হুগলি, 17 সেপ্টেম্বর : এ-রাজ্যে কোনও মহিলাই সুরক্ষিত নয়। সাংসদ মিমি চক্রবর্তীকেও ট্যাক্সি চালকের কটূক্তির প্রসঙ্গে কটাক্ষ অগ্নিমিত্রা পলের। একইসঙ্গে তিনি বলেন, "মিমিকে ধন্যবাদ যে সে প্রতিবাদ করেছে। সে আমাদের হয়ে কাজ করেছে। কারণ আমাদের কথা তো কেউ শুনবে না। তাই আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে একটি প্রকল্প নিয়েছি । যার নাম 'উমা'। প্রত্যেকটি সাংগঠনিক জেলায় পঞ্চাশটি করে মহিলা নিয়ে তৈরী হবে উমা। তাঁদের ট্রেনিং দেওয়া হবে। মহিলারা নিজেদের সুরক্ষা নিজেরাই করবেন। " বুধবার শেওড়াফুলি বাজার সরানো জন্য ফাঁড়িতে ডেপুটেশন দিতে এসে বাধার মুখে পড়েন মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। কোরোনা আবহে লোকজন জড়ো করে মিছিল করা যাবে না বলে আটকায় পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখায় BJP সমর্থকেরা ৷ তাদের আটক করে পুলিশ।
অগ্নিমিত্রা পল বলেন, "পুলিশ অন্য দলকে মিছিল জমায়েতের অনুমতি দিচ্ছে। আর 30 জন নিয়ে ডেপুটেশন দিতে যেতে দিলনা। সব জায়গায় এটা পুলিশ করছে । ইমাম ভাতা চালু আছে ৷ সরকারের নয় বছরে মনে হয়নি ৷ ভোটের ছয় মাস আগে মনে হল পুরোহিতদেরও ভাতা দিতে হবে। পুরোহিতরা ভিক্ষা নেন না প্রণামী নেন। পিকের বুদ্ধিতে এসব করছেন মাননীয়া ৷ এতে কোনও লাভ হবে না। কারণ নয় বছরে কোনও কিছু হয়নি রাজ্যে। আগামী দিনেও হবে না।" অগ্নিমিত্রা রবীন্দ্র সরোবরে ছটপুজো নিয়েও মন্তব্য করেন ৷ তিনি বলেন,"পরিবেশ দূষণ যাতে না হয় সেটা সরকারকে দেখতে হবে।তবে দুর্গাপুজো যেমন গুরুত্বপূ্র্ণ তেমনি ছটপুজোও আমাদের কাছে গুরুত্বের। এই সরকার আবার উৎসবের দিন লকডাউন করে দেয়।"