশু (India Book of Record) ৷ বিস্ময় ওই প্রতিভার নাম রিভান নন্দী ৷ মাত্র 3 বছর বয়সে রিভান যে কোনও দেশের রাজধানীর নাম বলে দিতে পারে ৷ এমনকি ভারতের সব রাজ্যের রাজধানীর নামও তার জানা ৷ পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বদের নামও তার জানা আছে (Three Year Old Rivan Nandi Named for India Book of Record) ৷

রিভান নন্দী হুগলির আরামবাগের সতীতলা এলাকার বাসিন্দা ৷ তার মা প্রিয়াঙ্কা নন্দী জানিয়েছেন, আরও ছোট বয়সে রিভানের মধ্যে এক ব্যতিক্রম প্রতিভা লক্ষ্য করেছিলেন তিনি ৷ খেলার ছলে ছেলেকে পড়াশোনা করাতেন তিনি ৷ তাকে যা বলা হত, সেগুলি সে মনে রাখতে পারছে কিনা দেখতে পরেরদিন আবারও জিজ্ঞেস করতেন তিনি ৷ প্রিয়াঙ্কা জানান, সহজেই সেই প্রশ্নগুলির উত্তর রিভান দিত ৷ তবে, শুধু দেশের রাজধানী বা নামী ব্যক্তিত্বদের নাম নয় ৷ যে কোনও ইংরেজি শব্দের বিপরীত শব্দও সে সহজেই বলে দিতে পারেন বলে জানিয়েছেন রিভানের মা ৷

আরও পড়ুন : Harmonica artist : দীর্ঘ সময় হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে

মেধার এই বিরল প্রতিভা ছাড়াও, রিভানের খেলাধূলার প্রতি ঝোঁক রয়েছে বলে জানিয়েছেন তার মা ৷ এমনকি সময়ে মোবাইলে কার্টুন দেখতেও ভালবাসে সে ৷ এর আগে হরিয়ানার ছোট্ট কৌটিল্য পণ্ডিতের নাম শোনা গিয়েছিল ৷ সেও একইভাবে বিভিন্ন রাজ্য ও দেশের রাজধানীর নাম বলে দিত ৷ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর নাম সহজে বলে দিত ৷ এবার আরামবাগের রিভান নন্দী ৷ মাত্র 3 বছর বয়সে নিজের মেধার জোরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে সে ৷

আরামবাগ (হুগলি), 10 জানুয়ারি : মেধার জোরে মাত্র তিন বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল এক শিশু (India Book of Record) ৷ বিস্ময় ওই প্রতিভার নাম রিভান নন্দী ৷ মাত্র 3 বছর বয়সে রিভান যে কোনও দেশের রাজধানীর নাম বলে দিতে পারে ৷ এমনকি ভারতের সব রাজ্যের রাজধানীর নামও তার জানা ৷ পৃথিবীর বিখ্যাত ব্যক্তিত্বদের নামও তার জানা আছে (Three Year Old Rivan Nandi Named for India Book of Record) ৷

রিভান নন্দী হুগলির আরামবাগের সতীতলা এলাকার বাসিন্দা ৷ তার মা প্রিয়াঙ্কা নন্দী জানিয়েছেন, আরও ছোট বয়সে রিভানের মধ্যে এক ব্যতিক্রম প্রতিভা লক্ষ্য করেছিলেন তিনি ৷ খেলার ছলে ছেলেকে পড়াশোনা করাতেন তিনি ৷ তাকে যা বলা হত, সেগুলি সে মনে রাখতে পারছে কিনা দেখতে পরেরদিন আবারও জিজ্ঞেস করতেন তিনি ৷ প্রিয়াঙ্কা জানান, সহজেই সেই প্রশ্নগুলির উত্তর রিভান দিত ৷ তবে, শুধু দেশের রাজধানী বা নামী ব্যক্তিত্বদের নাম নয় ৷ যে কোনও ইংরেজি শব্দের বিপরীত শব্দও সে সহজেই বলে দিতে পারেন বলে জানিয়েছেন রিভানের মা ৷

আরও পড়ুন : Harmonica artist : দীর্ঘ সময় হারমোনিকায় সুর তুলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের খুদে

মেধার এই বিরল প্রতিভা ছাড়াও, রিভানের খেলাধূলার প্রতি ঝোঁক রয়েছে বলে জানিয়েছেন তার মা ৷ এমনকি সময়ে মোবাইলে কার্টুন দেখতেও ভালবাসে সে ৷ এর আগে হরিয়ানার ছোট্ট কৌটিল্য পণ্ডিতের নাম শোনা গিয়েছিল ৷ সেও একইভাবে বিভিন্ন রাজ্য ও দেশের রাজধানীর নাম বলে দিত ৷ বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর নাম সহজে বলে দিত ৷ এবার আরামবাগের রিভান নন্দী ৷ মাত্র 3 বছর বয়সে নিজের মেধার জোরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে সে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.