হুগলি, 15 মে : করোনা পরিস্থিতিতেও উদাসীন এখনও বহু মানুষ । মাস্ক যেখানে বাধ্যতা মূলক, সেখানে বাজারে বা রাস্তা ঘাটে মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে । তাই করোনা আটকাতে বিনা পয়সায় মাস্কের ব্যবস্থা করল শ্রীরামপুরের ব্যবসায়ীরা ।
অটোমেটেড টেলার মেশিন বা এটিএম থেকে টাকা পাওয়া যায়, তেমনি অল টাইম মাস্ক বা এটিএম থেকে সব সময় মাস্ক পাওয়া যাচ্ছে ৷ তাও আবার বিনা মূল্যে । শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি এটিএম কিয়স্কের আদলে মাস্ক এটিএম বসিয়েছে । যেখানে বাজারে করতে যাওয়া বা পথ চলতি মানুষ সেখান থেকে মাস্ক নিতে পারবেন । হু এবং চিকিৎসকরা বারবার বলছেন করোনা মোকাবিলায় মাস্ক অপরিহার্য্য । সেই কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা এই অভিনব চিন্তা ভাবনা করেছে ।
আরও পড়ুন : পবিত্র ঈদে করোনা সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি রায়গঞ্জের বিজেপি বিধায়কের
চন্দননগর সহ হুগলি জেলার বিভিন্ন জায়গায় এই এটিএম বসানো হয়েছে । যাদের কাছে মাস্ক নেই, বা নিয়ে বেরতে ভুলে গেছেন, আবার কেউ মাস্ক পড়তে উদাসীন । তাদের জন্য ব্যবসায়ী সমিতি এই মাস্ক এটিএম চালু করেছে আজ থেকে । মাস্ক এটিএম এর পাশাপাশি স্যানিটাইজারও রাখা হয়েছে । বাজারে কেনাকাটা করতে যাওয়া অনেকেই সেখান থেকে মাস্ক সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন । ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।