ETV Bharat / state

শ্রীরামপুরে বিনামূল্যে মাস্ক দিতে ভেন্ডিং মেশিন বসালো ব্যবসায়ী সমিতি

অটোমেটেড টেলার মেশিন বা এটিএম থেকে টাকা পাওয়া যায়, তেমনি অল টাইম মাস্ক বা এটিএম থেকে সব সময় মাস্ক পাওয়া যাচ্ছে ৷ তাও আবার বিনা মূল্যে । শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি এটিএম কিয়স্কের আদলে মাস্ক এটিএম বসিয়েছে ।

The business association has set up vending machines to give free masks in Shrirampur hooghly
শ্রীরামপুরে বিনামূল্যে মাস্ক দিতে ভেন্ডিং মেশিন বসালো ব্যবসায়ী সমিতি
author img

By

Published : May 15, 2021, 3:23 PM IST

হুগলি, 15 মে : করোনা পরিস্থিতিতেও উদাসীন এখনও বহু মানুষ । মাস্ক যেখানে বাধ্যতা মূলক, সেখানে বাজারে বা রাস্তা ঘাটে মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে । তাই করোনা আটকাতে বিনা পয়সায় মাস্কের ব্যবস্থা করল শ্রীরামপুরের ব্যবসায়ীরা ।

অটোমেটেড টেলার মেশিন বা এটিএম থেকে টাকা পাওয়া যায়, তেমনি অল টাইম মাস্ক বা এটিএম থেকে সব সময় মাস্ক পাওয়া যাচ্ছে ৷ তাও আবার বিনা মূল্যে । শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি এটিএম কিয়স্কের আদলে মাস্ক এটিএম বসিয়েছে । যেখানে বাজারে করতে যাওয়া বা পথ চলতি মানুষ সেখান থেকে মাস্ক নিতে পারবেন । হু এবং চিকিৎসকরা বারবার বলছেন করোনা মোকাবিলায় মাস্ক অপরিহার্য্য । সেই কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা এই অভিনব চিন্তা ভাবনা করেছে ।

আরও পড়ুন : পবিত্র ঈদে করোনা সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি রায়গঞ্জের বিজেপি বিধায়কের

চন্দননগর সহ হুগলি জেলার বিভিন্ন জায়গায় এই এটিএম বসানো হয়েছে । যাদের কাছে মাস্ক নেই, বা নিয়ে বেরতে ভুলে গেছেন, আবার কেউ মাস্ক পড়তে উদাসীন । তাদের জন্য ব্যবসায়ী সমিতি এই মাস্ক এটিএম চালু করেছে আজ থেকে । মাস্ক এটিএম এর পাশাপাশি স্যানিটাইজারও রাখা হয়েছে । বাজারে কেনাকাটা করতে যাওয়া অনেকেই সেখান থেকে মাস্ক সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন । ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।

হুগলি, 15 মে : করোনা পরিস্থিতিতেও উদাসীন এখনও বহু মানুষ । মাস্ক যেখানে বাধ্যতা মূলক, সেখানে বাজারে বা রাস্তা ঘাটে মানুষ মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে । তাই করোনা আটকাতে বিনা পয়সায় মাস্কের ব্যবস্থা করল শ্রীরামপুরের ব্যবসায়ীরা ।

অটোমেটেড টেলার মেশিন বা এটিএম থেকে টাকা পাওয়া যায়, তেমনি অল টাইম মাস্ক বা এটিএম থেকে সব সময় মাস্ক পাওয়া যাচ্ছে ৷ তাও আবার বিনা মূল্যে । শ্রীরামপুর বটতলা ব্যবসায়ী সমিতি এটিএম কিয়স্কের আদলে মাস্ক এটিএম বসিয়েছে । যেখানে বাজারে করতে যাওয়া বা পথ চলতি মানুষ সেখান থেকে মাস্ক নিতে পারবেন । হু এবং চিকিৎসকরা বারবার বলছেন করোনা মোকাবিলায় মাস্ক অপরিহার্য্য । সেই কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা এই অভিনব চিন্তা ভাবনা করেছে ।

আরও পড়ুন : পবিত্র ঈদে করোনা সচেতনতায় মাস্ক ও স্যানিটাইজ়ার বিলি রায়গঞ্জের বিজেপি বিধায়কের

চন্দননগর সহ হুগলি জেলার বিভিন্ন জায়গায় এই এটিএম বসানো হয়েছে । যাদের কাছে মাস্ক নেই, বা নিয়ে বেরতে ভুলে গেছেন, আবার কেউ মাস্ক পড়তে উদাসীন । তাদের জন্য ব্যবসায়ী সমিতি এই মাস্ক এটিএম চালু করেছে আজ থেকে । মাস্ক এটিএম এর পাশাপাশি স্যানিটাইজারও রাখা হয়েছে । বাজারে কেনাকাটা করতে যাওয়া অনেকেই সেখান থেকে মাস্ক সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন । ব্যবসায়ীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.