ETV Bharat / state

দোকানদারের স্ত্রী করোনা আক্রান্ত, দোকান খোলা নিয়ে সাফাই কর্মীর সঙ্গে ঝামেলা

ওষুধের দোকানের মালিক পার্থ ঘোষের স্ত্রী করোনা আক্রান্ত বলে দোকান বন্ধ করতে বলেন বৈদ্যবাটির পৌরসভার সাফাই কর্মী মদন ঘোষ । মঙ্গলবার তার প্রতিবাদে দোকান মালিক মদনকে মারধর করেন । এর পরেও তৃণমূলের কিছু নেতা মদনকে বাড়ি গিয়ে ধমক ও শাসানি দেন । এই কারণেই এদিন পার্থ ঘোষের বাড়িতে পাল্টা চড়াও হন মদন সহ আরও সাফাই কর্মীরা । তবে তৃণমূলের পক্ষ থেকে সে কথা অস্বীকার করে । উল্টে তারা বলেন, পার্থর সঙ্গে অন্যায় করেছে মদন ৷ সরকারী কর্মচারী হয়ে এ কাজ ঠিক নয় ।

দোকান খোলার প্রতিবাদে মারধরের অভিযোগ
দোকান খোলার প্রতিবাদে মারধরের অভিযোগ
author img

By

Published : May 27, 2021, 6:14 PM IST

27 মে,বৈদ্যবাটি: ওষুধের দোকানের মালিক পার্থ ঘোষের স্ত্রী করোনা আক্রান্ত হয়েও হুগলির বৈদ্যবাটি চকে দোকান খুলে ব্যবসা করছিলেন । মঙ্গলবার রাস্তা দিয়ে যাওয়ার সময় বৈদ্যবাটি পৌরসভার সাফাই কর্মী মদন ঘোষ ও 17 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার তাঁকে করোনা বিধি মেনে দোকান বন্ধ করতে বলেন । এসব কিছুর তোয়াক্কা না করেই পার্থবাবু তাঁদের সঙ্গে রীতিমতো বচসা শুরু করে দেন ও মারধর করেন । ঘটনাটি প্রশাসনের কাছে গেলে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে দোকান বন্ধ করে পার্থবাবুকে আটক করে । দোকান মালিককে পড়ে ছেড়ে দিলে স্থানীয় তৃনমূলের নেতারা মদন ঘোষের বাড়ি গিয়ে চাপ দিয় অভিযোগ তুলে নেওয়ার কথা বলে । সেই কারণেই বৃহস্পতিবার সকাল থেকে বৈদ্যবাটি পুরসভার সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বৈদ্যবাটি চকে হাজির হয়ে পার্থ ঘোষের বাড়িতে চড়াও হন । ঘটনার জন্য পার্থবাবুকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয় । এরপর শতাধিক সাফাই কর্মী শেওড়াফুলি জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান । তাঁদের অভিযোগ, কেন তৃণমূলের নেতারা মদন ঘোষের বাড়ি গিয়ে চড়াও হয়েছেন । পাল্টা পার্থবাবুর অভিযোগ, সাফাই কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে স্ত্রীকে হেনস্থা করে ও তাঁকে মারধর করে । তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি ।

দোকান খোলার প্রতিবাদে মারধরের অভিযোগ

পার্থ ঘোষ বলেন, ‘‘আজ সাফাই কর্মীরা আমার বাড়িতে এসে আমাকে মারধর করে আমার সন্তানসম্ভবা স্ত্রীকে ঠেলে ফেলে দেওয়া হয় । আমার স্ত্রী 14 মে করোনা পজেটিভ হয় । ওরা 25 তারিখ এসে দোকান বন্ধ করতে পারে না ।

তৃণমূল নেত্রী অঞ্জনা মিত্র বলেন, ‘‘মঙ্গলবার পার্থ ও মদনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। মদনের বাড়িতে আমরা নাকি গিয়ে শাসানি দিয়ে এসেছি ৷ কিন্তু ওর বাড়িতে কেউই যায়নি । সেই অভিযোগে আমাদের গালিগালাজ করে সাফাই কর্মীরা । পার্থর বাড়িতে সাফাই কর্মীরা হামলা চালায় । আমি ইতিমধ্যেই চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি । প্রশাসনও ব্যবস্থা নিক।’’

27 মে,বৈদ্যবাটি: ওষুধের দোকানের মালিক পার্থ ঘোষের স্ত্রী করোনা আক্রান্ত হয়েও হুগলির বৈদ্যবাটি চকে দোকান খুলে ব্যবসা করছিলেন । মঙ্গলবার রাস্তা দিয়ে যাওয়ার সময় বৈদ্যবাটি পৌরসভার সাফাই কর্মী মদন ঘোষ ও 17 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার তাঁকে করোনা বিধি মেনে দোকান বন্ধ করতে বলেন । এসব কিছুর তোয়াক্কা না করেই পার্থবাবু তাঁদের সঙ্গে রীতিমতো বচসা শুরু করে দেন ও মারধর করেন । ঘটনাটি প্রশাসনের কাছে গেলে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ গিয়ে দোকান বন্ধ করে পার্থবাবুকে আটক করে । দোকান মালিককে পড়ে ছেড়ে দিলে স্থানীয় তৃনমূলের নেতারা মদন ঘোষের বাড়ি গিয়ে চাপ দিয় অভিযোগ তুলে নেওয়ার কথা বলে । সেই কারণেই বৃহস্পতিবার সকাল থেকে বৈদ্যবাটি পুরসভার সাফাই কর্মীরা কাজ বন্ধ করে বৈদ্যবাটি চকে হাজির হয়ে পার্থ ঘোষের বাড়িতে চড়াও হন । ঘটনার জন্য পার্থবাবুকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয় । এরপর শতাধিক সাফাই কর্মী শেওড়াফুলি জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান । তাঁদের অভিযোগ, কেন তৃণমূলের নেতারা মদন ঘোষের বাড়ি গিয়ে চড়াও হয়েছেন । পাল্টা পার্থবাবুর অভিযোগ, সাফাই কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে স্ত্রীকে হেনস্থা করে ও তাঁকে মারধর করে । তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি ।

দোকান খোলার প্রতিবাদে মারধরের অভিযোগ

পার্থ ঘোষ বলেন, ‘‘আজ সাফাই কর্মীরা আমার বাড়িতে এসে আমাকে মারধর করে আমার সন্তানসম্ভবা স্ত্রীকে ঠেলে ফেলে দেওয়া হয় । আমার স্ত্রী 14 মে করোনা পজেটিভ হয় । ওরা 25 তারিখ এসে দোকান বন্ধ করতে পারে না ।

তৃণমূল নেত্রী অঞ্জনা মিত্র বলেন, ‘‘মঙ্গলবার পার্থ ও মদনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। মদনের বাড়িতে আমরা নাকি গিয়ে শাসানি দিয়ে এসেছি ৷ কিন্তু ওর বাড়িতে কেউই যায়নি । সেই অভিযোগে আমাদের গালিগালাজ করে সাফাই কর্মীরা । পার্থর বাড়িতে সাফাই কর্মীরা হামলা চালায় । আমি ইতিমধ্যেই চেয়ারম্যানকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছি । প্রশাসনও ব্যবস্থা নিক।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.