ETV Bharat / state

ভ্যাকসিনের আকাল, রাত থাকতে ভিড় লাইনে সংক্রমণের ভয় - হুগলি

ধনিয়াখালি ও চণ্ডীতলা সহ বেশ কিছু ব্লকে ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়েছে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে । সাপ্লাই এলেই আবারও ভ্যাকসিন দেওয়া হবে ।

shortage-of-vaccine-in-hooghly-district-fear-of-infection-in-crowded-line
shortage-of-vaccine-in-hooghly-district-fear-of-infection-in-crowded-line
author img

By

Published : Apr 27, 2021, 3:59 PM IST

Updated : Apr 27, 2021, 4:54 PM IST

হুগলি, 27 এপ্রিল : জেলা জুড়ে ভ্যাকসিনের অকাল অব্যাহত । কোথাও ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে । কোথাও প্রতিদিন একটি নিদিষ্ট পরিমাণ করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । তাতেই সমস্যা পড়েছে সাধারণ মানুষ । ভ্যাকসিনের আকালে বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লম্বা লাইন । তার জেরে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে ।

ইতিমধ্যে ধনিয়াখালি ও চণ্ডীতলা সহ বেশ কিছু ব্লকে ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়েছে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে । সাপ্লাই এলেই আবারও ভ্যাকসিন দেওয়া হবে । একদিকে ভোর চারটে থেকে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন । অন্যদিকে করোনা বিধি মানার কোনও বালাই নেই শ্রীরামপুর পৌরসভা পরিচালিত মাহেশ-এর স্বাস্থ্যকেন্দ্রে । কেউ ভোর চারটে থেকে, কেউ আবার আগের দিন রাত থেকে লাইন দিচ্ছেন করোনার ভ্যাকসিন নিতে । তারপরেও মিলছে না ৷ আজ পৌরসভার তরফে নোটিস দিয়ে দেওয়া হয়েছে, আজ 27.04.2021 তারিখে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে ৷ তবে তা দেওয়া হবে 300 জনকে । এই অবস্থায় সকলেই চাইছেন ওই তিনশ জনের মধ্যে থাকতে ৷ ফলে লাইনে বিশৃঙ্খলার ছবি দেখা গেল ৷

ভ্যাকসিনের আকাল হুগলিতে ৷

আরও পড়ুন: বর কোভিড পজ়িটিভ, পিপিই পরেই বিয়ে দম্পতির ! ভাইরাল ভিডিয়ো

এদিকে, দেবানন্দপুর দেবদাস স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া বন্ধ । যারা প্রথম ডোজ় নিয়েছেন সময় হয়ে গেলেও তাঁরা দ্বিতীয় ডোজ় পাচ্ছেন না। স্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হচ্ছে, ভ্যাকসিনের যোগান না থাকায় দেওয়া যাচ্ছে না । যারা দ্বিতীয় ডোজ় নিতে চান তাদের মগরা ব্লক হাসপাতাল, নয়তো চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যেতে হচ্ছে । এই অবস্থায় দেবদাস স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনশন চালু করার দাবিতে ডেপুটেশান দিল সিপিআইএম । অন্যদিকে ধনিয়াখালি স্বাস্থ্য েন্দ্রের নোটিসে লেখা হয়েছে, অনিবার্য কারণে ভ্যাকসিন দেওয়া বন্ধ আছে । তবে, এদিন পোলবা ব্লক হাসপাতালে কোভিশিল্ডের প্রথম ডোজ় দেওয়া হল 100 জনকে । এছাড়াও মঙ্গলবার পোলবা ব্লক হাসপাতালে দ্বিতীয় ডোজ় দেওয়া হয় 150 জনকে।

হাসপাতাল সূত্রে খবর, পোলবা ব্লকের বিভিন্ন হাসপাতালে কোভিডের প্রথম ভ্যাকসিন দেওয়া হবে প্রতিদিনই । মাকালপুর, কামদেবপুর, দারপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দ্বিতীয় ডোজ়ের ভ্যাকসিন দেওয়া চলছে । ইতিমধ্যে পোলবা ব্লক হাসপাতাল থেকে প্রায় 27 হাজার সাধারণ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে । পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন কম থাকার জন্য প্রথম ডোজ় 50 জন ও দ্বিতীয় ডোজ় 250 জনকে দেওয়া হবে বলে নোটিস দেওয়া হয়েছে । এছাড়া বিএল মুখোপাধ্যায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্রে 150 জনকে ভ্যাকসিন দেওয়া হবে । ভ্যাকসিনের সরবরাহ কম থাকার কারণেই উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনে এই নির্দেশিকা দেওয়া হয়েছে । তবে কিছুদিনের মধ্যেই সরবরাহ ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দিচ্ছে প্রশাসন ।

