হুগলি, 16 মে: এগরার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি এই বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন । এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সুকান্ত ৷ তাঁর অভিযোগ, বাজি কারখানা নয়, তৃণমূল নেতার কারখানায় বোমা তৈরি করা হচ্ছিল ৷ সেই সময়ই ঘটে ভয়াবহ বিস্ফোরণ ৷
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের এগরা ৷ বাজি কারখানায় আচমকা বিস্ফোরণের পর গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় ৷ বেশ কয়েকটি দেহ আশপাশে পড়ে থাকতে দেখা যায় ৷ বিস্ফোরণে জখমও হন অনেকে ৷ এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা ৷ পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয় ও পুলিশকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয়রা ৷
এই ঘটনার জন্য শাসকদলকে দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ হুগলিতে গিয়ে তিনি বলেন, গোটা রাজ্যে বোমা বন্দুকের কারখানা করেছে তৃণমূল কংগ্রেস ৷ এ ধরনের ঘটনা শুধু এ রাজ্যেই দেখা যায় ৷ এটা শাসক দলের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার ৷ তাঁর কথায়, "ক্ষত-বিক্ষত দেহ পড়ে রয়েছে ৷ এরপর দেহ লোপাট হবে ৷ আমরা এর এনআইএ তদন্তের দাবি করছি ৷ আমি মাননীয় গৃহমন্ত্রীকে চিঠি লিখছি ৷"
এগরার সাংঘাতিক বিস্ফোরণের পরই এই ঘটনায় রাজ্য সরকারকে একহাত নিয়ে টুইট করেন সুকান্ত মজুমদার ৷ তিনি লেখেন, পূর্ব মেদিনীপুরের এগরা ব্লকে একটি বিশাল বোমা বিস্ফোরণ ঘটেছে, যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন । এটি ঘটেছে তৃণমূল নেতার কারখানায়, যেখানে বোমা তৈরি করা হচ্ছিল । পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলল বলে জানিয়েছেন সুকান্ত ৷
-
Is TMC manufacturing bombs at large scale to scare the people before the Panchayat election?
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Failure CM @MamataOfficial must answer. Request @AmitShah ji to take cognisance of this incident and investigate this matter. Public has zero trust on TMC govt.
">Is TMC manufacturing bombs at large scale to scare the people before the Panchayat election?
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 16, 2023
Failure CM @MamataOfficial must answer. Request @AmitShah ji to take cognisance of this incident and investigate this matter. Public has zero trust on TMC govt.Is TMC manufacturing bombs at large scale to scare the people before the Panchayat election?
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 16, 2023
Failure CM @MamataOfficial must answer. Request @AmitShah ji to take cognisance of this incident and investigate this matter. Public has zero trust on TMC govt.
তৃণমূলের দিকে আক্রমণ শানিয়ে তাঁর প্রশ্ন, "পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষকে ভয় দেখানোর জন্য কি তৃণমূল বড় আকারে বোমা তৈরি করছে ? ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই এর জবাব দিতে হবে ৷ এই ঘটনাটি নিয়ে তদন্ত করার জন্য অমিত শাহজিকে অনুরোধ করব । তৃণমূল সরকারের উপর জনগণের আস্থা নেই ।"
আরও পড়ুন: এগরায় বাজি কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, বেশ কয়েকজনের মৃত্যু