ETV Bharat / state

Teenager Died : রেললাইনে ভিডিয়ো শুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত কিশোর - getting hit by train

যদিও মৃত কিশোরের মায়ের অভিযোগ, পরিকল্পনা করে তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ তাঁর কথায়, "আমার ছেলেকে প্রথমে মারধর করে তারপর চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়া হয় ৷"

boy died after getting hit by train during shoot of video in train line
রেললাইনে ভিডিও শুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত কিশোর
author img

By

Published : Oct 16, 2021, 4:59 PM IST

Updated : Oct 16, 2021, 7:05 PM IST

ভদ্রেশ্বর, 16 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য ভিডিয়ো শুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত হল কিশোরের। মৃতের নাম ধীরজ প্যাটেল (16)।

জানা গিয়েছে, দশমীর বিকেলে ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা ওই কিশোর ও তার 2 বন্ধু মিলে ভদ্রেশ্বর কেবিনের কাছে রেললাইনের ধারে দাঁড়িয়ে ভিডিয়ো শুট করছিল। ভিডিয়ো তুলতে তুলতে তারা অন্যমনস্ক হয়ে পড়ে ৷ সেই সময় আপ তিন নম্বর লাইন দিয়ে ব্যান্ডেল গামী একটি লোকাল ট্রেন যাচ্ছিল । সেই ট্রেনেই ধাক্কা লাগে ধীরজের । রেললাইন থেকে ছিটকে পড়ে সে । সেখানেই তার মৃত্যু হয় । খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি'র পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।

রেললাইনে ভিডিয়ো শুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত কিশোর

আরও পড়ুন : North Bengal Medical College : পুজোর পাঁচদিনে উত্তরবঙ্গ মেডিক্যালে 89 রোগীর মৃত্যু

শেওড়াফুলি জিআরপি সূত্রে খবর, ধীরজ ও তার বন্ধুরা মিলে মাঝে মধ্যেই এইরকম ভিডিয়ো তৈরি করত ৷ শুক্রবারও ভিডিয়ো বানতে গিয়েই সম্ভবত এই ঘটনা ঘটে। ধীরজের বন্ধুদের কাছ থেকে একটি মোবাইল আটক করেছে জিআরপি । এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। যদিও মৃত কিশোরের মায়ের অভিযোগ, পরিকল্পনা করে তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ তাঁর কথায়, "আমার ছেলেকে প্রথমে মারধর করে তারপর চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়া হয় ৷"

ভদ্রেশ্বর, 16 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য ভিডিয়ো শুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত হল কিশোরের। মৃতের নাম ধীরজ প্যাটেল (16)।

জানা গিয়েছে, দশমীর বিকেলে ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা ওই কিশোর ও তার 2 বন্ধু মিলে ভদ্রেশ্বর কেবিনের কাছে রেললাইনের ধারে দাঁড়িয়ে ভিডিয়ো শুট করছিল। ভিডিয়ো তুলতে তুলতে তারা অন্যমনস্ক হয়ে পড়ে ৷ সেই সময় আপ তিন নম্বর লাইন দিয়ে ব্যান্ডেল গামী একটি লোকাল ট্রেন যাচ্ছিল । সেই ট্রেনেই ধাক্কা লাগে ধীরজের । রেললাইন থেকে ছিটকে পড়ে সে । সেখানেই তার মৃত্যু হয় । খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি'র পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।

রেললাইনে ভিডিয়ো শুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত কিশোর

আরও পড়ুন : North Bengal Medical College : পুজোর পাঁচদিনে উত্তরবঙ্গ মেডিক্যালে 89 রোগীর মৃত্যু

শেওড়াফুলি জিআরপি সূত্রে খবর, ধীরজ ও তার বন্ধুরা মিলে মাঝে মধ্যেই এইরকম ভিডিয়ো তৈরি করত ৷ শুক্রবারও ভিডিয়ো বানতে গিয়েই সম্ভবত এই ঘটনা ঘটে। ধীরজের বন্ধুদের কাছ থেকে একটি মোবাইল আটক করেছে জিআরপি । এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। যদিও মৃত কিশোরের মায়ের অভিযোগ, পরিকল্পনা করে তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ তাঁর কথায়, "আমার ছেলেকে প্রথমে মারধর করে তারপর চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়া হয় ৷"

Last Updated : Oct 16, 2021, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.