শ্রীরামপুর, 23 এপ্রিল: রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রেখে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি ৷ এই নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ আর এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । মমতাকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "ধর্মীয় অনুষ্ঠানে তিনি যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত লজ্জাজনক । আমরা এই ঘটনার উপর দৃষ্টিপাত করাতে চাই পশ্চিমবঙ্গবাসীকে । আমরা এটার তীব্র নিন্দা করছি । তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন । আমি অনুরোধ করব মুসলিম ধর্মালম্বী মানুষদের ৷ এই মহিলাকে আর ডাকবেন না । তিনি আপনাদেরও অপমান করছেন এবং আপনাদের ধর্মকেও অপমান করছেন ।"
রবিবার শ্রীরামপুর জেলা পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকে আসেন সুকান্ত মজুমদার ৷ সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি । তাঁর জনসংযোগ যাত্রা নিয়ে এই বিজেপি নেতা জানান, বাংলার জনগনকে উনি চেনেন না জানেন না । উনি প্যারাসুটে নেমেছেন । বাংলার মাটি কী দেখেননি । গ্রামে যাননি । এখন কোটি কোটি টাকা খরচ করে ফাইভস্টার তাঁবু তৈরি করেছে । সুকান্ত বলেন, "আমাকে মহম্মদ গদ্দাফির কথা মনে করাচ্ছে । তিনি তাঁবু করে গ্রামে থাকতেন । তিনি হোটেলে থাকতে পারতেন না। যেহেতু তিনি বেদুইন ছিলেন। এখন অভিষেক নামে নতুন বেদুইন গদ্দাফি তৈরি হচ্ছে বাংলায় ।"
কালিয়াগঞ্জে এনসিপিসিআরের যাওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন ঠাণ্ডা ঘরে বসে শুধু হাওয়া খায় ৷ তাদের দেখা যায় না। যখন কেন্দ্রের শিশু সুরক্ষা কমিশন আসে তখন কুম্ভকর্ণের ঘুম ভাঙে। কেন্দ্রীয় কমিশন না এলে তাদের ঘুম ভাঙে না । নিজেও কিছু কাজ করুন ৷ সব সময় কেন্দ্রের উপর নির্ভর করলে হয় না বলে তিনি কটাক্ষ করেন ।
আরও পড়ুন: 'নির্লজ্জ সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী', রেড রোডের ভাষণ নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর