ETV Bharat / state

Fire : ডানকুনিতে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন - ডানকুনি

শনিবার সাতসকালে ডানকুনির ব্যাটারি কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ এদিন সকাল 9টা নাগাদ আগুন লাগে ৷ দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে ৷

ডানকুনিতে ব্যাটারি কারখানায় আগুন
ডানকুনিতে ব্যাটারি কারখানায় আগুন
author img

By

Published : Sep 11, 2021, 11:03 AM IST

ডানকুনি, 11 সেপ্টেম্বর : ডানকুনিতে ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন ৷ শনিবার সকাল 9টা নাগাদ আগুন লাগে ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের তিনটি ইঞ্চিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ আগুন নেভানোর চেষ্টা চলছে ৷ দমকলের প্রাথমিক অনুমান, কারখানার মধ্যে ওয়েল্ডিং চলাকালীন আগুন লেগে থাকতে পারে ৷

ডানকুনিতে দিল্লি রোডের ধারে স্টার ব্যাটারি কারখানায় এদিন সকাল 9টা নাগাদ আগুন লাগে । কারখানার কয়েকজন কর্মীর নজরে আসে বিষয়টি ৷ তাঁরাই দমকলে খবর দেন । খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন । প্রথমে ডানকুনি থেকে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছয় ।

কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে

কারখানা কর্তৃপক্ষের দাবি, ভস্মীভূত হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার ব্যাটারি । ব্যাটারির কিছু উপাদান দাহ্য বস্তু হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় । দমকলের প্রাথমিক অনুমান, কারখানার ওয়েল্ডিং চলাকালীন আগুন লাগে । কারখানায় উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখছে দমকল । আগুন যেভাবে দ্রুত ছড়িয়ে যায় তাতে স্থানীয়দের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয় ৷ ঘটনাস্থলে এসেছে ডানকুনি থানার পুলিশ । কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দিকে নজর দিয়েছে তারা ৷

আরও পড়ুন : Shot dead : বরাকরে খুন যুবক, নেপথ্যে মাদক চক্র ?

ডানকুনি, 11 সেপ্টেম্বর : ডানকুনিতে ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন ৷ শনিবার সকাল 9টা নাগাদ আগুন লাগে ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের তিনটি ইঞ্চিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ আগুন নেভানোর চেষ্টা চলছে ৷ দমকলের প্রাথমিক অনুমান, কারখানার মধ্যে ওয়েল্ডিং চলাকালীন আগুন লেগে থাকতে পারে ৷

ডানকুনিতে দিল্লি রোডের ধারে স্টার ব্যাটারি কারখানায় এদিন সকাল 9টা নাগাদ আগুন লাগে । কারখানার কয়েকজন কর্মীর নজরে আসে বিষয়টি ৷ তাঁরাই দমকলে খবর দেন । খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন । প্রথমে ডানকুনি থেকে দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ পরে শ্রীরামপুর থেকে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছয় ।

কারখানায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীর মধ্যে

কারখানা কর্তৃপক্ষের দাবি, ভস্মীভূত হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার ব্যাটারি । ব্যাটারির কিছু উপাদান দাহ্য বস্তু হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় । দমকলের প্রাথমিক অনুমান, কারখানার ওয়েল্ডিং চলাকালীন আগুন লাগে । কারখানায় উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখছে দমকল । আগুন যেভাবে দ্রুত ছড়িয়ে যায় তাতে স্থানীয়দের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয় ৷ ঘটনাস্থলে এসেছে ডানকুনি থানার পুলিশ । কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দিকে নজর দিয়েছে তারা ৷

আরও পড়ুন : Shot dead : বরাকরে খুন যুবক, নেপথ্যে মাদক চক্র ?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.