ETV Bharat / state

National Kurash Championship: কুরাস মার্শাল আর্ট ন্যাশনালে ব্রোঞ্জ জয় হুগলির তিন কন্যা - ব্রোঞ্জ জয় হুগলির তিন কিশোরীর

আজ জাতীয় শিশুকন্যা দিবস ৷ আর এই দিনেই সুখবর এলো বাংলার জন্য ৷ মার্শাল আর্টস কুরাসের জাতীয় চ্যাম্পিয়নশিপে (National Kurash Championship) সিনিয়র স্তরে ব্রোঞ্জ জিতল হুগলির তিন কিশোরী ৷ তমন্না পাল 57 কেজি বিভাগ, সৃজনা সরকার 48 কেজি এবং অর্পিতা মণ্ডল 63 কেজি বিভাগে তৃতীয় হয়েছেন ৷

National Kurash Championship ETV BHARAT
National Kurash Championship
author img

By

Published : Jan 24, 2023, 10:09 PM IST

ব্রোঞ্জ জিতল হুগলির তিন কন্যা

বৈদ্যবাটি (হুগলি), 24 জানুয়ারি: ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল হুগলির বৈদ্যবাটির তিন কিশোরীর (Three Girls from Hooghly Win Bronze) ৷ তমন্না পাল, সৃজনা সরকার এবং অর্পিতা মণ্ডল নিজেদের বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে ৷ 12তম ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপ (National Kurash Martial Championship) আয়োজিত হয় উত্তরপ্রদেশের সাহারানপুরের শিবধাম মন্দির ইন্ডোর হলে ৷ এটি মার্শাল আর্টের একটি অংশ ৷ উজবেকিস্তানে এই আর্টের জন্ম হয় ৷ মোট 20টি রাজ্যের সাড়ে ছ’শো প্রতিযোগী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ৷

পশ্চিমবঙ্গ থেকে 17 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ৷ তারই মধ্যে নয় জন ছিল হুগলি জেলার ৷ তাঁদের মধ্যে থেকেই জুনিয়র লেবেল থেকে সিনিয়র স্তরে গিয়ে বৈদ্যবাটির তিন কিশোরী ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে ৷ তমন্না পাল 57 কেজি বিভাগ, সৃজনা সরকার 48 কেজি এবং অর্পিতা মণ্ডল 63 কেজি বিভাগে অংশ নেয় ৷ 16 জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ৷ 18 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেন তাঁরা ৷

আরও পড়ুন: দক্ষ যুবসমাজ গড়ার নেশায় বিনামূল্যে লক্ষাধিক ক্যাম্প শাওলিন কুংফু মাস্টার তপনের

তমন্না পাল এবং সৃজনা সরকার বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের ছাত্রী ৷ আর অর্পিতা মণ্ডল চারুশিলা বোস বালিকা বিদ্যালয়ে পড়ে ৷ তাঁরা সকলেই একাদশ শ্রেণির ছাত্রী ৷ গত 10 বছর ধরে তাঁরা কোচ প্রবীর কুমার সিনহার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন ৷ এর আগে তাঁরা রাজ্য স্তরে ও জাতীয় স্তরে জুনিয়র এবং সাব-জুনিয়র বিভাগে গোল্ড মেডেল পেয়েছিল ৷ তাঁদের প্রতিভা এবং পারফর্মেন্স দেখে ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে পাঠানো হয় ৷ সেখানেও নিজেদের প্রমাণ করল এই তিন বাঙালি কিশোরী ৷

ব্রোঞ্জ জিতল হুগলির তিন কন্যা

বৈদ্যবাটি (হুগলি), 24 জানুয়ারি: ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল হুগলির বৈদ্যবাটির তিন কিশোরীর (Three Girls from Hooghly Win Bronze) ৷ তমন্না পাল, সৃজনা সরকার এবং অর্পিতা মণ্ডল নিজেদের বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে ৷ 12তম ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপ (National Kurash Martial Championship) আয়োজিত হয় উত্তরপ্রদেশের সাহারানপুরের শিবধাম মন্দির ইন্ডোর হলে ৷ এটি মার্শাল আর্টের একটি অংশ ৷ উজবেকিস্তানে এই আর্টের জন্ম হয় ৷ মোট 20টি রাজ্যের সাড়ে ছ’শো প্রতিযোগী এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ৷

পশ্চিমবঙ্গ থেকে 17 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ৷ তারই মধ্যে নয় জন ছিল হুগলি জেলার ৷ তাঁদের মধ্যে থেকেই জুনিয়র লেবেল থেকে সিনিয়র স্তরে গিয়ে বৈদ্যবাটির তিন কিশোরী ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে ৷ তমন্না পাল 57 কেজি বিভাগ, সৃজনা সরকার 48 কেজি এবং অর্পিতা মণ্ডল 63 কেজি বিভাগে অংশ নেয় ৷ 16 জানুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয়েছিল ৷ 18 জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেন তাঁরা ৷

আরও পড়ুন: দক্ষ যুবসমাজ গড়ার নেশায় বিনামূল্যে লক্ষাধিক ক্যাম্প শাওলিন কুংফু মাস্টার তপনের

তমন্না পাল এবং সৃজনা সরকার বৈদ্যবাটি সুরেন্দ্রনাথ রায় বালিকা বিদ্যালয়ের ছাত্রী ৷ আর অর্পিতা মণ্ডল চারুশিলা বোস বালিকা বিদ্যালয়ে পড়ে ৷ তাঁরা সকলেই একাদশ শ্রেণির ছাত্রী ৷ গত 10 বছর ধরে তাঁরা কোচ প্রবীর কুমার সিনহার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন ৷ এর আগে তাঁরা রাজ্য স্তরে ও জাতীয় স্তরে জুনিয়র এবং সাব-জুনিয়র বিভাগে গোল্ড মেডেল পেয়েছিল ৷ তাঁদের প্রতিভা এবং পারফর্মেন্স দেখে ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে পাঠানো হয় ৷ সেখানেও নিজেদের প্রমাণ করল এই তিন বাঙালি কিশোরী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.