ETV Bharat / state

ক্লাস হয় না, গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ পড়ুয়াদের - গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ

ছাত্রদের অভিযোগ, শিক্ষকদের নিয়মমাফিক চুক্তি অনুযায়ী কাজ না করার জন্য ক্লাস হচ্ছে না । লাইব্রেরিতে বই থাকে না অনেক সময় । তাই কলেজের সামনে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা ৷ কলেজের অধ্যক্ষ-সহ আধিকারিকদের ঘেরাও করে তারা ৷

হুগলি
হুগলি
author img

By

Published : Feb 20, 2020, 11:05 PM IST

হুগলি, 20 ফেব্রুয়ারি : টানা ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ । ঘেরাও করা হয় কলেজের অধ্যক্ষ-সহ আধিকারিকদের । পড়ুয়াদের অভিযোগ, প্লেসমেন্ট অনেক দূরের কথা ৷ দীর্ঘ সময় ধরে নাকি ক্লাসই হয় না কলেজে । ক্যান্টিন বন্ধ ৷ এমনকী, কলেজ হস্টেলেও থাকতে দেওয়া হচ্ছে না ।

মোটা টাকা ফিজ় জমা দেওয়ার পর পঠনপাঠনের এই অবস্থা নিয়ে কলেজের পড়ুয়াদের মধ্যে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ দানা বাঁধছিল । শিক্ষক ও ম্যানেজমেন্টের টানাপোড়েনে দুর্ভোগে পড়েছে পড়ুয়া । গতকাল সেই অসন্তোষ ক্ষোভে পরিণত হয় । অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাঁতরা এবং আধিকারিকরা কলেজে পৌঁছাতেই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে । তাঁদের ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ । সারারাত ধরে চলে ঘেরাও । পড়ুয়াদের বক্তব্য, অবিলম্বে কলেজে ক্লাস শুরু করতে হবে । অভিযোগ, অধ্যাপকরা দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাঁরা ক্লাস বয়কট করেছেন ।

কলেজ কর্তৃপক্ষের তরফে আলোচনায় বসার কথা বলা হলেও তাতে আমল দিচ্ছেন না অধ্যাপকরা । তাঁদের বক্তব্য, বকেয়া না মেটানো হলে কোনও আলোচনা নয় । টাকা দিয়ে কলেজে ভরতি হয়েও কয়েক মাস ধরে পঠন পাঠন থেকে বঞ্চিত পড়ুয়ারা । অভিযোগ, 21 জানুয়ারি কলেজ খোলার কথা থাকলেও তা খোলেনি । পড়ুয়াদের তরফে কাউন্সিলে অভিযোগ জানানো হলে তা পিছিয়ে 12 ফেব্রুয়ারি করে দেওয়া হয় । অনেক টানাপোড়েনের পর কলেজ খুললেও ক্লাস শুরু হয়নি ।

খুব শীঘ্রই ক্লাস শুরু হবে, জানালেন কলেজ অধ্যক্ষ

কলেজের অধ্যক্ষ জানান, যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস শুরুর চেষ্টা করা হবে । এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে পড়ুয়ারা । তারা জানায়, "শিক্ষকদের নিয়মমাফিক চুক্তি অনুযায়ী কাজ না করার জন্য আমাদের ক্লাস হচ্ছে না । লাইব্রেরিতে বই থাকে না অনেক সময় । ম্যানেজমেন্টকে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি । তাই আমরা বাধ্য হয়ে এই বিক্ষোভ দেখাচ্ছি । আমাদের শর্ত না মানা হলে এটা চলবে ।"

হুগলি, 20 ফেব্রুয়ারি : টানা ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল গুপ্তিপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ । ঘেরাও করা হয় কলেজের অধ্যক্ষ-সহ আধিকারিকদের । পড়ুয়াদের অভিযোগ, প্লেসমেন্ট অনেক দূরের কথা ৷ দীর্ঘ সময় ধরে নাকি ক্লাসই হয় না কলেজে । ক্যান্টিন বন্ধ ৷ এমনকী, কলেজ হস্টেলেও থাকতে দেওয়া হচ্ছে না ।

মোটা টাকা ফিজ় জমা দেওয়ার পর পঠনপাঠনের এই অবস্থা নিয়ে কলেজের পড়ুয়াদের মধ্যে বেশ কিছুদিন ধরেই অসন্তোষ দানা বাঁধছিল । শিক্ষক ও ম্যানেজমেন্টের টানাপোড়েনে দুর্ভোগে পড়েছে পড়ুয়া । গতকাল সেই অসন্তোষ ক্ষোভে পরিণত হয় । অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাঁতরা এবং আধিকারিকরা কলেজে পৌঁছাতেই পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে । তাঁদের ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ । সারারাত ধরে চলে ঘেরাও । পড়ুয়াদের বক্তব্য, অবিলম্বে কলেজে ক্লাস শুরু করতে হবে । অভিযোগ, অধ্যাপকরা দীর্ঘদিন বেতন না পাওয়ায় তাঁরা ক্লাস বয়কট করেছেন ।

কলেজ কর্তৃপক্ষের তরফে আলোচনায় বসার কথা বলা হলেও তাতে আমল দিচ্ছেন না অধ্যাপকরা । তাঁদের বক্তব্য, বকেয়া না মেটানো হলে কোনও আলোচনা নয় । টাকা দিয়ে কলেজে ভরতি হয়েও কয়েক মাস ধরে পঠন পাঠন থেকে বঞ্চিত পড়ুয়ারা । অভিযোগ, 21 জানুয়ারি কলেজ খোলার কথা থাকলেও তা খোলেনি । পড়ুয়াদের তরফে কাউন্সিলে অভিযোগ জানানো হলে তা পিছিয়ে 12 ফেব্রুয়ারি করে দেওয়া হয় । অনেক টানাপোড়েনের পর কলেজ খুললেও ক্লাস শুরু হয়নি ।

খুব শীঘ্রই ক্লাস শুরু হবে, জানালেন কলেজ অধ্যক্ষ

কলেজের অধ্যক্ষ জানান, যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস শুরুর চেষ্টা করা হবে । এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে পড়ুয়ারা । তারা জানায়, "শিক্ষকদের নিয়মমাফিক চুক্তি অনুযায়ী কাজ না করার জন্য আমাদের ক্লাস হচ্ছে না । লাইব্রেরিতে বই থাকে না অনেক সময় । ম্যানেজমেন্টকে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি । তাই আমরা বাধ্য হয়ে এই বিক্ষোভ দেখাচ্ছি । আমাদের শর্ত না মানা হলে এটা চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.