হুগলি, 26 নভেম্বর: প্রাক্তন অধ্যক্ষকে অপমান বর্তমান অধ্যাপকের । সেই অভিযোগে কলেজের ওই অধ্যাপক ও ইনচার্জ-সহ অন্যান্য অধ্যাপকদের ঘেরাও তৃণমূল ছাত্র পরিষদের । দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ।
তাদের দাবি, দীর্ঘ 16 বছর ধরে অধ্যক্ষ থাকার পর নৃপঙ্কর হাজরা কয়েকমাস আগে অবসর নিয়েছেন । তাঁকে সকলেই সম্মান করেন । কিন্তু কমার্স বিভাগের অধ্যাপক উদয় মিত্র কলেজ গেটের সামনে কলেজের দুর্নীতির অভিযোগ তুলে ছাত্রছাত্রীদের সামনে প্রাক্তন নৃপঙ্করবাবুকে অপমান করেন । তারপরই চন্দননগর খলিসানী কলেজের (Khalisani Mahavidyalaya) ওই অধ্যাপককে আটকে রেখে বিক্ষোভ শুরু হয় । প্রাক্তন অধ্যক্ষকে কেন অপমান করেছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয় । তাঁকে ক্ষমা চাওয়ার কথাও বলা হয় । সেই দাবিতে প্রায় 6 ঘণ্টা বিক্ষোভ অবস্থান করে তৃণমূল ছাত্র পরিষদ ।
টিএমসিপির নেতা (All India Trinamool Chhatra Parishad) তপু সরকার বলেন, "কলেজের প্রাক্তন অধ্যক্ষকে অপমান করা হয়েছে । এটা আমরা কোনওভাবেই মেনে নিতে পারছি না । তাই ঘেরাও বিক্ষোভ চলছে । অধ্যাপককে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ।"
আরও পড়ুন: বিধানসভায় শুভেন্দুকে ঘরে ডাকলেন মমতা ! সৌজন্য সাক্ষাতে তোলপাড় রাজ্য-রাজনীতি
অধ্যাপক উদয় মিত্র বলেন, "নৃপঙ্কর হাজরা অধ্যক্ষ থাকার সময় কলেজের কয়েক কোটির টাকা সম্পত্তি বেহাত করেছেন । আমার পদোন্নতিও আটকে দিয়েছেন । সেই অধ্যক্ষের কথায় বর্তমান টিআইসি আমার বাড়ি ভাড়াও আটকে দিয়েছেন ।"
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার কোলে বলেন, "আমি নিজে ফোন করে কলেজের প্রয়োজনে প্রাক্তন অধ্যক্ষকে ডেকেছিলাম । কলেজ গেটে তাঁকে আটকে রাখা হয় ৷ তাঁকে অপমান করা হয়েছে । আমি পরে সিসি ক্যামেরায় দেখলাম । কলেজের ছাত্রছাত্রীদের সেটা খারাপ লেগেছে তাই তারা ঘেরাও করে । আমি বলেছি পড়ুয়াদের দাবি ন্যায্য ৷ ওই অধ্যাপকের সঙ্গে কোনও ব্যক্তিগত সমস্যা আছে কি না তা বলতে পারব না ৷" খবর পেয়ে পুলিশ এলেও কলেজে প্রবেশ করেনি । পরে রাত আটটা নাগাদ অধ্যাপক মিত্র ঘেরাও মুক্ত হন ।
আরও পড়ুন: মমতার অহংকারের পতন, শুভেন্দু-সাক্ষাৎ নিয়ে কটাক্ষ মালব্যর