হুগলি, 27 এপ্রিল : জেলা জুড়ে ভ্যাকসিনের অকাল অব্যাহত । কোথাও ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে । কোথাও প্রতিদিন একটি নিদিষ্ট পরিমাণ করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । তাতেই সমস্যা পড়েছে সাধারণ মানুষ । ভ্যাকসিনের আকালে বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লম্বা লাইন । তার জেরে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে ।

ইতিমধ্যে ধনিয়াখালি ও চণ্ডীতলা সহ বেশ কিছু ব্লকে ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়েছে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণ না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে । সাপ্লাই এলেই আবারও ভ্যাকসিন দেওয়া হবে । একদিকে ভোর চারটে থেকে ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন । অন্যদিকে করোনা বিধি মানার কোনও বালাই নেই শ্রীরামপুর পৌরসভা পরিচালিত মাহেশ-এর স্বাস্থ্যকেন্দ্রে । কেউ ভোর চারটে থেকে, কেউ আবার আগের দিন রাত থেকে লাইন দিচ্ছেন করোনার ভ্যাকসিন নিতে । তারপরেও মিলছে না ৷ আজ পৌরসভার তরফে নোটিস দিয়ে দেওয়া হয়েছে, আজ 27.04.2021 তারিখে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় দেওয়া হবে ৷ তবে তা দেওয়া হবে 300 জনকে । এই অবস্থায় সকলেই চাইছেন ওই তিনশ জনের মধ্যে থাকতে ৷ ফলে লাইনে বিশৃঙ্খলার ছবি দেখা গেল ৷

ভ্যাকসিনের আকাল হুগলিতে ৷

আরও পড়ুন: বর কোভিড পজ়িটিভ, পিপিই পরেই বিয়ে দম্পতির ! ভাইরাল ভিডিয়ো

এদিকে, দেবানন্দপুর দেবদাস স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়া বন্ধ । যারা প্রথম ডোজ় নিয়েছেন সময় হয়ে গেলেও তাঁরা দ্বিতীয় ডোজ় পাচ্ছেন না। স্বাস্থ্যকেন্দ্র থেকে বলা হচ্ছে, ভ্যাকসিনের যোগান না থাকায় দেওয়া যাচ্ছে না । যারা দ্বিতীয় ডোজ় নিতে চান তাদের মগরা ব্লক হাসপাতাল, নয়তো চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যেতে হচ্ছে । এই অবস্থায় দেবদাস স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনশন চালু করার দাবিতে ডেপুটেশান দিল সিপিআইএম । অন্যদিকে ধনিয়াখালি স্বাস্থ্য েন্দ্রের নোটিসে লেখা হয়েছে, অনিবার্য কারণে ভ্যাকসিন দেওয়া বন্ধ আছে । তবে, এদিন পোলবা ব্লক হাসপাতালে কোভিশিল্ডের প্রথম ডোজ় দেওয়া হল 100 জনকে । এছাড়াও মঙ্গলবার পোলবা ব্লক হাসপাতালে দ্বিতীয় ডোজ় দেওয়া হয় 150 জনকে।

হাসপাতাল সূত্রে খবর, পোলবা ব্লকের বিভিন্ন হাসপাতালে কোভিডের প্রথম ভ্যাকসিন দেওয়া হবে প্রতিদিনই । মাকালপুর, কামদেবপুর, দারপুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দ্বিতীয় ডোজ়ের ভ্যাকসিন দেওয়া চলছে । ইতিমধ্যে পোলবা ব্লক হাসপাতাল থেকে প্রায় 27 হাজার সাধারণ মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে । পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন কম থাকার জন্য প্রথম ডোজ় 50 জন ও দ্বিতীয় ডোজ় 250 জনকে দেওয়া হবে বলে নোটিস দেওয়া হয়েছে । এছাড়া বিএল মুখোপাধ্যায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্রে 150 জনকে ভ্যাকসিন দেওয়া হবে । ভ্যাকসিনের সরবরাহ কম থাকার কারণেই উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মেনে এই নির্দেশিকা দেওয়া হয়েছে । তবে কিছুদিনের মধ্যেই সরবরাহ ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দিচ্ছে প্রশাসন ।

Last Updated : Apr 27, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.