চন্দননগর (হুগলি), 18 মার্চ: 2023 এশিয়ান স্ট্রেন্থ লিফটিং চ্যাম্পিয়নশিপে দুই ভারতীয়ের পদক জয় ৷ প্রতিযোগিতা থেকে ভারতের হয়ে রুপোর জিতলেন পশ্চিমবঙ্গে সুমিত মুখোপাধ্যায় (Bengal Sumit Mukherjee Wins Silver Medal) ৷ তাঁর বয়স 35 বছর ৷ হরিয়ানার আজব সিং সোনা জিতেছেন ৷ তাঁর বয়স 36 বছর ৷ বাংলা থেকে রুপোজয়ী সুমিত হুগলির চন্দননগরের বাসিন্দা ৷ নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এশিয়ান স্ট্রেন্থ লিফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল ৷ 310 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এশিয়ার বিভিন্ন দেশ থেকে ৷ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কাজাখস্তান, নেপাল-সহ 9টি দেশের পরুষ ও মহিলা প্রতিযোগী অংশ নেন ৷
ব্রেঞ্চ প্রেস, হ্যাক লিফ্ট ও বাইসেপ কার্ল এই তিন ধরেন স্ট্রেন্থ লিফটিং হয় ৷ ভারতে 2022 সালের মে মাসে জব্বলপুরে স্ট্রেন্থ লিফটিংয়ের জাতীয় স্তরে প্রতিযোগিতা হয় ৷ তার পরেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ভারত ৷ 10 মার্চ-13 মার্চ পর্যন্ত 2023 এশিয়ান স্ট্রেন্থ লিফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয় ৷ আগামী নভেম্বর মাসে দুবাইয়ে ওয়ার্ল্ড স্ট্রেন্থ লিফটিং চ্যাম্পিয়নশিপ হবে ৷ সেখানে বাংলার সুমিত মুখোপাধ্যায় স্বর্ণপদক জিতবেন এমনটাই আশাপ্রকাশ করেছেন ৷
চন্দননগর দুপেক্স পট্টির বাজি কারখানা মাঠের বাসিন্দা সুমিত মুখোপাধ্যায় ৷ 2003 সাল থেকে বডি বিল্ডিং করেন তিনি ৷ 2021 সালে স্ট্রেন্থ লিফটিং ট্রেনিং শুরু করেন ৷ জেলা, রাজ্য ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করে পুরস্কার জেতেন তিনি ৷ সেই সঙ্গে চন্দননগরে একটি মাল্টিজিম চালান তিনি ৷ ক্রিকেটার ঈশান পোড়েল এবং অভিষেক পোড়েল এবং রেলের এক ফুটবলার-সহ বেশ কয়েকজনের ট্রেনার সুমিতবাবু ৷ বর্তমানে তাঁর লক্ষ্য দুবাই স্ট্রেন্থ লিফটিংয়ে সোনা জয় ৷ সেই মতো অনুশীলন চালিয়ে যাচ্ছেন ৷ প্রতিযোগিতার আগে রোজ 4 ঘণ্টা অনুশীলন চলে তাঁর ৷ এমনকি বেশ কয়েকজন যুবককে তিনি স্ট্রেন্থ লিফটিংয়ের প্রশিক্ষণ দিচ্ছেন ৷ তাঁদের মধ্যে কয়েকজন জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৷
আরও পড়ুন: জাগলিংয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের 3টি খেতাব জয় জাগলার দীপক রায়ের
স্ট্রেন্থ লিফটার সুমিত মুখোপাধ্যায় বলেন, ‘‘আমার প্রধান টার্গেট দুবাইয়ে 21 দেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতা ৷ সবরকম অনুশীলন চলছে জোরকদমে ৷ বৃহস্পতিবার বাড়ি ফিরেছি ৷ একদিন বিশ্রাম নিয়ে আবার অনুশীলন শুরু করব ৷ প্রথমে দাদা সৌম্য মুখোপাধ্যায়ের থেকে হাতেখড়ি ৷ পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বালির অভিষেক গুপ্ত আমাকে সব বিষয়ে সাহায্য করেন ৷ রাজ্য সরকারের কাছে একটাই আবেদন, অন্যান্য রাজ্যে এই খেলা খেলে সরকারি চাকরি ও সাহায্য পাচ্ছেন অনেকেই ৷ এখানেও একই নিয়ম চালু হলে, বাংলা থেকে আরও ভালো ভালো খেলোয়াড় উঠে আসবেন ৷’’
পাশাপাশি, স্ট্রেন্থ লিফটিংয়ে ট্রেনিংয়ের পাশাপাশি পুষ্টিকর খাবার প্রয়োজন ৷ এর জন্য আর্থিকভাবেও সক্ষম হওয়া প্রয়োজন বলে জানান তিনি ৷ তা না হলে স্ট্রেন্থ লিফটিং চালিয়ে যাওয়া কখনই সম্ভব নয় ৷ তাই ক্রীড়া দফতরকেও অ্যাথলিটদের সাহায্য এগিয়ে আসার আবেদন করেছেন সুমিত মুখোপাধ্যায় ৷