হুগলি, 6 জুলাই: বুধবার চুঁচুড়ার হুগলি মোড় থেকে জিরাটে শ্যামাপ্রসাদের জন্মস্থান পর্যন্ত বাইক র্যালি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আর এখান থেকেই তিনি তোপ দাগেন রাজ্য সরকারকে ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেট বানাতে দেব না ৷"
বিজেপির লস্কর জঙ্গি যোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যা কথা । বিজেপি জঙ্গিদের যে মানসিকতা সেই মানসিকতারই বিরোধী । সেই জন্য জঙ্গিরা পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় । তৃণমূলের পার্টি অফিস পোড়ায়নি । সাম্প্রদায়িক শক্তি যারা আছে তারা জানে তৃণমূল থাকলে তাদের উদ্দেশ্য সফল হবে, বিজেপি থাকলে হবে না । বিজেপি আছে এবং তাদের উদ্দেশ্য সফল করতে দেবে না ৷ এটাকে ইসলামিক স্টেট বানাতে দেবে না ।"
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রচারের আলোয় আনার উদ্দেশে এদিন বাইক র্যালি করা হয় হুগলিতে বিজেপির তরফে ৷ বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, "জিরাটে শ্যামাপ্রসাদের জন্মভিটেতে যাতে বড় কিছু হয় তার জন্য এই র্যালি । শ্যামাপ্রসাদ না-থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না । আমরা বাইক র্যালিও করতে পারতাম না ।" হুগলি মোড় থেকে শুরু করে বাইক র্যালি জিরাটে শ্যামাপ্রসাদের জন্মভিটে পর্যন্ত যায় । সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায় দু'জনেই বাইক চালিয়ে এই র্যালিতে অংশ দেন (Sukanta Majumdar and Locket Chatterjee participated in a bike rally at Hooghly)।
আরও পড়ুন: জম্মুতে ধৃত লস্কর জঙ্গি, ছিল বিজেপি'র আইটি সেলের প্রধান পদে
এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি এদিন মহুয়া মৈত্রের কালী-বিতর্কে মন্তব্য করেন ৷ তিনি বলেন, "মহুয়া মৈত্র হিন্দু ধর্মকে অপমান করেছেন । আমরা নূপুর শর্মাকে পার্টি থেকে সাসপেন্ড করেছি । অপেক্ষা করছি কখন তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্রকে সাসপেন্ড করবে ।"