ETV Bharat / state

গঙ্গাবক্ষে পরীক্ষামূলক যাত্রা হেরিটেজ রিভার ক্রুজ়ের - হুগলিতে হেরিটেজ রিভার ক্রুজ

কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে 150 জনের বেশি যাত্রী নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য পরিবহন নিগম । ভেসেলে ওঠার করার সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে ও স্যানিটাইজ় করা হবে । মাস্ক পরা বাধ্যতামূলক ।

successful-trial-run-of-heritage-river-cruise-on-ganges
হেরিটেজ রিভার ক্রুজ
author img

By

Published : Oct 1, 2020, 8:50 AM IST

হুগলি, 1 অক্টোবর : আনুষ্ঠানিকভাবে চালুর আগে গতকাল পরীক্ষামূলকভাবে গঙ্গায় ভাসল রাজ্য পরিবহন নিগমের হেরিটেজ রিভার ক্রুজ় । মাত্র 39 টাকায় এই ক্রুজ়ে করে কলকাতার আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাট ঘুরে দেখা যাবে । ঘুরে দেখার সঙ্গে সঙ্গে ঘাটের ও শহরের ইতিহাস সম্পর্কেও জানা যাবে সেখানে ৷

এটি একটি ডবল-ডেকার ভেসেল । নিচের ও ওপরের যে কোনও ডেকেই বসতে পারবেন যাত্রীরা । ক্যাফেটেরিয়া ছাড়াও এখানে একটি সেলফি জ়োন রয়েছে । এই হেরিটেজ ক্রুজ়টি মিলিনিয়াম পার্ক জেটি থেকে প্রতিদিন ছাড়বে । সোমবার থেকে শুক্রবার দিনে দু'বার পরিষেবা পাওয়া যাবে ৷ বিকেল 4টে ও সন্ধ্যা 6টা । তবে শনি ও রবিবার এবং যে কোনও ছুটির দিন চারবার এটির পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷ বেলা 12টা, দুপুর 2টো, বিকেল 4টে ও সন্ধ্যা 6টা ।

successful-trial-run-of-heritage-river-cruise-on-ganges
গঙ্গাবক্ষে হেরিটেজ রিভার ক্রুজ়

কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে 150 জনের বেশি যাত্রী নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য পরিবহন নিগম । ভেসেলে প্রবেশ করার সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে ও স্যানিটাইজ় করা হবে । মাস্ক পরা বাধ্যতামূলক । পরিবহন নিগম সূত্রের খবর, 90 মিনিটের এই সফরে এটি থামবে সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট, ভূতনাথ, শ্মশান কালীর মন্দির ও নিমতলা শ্মশান ঘাটে । যাত্রাপথে দেখা যাবে আর্মেনিয়ান ঘাট, বিবাদীবাগ স্টেশন, স্ট্র্যান্ড রোড ঘাট, চাঁদপাল ঘাট সহ আরও অন্যান্য ঘাট ।

যাত্রাপথে মিলবে পানীয় জল ও শৌচাগার ব্যবহারের সুযোগ । যদিও তার জন্য বাড়তি মূল্য দিতে হবে না । ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের মেরিন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার অরূপ দত্ত বলেন, "এই ভেসেলটি পরীক্ষামুলকভাবে ভাবে চালানো হয়েছে । মূলত নৌ-চালনা, সিগন্যালিং ব্যবস্থা ও অন্যান্য দিকগুলি পরীক্ষা করা হয়েছে । রাজ্য পরিবহন নিগমের এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট । কম খরচে যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রেখে ঘাটগুলি পরিদর্শন করানোই আমাদের মূল লক্ষ্য ।"

পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "আমাদের শহরের চারপাশে ছড়িয়ে রয়েছে এমন বহু ঘাট যেগুলির অত্যন্ত তাৎপর্যপূর্ণ । কম খরচে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলাই এই ধরনের হেরিটেজ রিভার ক্রুজ়ের লক্ষ্য ।"

হুগলি, 1 অক্টোবর : আনুষ্ঠানিকভাবে চালুর আগে গতকাল পরীক্ষামূলকভাবে গঙ্গায় ভাসল রাজ্য পরিবহন নিগমের হেরিটেজ রিভার ক্রুজ় । মাত্র 39 টাকায় এই ক্রুজ়ে করে কলকাতার আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাট ঘুরে দেখা যাবে । ঘুরে দেখার সঙ্গে সঙ্গে ঘাটের ও শহরের ইতিহাস সম্পর্কেও জানা যাবে সেখানে ৷

এটি একটি ডবল-ডেকার ভেসেল । নিচের ও ওপরের যে কোনও ডেকেই বসতে পারবেন যাত্রীরা । ক্যাফেটেরিয়া ছাড়াও এখানে একটি সেলফি জ়োন রয়েছে । এই হেরিটেজ ক্রুজ়টি মিলিনিয়াম পার্ক জেটি থেকে প্রতিদিন ছাড়বে । সোমবার থেকে শুক্রবার দিনে দু'বার পরিষেবা পাওয়া যাবে ৷ বিকেল 4টে ও সন্ধ্যা 6টা । তবে শনি ও রবিবার এবং যে কোনও ছুটির দিন চারবার এটির পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে ৷ বেলা 12টা, দুপুর 2টো, বিকেল 4টে ও সন্ধ্যা 6টা ।

successful-trial-run-of-heritage-river-cruise-on-ganges
গঙ্গাবক্ষে হেরিটেজ রিভার ক্রুজ়

কোরোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে 150 জনের বেশি যাত্রী নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য পরিবহন নিগম । ভেসেলে প্রবেশ করার সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে ও স্যানিটাইজ় করা হবে । মাস্ক পরা বাধ্যতামূলক । পরিবহন নিগম সূত্রের খবর, 90 মিনিটের এই সফরে এটি থামবে সারদা মায়ের স্মৃতি বিজড়িত মায়ের ঘাট, ভূতনাথ, শ্মশান কালীর মন্দির ও নিমতলা শ্মশান ঘাটে । যাত্রাপথে দেখা যাবে আর্মেনিয়ান ঘাট, বিবাদীবাগ স্টেশন, স্ট্র্যান্ড রোড ঘাট, চাঁদপাল ঘাট সহ আরও অন্যান্য ঘাট ।

যাত্রাপথে মিলবে পানীয় জল ও শৌচাগার ব্যবহারের সুযোগ । যদিও তার জন্য বাড়তি মূল্য দিতে হবে না । ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের মেরিন বিভাগের চিফ ইঞ্জিনিয়ার অরূপ দত্ত বলেন, "এই ভেসেলটি পরীক্ষামুলকভাবে ভাবে চালানো হয়েছে । মূলত নৌ-চালনা, সিগন্যালিং ব্যবস্থা ও অন্যান্য দিকগুলি পরীক্ষা করা হয়েছে । রাজ্য পরিবহন নিগমের এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট । কম খরচে যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রেখে ঘাটগুলি পরিদর্শন করানোই আমাদের মূল লক্ষ্য ।"

পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "আমাদের শহরের চারপাশে ছড়িয়ে রয়েছে এমন বহু ঘাট যেগুলির অত্যন্ত তাৎপর্যপূর্ণ । কম খরচে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলাই এই ধরনের হেরিটেজ রিভার ক্রুজ়ের লক্ষ্য ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.