চুঁচুড়া, 26 মে : ঘূর্ণিঝড়ের দাপটে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল গাছ । উড়িয়ে নিয়ে যায় ঘরের চাল । ব্যান্ডেলের চকবাজার এলাকার ঘটনা । চুঁচুড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কালিতলা এলাকা ও ব্যান্ডেল চার্চের সামনের কয়েকটি দোকান উড়িয়ে ফেলে দেয় রসভরা খালে । ঝড়ে গাছ পড়ে টালির চাল ভেঙে যায় । টিনের চাল পাক খেতে খেতে উড়ে যায় বহু দূরে ।
মঙ্গলবার দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হয় । ঝড় থেকে বাঁচতে কাঁচা বাড়ি, নদী তীরবর্তী বাড়িগুলিতে বসবাসকারীদের আশ্রয় শিবিরে থাকার ব্যবস্থা করে প্রশাসন । সেই মতো চুঁচুড়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কালিতলা থেকে কিছু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছিল । কিছু গাছের ডাল পালা ছাঁটা হচ্ছিল দুপুর বেলায় । এমন সময় হঠাৎ প্রচণ্ড জোরে ঘূর্ণিঝড় এসে ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় । গাছ ভেঙে পড়ায় কয়েকটি বাড়ির চাল ভেঙে পড়ে । ব্যাণ্ডেল চার্চের সামনে বেশ কিছু দোকান উড়িয়ে রসভরা খালে নিয়ে গিয়ে ফেলে ।
ওই ওয়ার্ডের কো-অর্ডিনেটর ঝন্টু বিশ্বাস বলেন,"আমরা স্থানীয়দের বারবার বলেছি আশ্রয় শিবিরে চলে যেতে । তাঁরা শুনছেন না । অনেকেই ভাবছে ঝড় কালকে আসবে আবার কেউ কেউ ভাবছে ঝড় হবে না । কিন্তু কয়েক মিনিটের ঝড়ের যে তাণ্ডব দেখলাম তাতে ভয় হচ্ছে । সবাইকে বলেছি নিরাপদ জায়গায় চলে যেতে ।"
আরও পড়ুন : মাথা গোঁজার ঠাঁই বাঁচাতে আপ্রাণ চেষ্টা সুন্দরবনের বাসিন্দাদের
কালিতলার বাসিন্দা কাকলি মণ্ডল বলেন,"সব শেষ হয়ে গেল । বলেছিল কাল ঝড় আসবে । আজ হঠাৎ ঝড়ে দোকান উড়িয়ে ফেলল । অনেক কষ্টে দোকানে মাল তোলা হয়েছিল । লকডাউনের জন্য দোকান বন্ধ । স্বামী গঙ্গায় মাছ ধরে তা দিয়ে কোনও ভাবে সংসার চলে । এখন কী করে চলবে জানি না ।" বলে কাপড়ের আঁচল দিয়ে চোখ মোছেন কাকলি ।