ETV Bharat / state

Student Missing: 'বাবার প্রত্যাশা পূরণ করতে পারিনি', চিঠি লিখে নিখোঁজ হুগলির ছাত্র - দশম শ্রেণির ছাত্র

Student Missing in Chandannagar: দশম শ্রেণির ছাত্র রোজকার মতোই স্কুলের জন্য বেরিয়েছিল ৷ বাবাকে ফোন করে স্কুলে পৌঁছনোর খবরও দেয় সে ৷ এ দিকে স্কুল ছুটির পর আর সে বাড়ি ফেরেনি ৷ একটি চিঠিতে সে জানিয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়েই সে ফিরে আসবে ৷

ETV Bharat
নিখোঁজ ছাত্র
author img

By

Published : Aug 1, 2023, 12:23 PM IST

ভদ্রেশ্বর, 1 অগস্ট: বাবার আশা পূরণ করতে পারেনি সে ! প্রতিষ্ঠিত হয়ে তবে বাড়ি ফিরবে ৷ ইংরেজি ভাষায় এমন চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে হুগলির ভদ্রেশ্বরের এক পড়ুয়া ৷ নিখোঁজ ছাত্রের নাম পুষ্কল বসু ৷ তার বাড়ি চন্দননগরের বৌবাজারে ৷ সে একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র ৷ বাড়ি থেকে যাওয়ার সময় ডেবিট ও ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে যায় পুষ্কল ৷

সোমবার স্কুলে যাওয়ার নাম করে সকাল আটটায় বাড়ি থেকে বের হয় পুষ্কল ৷ এরপর স্কুল ছুটি হয়ে গিয়েছে ৷ তবে বাড়ি ফেরেনি সে ৷ বাবা ও প্রতিবেশীরা স্কুল-সহ চারদিকে খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান পায়নি ৷ ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন পড়ুয়ার বাবা সৌগত বসু ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

চন্দননগরের বাসিন্দা সৌগত বসুর একমাত্র সন্তান পুষ্কল ৷ মানকুণ্ডুর ভাকুন্ডায় একটি বেসরকারি স্কুলের ছাত্র ৷ বছর দশেক আগেই পুষ্কলের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তাই বাবার কাছেই বড় হওয়া পুষ্কলের ৷ প্রতিবেশীদের চোখে ভালো ছেলে বলেই পরিচিত ওই ছাত্র ৷ সোমবার সে সাইকেল নিয়ে স্কুলে গিয়েছিল ৷ তার কাছে মোবাইল ফোন ছিল ৷

আরও পড়ুন: পরীক্ষা দিয়ে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ আর্মি পাবলিক স্কুলের ছাত্র

সকালে পুষ্কল বাবাকে ফোনে স্কুলে পৌঁছে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ৷ এ দিকে, স্কুল ছুটির পরেও সে বাড়ি ফিরে না-আসায় দুশ্চিন্তায় পড়েন সৌগত বসু । পুষ্কলকে ফোন করলে তার ফোন সুইচড অফ বলে জানায় ৷ বাবা তখন স্কুলে ফোন করেন ৷ এ দিকে, স্কুল থেকে জানানো হয়, এ দিন পুষ্কল স্কুলেই যায়নি ৷ তারপর ভদ্রেশ্বর থানায় পুষ্কল বসুর নামে নিখোঁজ ডায়রি করেন সৌগত বসু ।

সৌগত বসু ও এক প্রতিবেশী জানান, পুষ্কল ঘোষ বাড়িতে একটি চিঠি লিখে রেখে গিয়েছে ৷ সে লিখেছে, সে বাবাকে ভালোবাসে ৷ তিন-চার বছর পর প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরবে ৷ বাবার প্রত্যাশা পূরণ করতে না-পেরেই সে বাড়ি ছেড়েছে ৷ বাড়ি থেকে যাওয়ার সময় ডেবিট ও ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে যায় পুষ্কল ৷ তার সাইকেলেরও খোঁজ মেলেনি ৷ স্কুলের পোশাকেই বেরিয়েছিল সে ৷

আরও পড়ুন: যোগ্য হয়ে বাড়ি ফিরব, চিঠি লিখে নিখোঁজ তিন ছাত্র ; অপহরণের অনুমান পরিবারের

