চন্দননগর, 8 মে : বিজেপি করার অপরাধে ফুলের দোকান ভাঙচুর । অভিযোগ রাতের অন্ধকারে দোকান ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনাটি চন্দননগর ছবিঘরের মোড়ের । বেশ কিছুদিন ধরেই অজিত মালিকের ফুলের দোকান বন্ধ আছে । তিনি আবার করোনা আক্রান্ত হয়েছেন ।
এখানে 30 বছর ধরে এই দোকান চালাচ্ছেন তিনি ৷ আগে এই ধরনের ঘটনা কোনওদিন ঘটেনি । আজ সকালে অজিত মালিক দোকানে এসে দেখেন তার ফুলের গুমটি দোকান ঘরটি পুরো ভেঙে দেওয়া হয়েছে । লুট করা হয়েছে ক্যাশবাক্সে থাকা টাকা । স্ত্রী শ্রাবনী মালিক কিছুদিন ধরে বিজেপি দলের সক্রিয় কর্মী । সেই কারণেই তাঁর দোকানের উপর হামলা চালান হয় বলে অভিযোগ । তবে তৃণমূলের দাবি দোকান ভাঙচুরের ঘটনা কেউ সমর্থন করে না । তৃণমূলের বিরুদ্ধে নিদির্ষ্ট কোনও অভিযোগ দেখানোরও দাবি তুলেছে শাসক দলের স্থানীয় নেতৃত্ব । তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ ।
আরও পড়ুন : দাপুটে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর
চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহর অভিযোগ, এই ভাঙচুরের ঘটনার পিছনে তৃণমূল নেতা শ্যামবুদ্ধ দত্ত ও তার দলবলের হাত রয়েছে । যদিও তৃণমূল নেতা মুন্না আগারওয়াল ঘটনা অস্বীকার করে বলেন, ইন্দ্রনীল সেনের জয়কে কালিমালিপ্ত করার জন্য এইসব করা হচ্ছে ।