ETV Bharat / state

মমতার আশ্বাসের পরও সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ গোন্দল পাড়ার জুটমিলে - gondalpara

আজ সকালে ফের গোন্দলপাড়া জুটমিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাল কর্তৃপক্ষ । এগারো মাস বন্ধ থাকার পর 20 এপ্রিল খুলেছিল গোন্দলপাড়া জুটমিল ।

গোন্দল পাড়ার জুটমিল
author img

By

Published : May 8, 2019, 1:31 PM IST

Updated : May 8, 2019, 2:41 PM IST

গোন্দলপাড়া, 8 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছিলেন, "বাংলায় একটা কারখানাও বন্ধ করে রাখিনি। গোন্দলপাড়া জুটমিল খুলে দিয়েছি ।" কিন্তু নির্বাচন মিটতে না মিটতেই ফের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাল জুটমিল কর্তৃপক্ষ। যার জেরে ফের কর্মহীন হয়ে পড়ল চার হাজার শ্রমিক ।

এগারো মাস বন্ধ থাকার পর 20 এপ্রিল খোলে গোন্দলপাড়া জুটমিল । শুরু হয় কাজ। কিন্তু, আজ সকালে ফের মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ। নোটিশ দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা । গোন্দোলপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা চন্দন বর্মণের বাড়িতে ভাঙচুর চালায় তারা।

শ্রমিকদের অভিযোগ, এই কারখানা আর বন্ধ হবে না বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল । কিন্তু, কথা রাখেনি সরকার ও তৃণমূলের নেতারা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রদীপ সাহা বলেন," 24 ঘণ্টার মধ্যে বেশিরভাগই মিথ্যা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের আগে ত্রিপাক্ষিক বৈঠক করে গিমিক দেওয়ার জন্য মালিক কর্তৃপক্ষকে দিয়ে মিল খোলার নোটিশ ঝোলানো হয়েছিল। কিন্তু, এই কেন্দ্রে ভোট মিটতেই আবার (গোন্দলপাড়া জুটমিল) বন্ধ হয়ে গেল। গতবার ডানলপ কারখানা খোলার নামে ভোট নিয়েছিল। এবার তেমনি গোন্দলপাড়া জুটমিল খুলে ভোট করে নিল।"

তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, "খুব দুঃখজনক ঘটনা। আমি মলয় ঘটককে বিষয়টি জানিয়েছি। জুটমিল খোলার ব্যবস্থা করব আমরা। "

গোন্দলপাড়া, 8 এপ্রিল : লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছিলেন, "বাংলায় একটা কারখানাও বন্ধ করে রাখিনি। গোন্দলপাড়া জুটমিল খুলে দিয়েছি ।" কিন্তু নির্বাচন মিটতে না মিটতেই ফের সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলাল জুটমিল কর্তৃপক্ষ। যার জেরে ফের কর্মহীন হয়ে পড়ল চার হাজার শ্রমিক ।

এগারো মাস বন্ধ থাকার পর 20 এপ্রিল খোলে গোন্দলপাড়া জুটমিল । শুরু হয় কাজ। কিন্তু, আজ সকালে ফের মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলায় মিল কর্তৃপক্ষ। নোটিশ দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা । গোন্দোলপাড়ার তৃণমূল কংগ্রেস নেতা চন্দন বর্মণের বাড়িতে ভাঙচুর চালায় তারা।

শ্রমিকদের অভিযোগ, এই কারখানা আর বন্ধ হবে না বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল । কিন্তু, কথা রাখেনি সরকার ও তৃণমূলের নেতারা। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী প্রদীপ সাহা বলেন," 24 ঘণ্টার মধ্যে বেশিরভাগই মিথ্যা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের আগে ত্রিপাক্ষিক বৈঠক করে গিমিক দেওয়ার জন্য মালিক কর্তৃপক্ষকে দিয়ে মিল খোলার নোটিশ ঝোলানো হয়েছিল। কিন্তু, এই কেন্দ্রে ভোট মিটতেই আবার (গোন্দলপাড়া জুটমিল) বন্ধ হয়ে গেল। গতবার ডানলপ কারখানা খোলার নামে ভোট নিয়েছিল। এবার তেমনি গোন্দলপাড়া জুটমিল খুলে ভোট করে নিল।"

তৃণমূলের কার্যকরী সভাপতি প্রবীর ঘোষাল বলেন, "খুব দুঃখজনক ঘটনা। আমি মলয় ঘটককে বিষয়টি জানিয়েছি। জুটমিল খোলার ব্যবস্থা করব আমরা। "

রায়গঞ্জ, ৮ এপ্রিল, প্রসুন মৈত্র : চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল এক যুবকের, এই অভিযোগে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে উত্তেজনা, প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের জাতীয় সড়ক অবরোধ। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। মৃত যুবকের নাম দেবাশীষ রায়(২০)৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করে দোষীদের চরমতম শাস্তির দাবি তুলেছেন মৃত যুবকের পরিবার৷ ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিল করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের উত্তর কলেজপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ মে রায়গঞ্জের বোগ্রামের বাসিন্দা বিধান চন্দ্র রায়ের ছেলে দেবাশীষের মোটরবাইক দুর্ঘটনায় ডান হাতটি ভেঙে যায়৷ তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাঃ আসরাফুল হকের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়৷ অভিযোগ চিকিৎসক আসরাফুল হক দেবাশীষের পরিবারকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার নির্দেশ দেন। গতকাল বিকেলে দেবাশীষের পরিবার দেবাশীষ কে রায়গঞ্জ শহরের উত্তর কলেজপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। রাতেই দেবাশীষের অপারেশন করেন চিকিৎসক ডাঃ আসবাবুল হক। আজ ভোররাতে হটাৎই মৃত্যু হয় বছর কুড়ির যুবক দেবাশীষের। মৃত্যুর খবর জানাজানি হতেই নার্সিংহোম চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ও দোষীদের শাস্তির দাবিতে নার্সিংহোম সংলগ্ন এলাকায় থাকা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃত যুবক দেবাশীষের বাবা বিধান চন্দ্র রায়ের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারনেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবির পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবিও তোলেন তিনি। স্থানীয় বাসিন্দারা চিকিৎসার নামে মারন কারখানা বলে অভিহিত করে ওই নার্সিংহোমের লাইসেন্স বাতিলের দাবি তুলে সরব হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলে পুরো ঘটনার তদন্তের আশ্বাস দেন ওই নার্সিংহোমের মালিক পূর্নেন্দু দে। ময়নাতদন্তের রিপোর্টে পাওয়ার পর চিকিৎসকের গাফিলতির প্রমান মিললে তার বিরুদ্ধেও বাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বাইট ১) বিধান চন্দ্র রায় ( মৃত যুবকের বাবা) ২) প্রতীক তালুকদার ( স্থানীয় বাসিন্দা) ৩) পূর্নেন্দু দে ( নার্সিংহোম কর্তৃপক্ষ)
Last Updated : May 8, 2019, 2:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.