এক আত্মীয় অনিরূপ দাস জানান, পড়াশোনা ও স্বভাবে ভালোই ছিল পুষ্কল ৷ মায়ের মৃত্যুর পর বাবার সঙ্গে থাকত ৷ বর্তমান সময়ে তাকে মোবাইল দিতে হয়েছে ৷ তিনি বলেন, "সোশাল মিডিয়ার যুগে কী হচ্ছে, কিছু বলা যাচ্ছে না ৷ আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ অবস্থায় ও বাড়ি চলে আসুক ৷"

ভদ্রেশ্বর, 1 অগস্ট: বাবার আশা পূরণ করতে পারেনি সে ! প্রতিষ্ঠিত হয়ে তবে বাড়ি ফিরবে ৷ ইংরেজি ভাষায় এমন চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে হুগলির ভদ্রেশ্বরের এক পড়ুয়া ৷ নিখোঁজ ছাত্রের নাম পুষ্কল বসু ৷ তার বাড়ি চন্দননগরের বৌবাজারে ৷ সে একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র ৷ বাড়ি থেকে যাওয়ার সময় ডেবিট ও ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে যায় পুষ্কল ৷

সোমবার স্কুলে যাওয়ার নাম করে সকাল আটটায় বাড়ি থেকে বের হয় পুষ্কল ৷ এরপর স্কুল ছুটি হয়ে গিয়েছে ৷ তবে বাড়ি ফেরেনি সে ৷ বাবা ও প্রতিবেশীরা স্কুল-সহ চারদিকে খোঁজাখুঁজি চালিয়েও তার সন্ধান পায়নি ৷ ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন পড়ুয়ার বাবা সৌগত বসু ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

চন্দননগরের বাসিন্দা সৌগত বসুর একমাত্র সন্তান পুষ্কল ৷ মানকুণ্ডুর ভাকুন্ডায় একটি বেসরকারি স্কুলের ছাত্র ৷ বছর দশেক আগেই পুষ্কলের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ তাই বাবার কাছেই বড় হওয়া পুষ্কলের ৷ প্রতিবেশীদের চোখে ভালো ছেলে বলেই পরিচিত ওই ছাত্র ৷ সোমবার সে সাইকেল নিয়ে স্কুলে গিয়েছিল ৷ তার কাছে মোবাইল ফোন ছিল ৷

আরও পড়ুন: পরীক্ষা দিয়ে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ আর্মি পাবলিক স্কুলের ছাত্র

সকালে পুষ্কল বাবাকে ফোনে স্কুলে পৌঁছে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ৷ এ দিকে, স্কুল ছুটির পরেও সে বাড়ি ফিরে না-আসায় দুশ্চিন্তায় পড়েন সৌগত বসু । পুষ্কলকে ফোন করলে তার ফোন সুইচড অফ বলে জানায় ৷ বাবা তখন স্কুলে ফোন করেন ৷ এ দিকে, স্কুল থেকে জানানো হয়, এ দিন পুষ্কল স্কুলেই যায়নি ৷ তারপর ভদ্রেশ্বর থানায় পুষ্কল বসুর নামে নিখোঁজ ডায়রি করেন সৌগত বসু ।

সৌগত বসু ও এক প্রতিবেশী জানান, পুষ্কল ঘোষ বাড়িতে একটি চিঠি লিখে রেখে গিয়েছে ৷ সে লিখেছে, সে বাবাকে ভালোবাসে ৷ তিন-চার বছর পর প্রতিষ্ঠিত হয়ে বাড়ি ফিরবে ৷ বাবার প্রত্যাশা পূরণ করতে না-পেরেই সে বাড়ি ছেড়েছে ৷ বাড়ি থেকে যাওয়ার সময় ডেবিট ও ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে যায় পুষ্কল ৷ তার সাইকেলেরও খোঁজ মেলেনি ৷ স্কুলের পোশাকেই বেরিয়েছিল সে ৷

আরও পড়ুন: যোগ্য হয়ে বাড়ি ফিরব, চিঠি লিখে নিখোঁজ তিন ছাত্র ; অপহরণের অনুমান পরিবারের

এক আত্মীয় অনিরূপ দাস জানান, পড়াশোনা ও স্বভাবে ভালোই ছিল পুষ্কল ৷ মায়ের মৃত্যুর পর বাবার সঙ্গে থাকত ৷ বর্তমান সময়ে তাকে মোবাইল দিতে হয়েছে ৷ তিনি বলেন, "সোশাল মিডিয়ার যুগে কী হচ্ছে, কিছু বলা যাচ্ছে না ৷ আমরা চাই, যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ অবস্থায় ও বাড়ি চলে আসুক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.