ETV Bharat / state

Bike Stunt by Shatabdi: 9 ফুটের মইয়ে দাঁড়িয়ে বাইকে সওয়ার, ওয়ার্ল্ড রেকর্ড পাণ্ডুয়ার শতাব্দীর - Shatabdi Set World Record by Riding a Bike

হুগলির মেয়ে শতাব্দী ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন ৷ সম্প্রতি একটি স্টান্টে এসেছে এই সাফল্য ৷ হাত ছেড়ে 350 সিসি এনফিল্ড বাইকের উপর 9 ফুট 6 ইঞ্চি মইয়ের উপর দাঁড়িয়ে বাইক চালিয়েছেন তিনি (Bike Stunt by Shatabdi) । আড়াই ঘণ্টা ধরে এইভাবেই বাইক চালিয়েছেন ৷ তিনি বিএসএফ'এর কৃষ্ণনগর ব্যাটেলিয়ান তিনি এখন কর্মরত। বর্তমানে দিল্লিতে সীমা ভবানী মহিলা টিমের (BSF's Seema Bhawani Motor Cycle Team) হয়ে তিনি প্রতিনিধিত্বও করেন । স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস-সহ দেশের গুরুত্বপূর্ণ প্যারেডে অংশ নিয়ে থাকে এই টিম ৷ এই টিমের হাত ধরেই এসেছে তাঁর বিশ্বরেকর্ড ৷

Bike Stunt by Shatabdi
স্টান্টে ওয়ার্ল্ড রেকর্ড পাণ্ডুয়ার শতাব্দীর
author img

By

Published : Dec 28, 2022, 10:56 PM IST

দু'ঘণ্টা বাইক চালানোয় রেকর্ড গড়লেন হুগলির মেয়ে শতাব্দী ধর

পাণ্ডুয়া, 28 ডিসেম্বর: 9 ফুটের মইয়ের উপর উঠে দু'ঘণ্টা বাইক চালানোয় রেকর্ড গড়লেন হুগলির মেয়ে শতাব্দী ধর ৷ হাত ছেড়ে 350 সিসি এনফিল্ড বাইকের উপর 9 ফুট 6 ইঞ্চি মইয়ের উপর দাঁড়িয়ে বাইক চালান তিনি (Shatabdi Set World Record by Riding a Bike) । 2 ঘণ্টা 33 মিনিট 44 সেকেন্ডে 76.88 কিলোমিটার পথ অতিক্রান্ত করে তিনি লিমকা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম তুললেন তিনি। দিল্লিতে সীমা ভবানী মহিলা টিমের (BSF's Seema Bhawani Motor Cycle Team) সদস্য তিনি। তাঁর এই সাফল্যে অভিভূত পরিবার ৷

পাণ্ডুয়ার খারাজি পাড়ার মেয়ে শতাব্দী। পাণ্ডুয়া রাধারানি স্কুল থেকে পড়াশোনা তাঁর। বাবা বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। হঠাতই বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিল শতাব্দীর পরিবার। দুই বোন, এক ভাই ও মাকে নিয়ে অবস্থা হয়ে পড়েছিল খুবই কঠিন। অনেক কষ্টের মধ্যে ছোটবেলা কেটেছে শতাব্দীর ৷ আগাগোড়াই খেলাধুলোয় ভালো ৷ খেলাধুলোয় একের পর এক সাফল্য়েয় তাঁকে পৌঁছে দিয়েছে এই জায়গায় ৷

2014 সালে বিএসএফ'এ (BSF) যোগদান করেন শতাব্দী। বিএসএফ'এর কৃষ্ণনগর ব্যাটেলিয়ান তিনি এখন কর্মরত। বর্তমানে দিল্লিতে সীমা ভবানী মহিলা টিমের হয়ে প্রতিনিধিত্বও করেন তিনি। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস-সহ দেশের গুরুত্বপূর্ণ প্যারেডের অংশ নেয় এই টিম ৷ এই টিমের হয়ে যেহেতু তিনি প্রতিনিধিত্ব করেন তাই শতাব্দী এখন দিল্লিতে থাকেন ৷ সঙ্গে থাকেন তাঁর 10 মাসের কন্যা সন্তান ও স্বামী। স্বামীও পঞ্জাব পুলিশে কর্মরত। শতাব্দীর কথায়, বাবার মৃত্যুর পর ভেঙে পড়েন তাঁরা। কিন্তু অদম্য ইচ্ছা শক্তির জোরে বিএসএফ'এ যোগদান করেন তিনি। তারপর সীমা ভবানীর টিমের সঙ্গে যুক্ত হয়ে এই ধরনের স্টান্ট করে থাকেন। সামনেই 26 জানুয়ারি তাই এখন প্রস্তুতি চলছে। এরই মাঝে সুযোগ আসে ওয়ার্ল্ড রেকর্ড গড়ার। আর তাতে সফল হয়ে আপ্লুত তিনি ৷

Bike Stunt by Shatabdi
সীমা ভবানী মহিলা টিম

আরও পড়ুন: ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-15 ভারতীয় দলে জলপাইগুড়ির সম্প্রীতি পাল

মা কাবেরী ধর বলেন, "আমি প্রচণ্ড খুশি হয়েছি। ছোট থেকেই ওর চেষ্টা খুব ছিল। বরাবর পুলিশ ও সেনায় যোগদানের ইচ্ছা ছিল ওর। আর্থিক অনটনের পরিবার ছিল আমার। অ্যাথলেটিক্সে বেঙ্গলের হয়ে খুব ভালো খেলত। স্কুল শেষে প্রতিদিন প্র্যাকটিস করতে যেত। নিজের উদ্যোগেই বিএসএফের ফর্ম ফিলাপ করেছে। বিভিন্ন বিষয়ে যোগদান করেছে। আমি চাই ও আরও বড় হোক।"

দু'ঘণ্টা বাইক চালানোয় রেকর্ড গড়লেন হুগলির মেয়ে শতাব্দী ধর

পাণ্ডুয়া, 28 ডিসেম্বর: 9 ফুটের মইয়ের উপর উঠে দু'ঘণ্টা বাইক চালানোয় রেকর্ড গড়লেন হুগলির মেয়ে শতাব্দী ধর ৷ হাত ছেড়ে 350 সিসি এনফিল্ড বাইকের উপর 9 ফুট 6 ইঞ্চি মইয়ের উপর দাঁড়িয়ে বাইক চালান তিনি (Shatabdi Set World Record by Riding a Bike) । 2 ঘণ্টা 33 মিনিট 44 সেকেন্ডে 76.88 কিলোমিটার পথ অতিক্রান্ত করে তিনি লিমকা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম তুললেন তিনি। দিল্লিতে সীমা ভবানী মহিলা টিমের (BSF's Seema Bhawani Motor Cycle Team) সদস্য তিনি। তাঁর এই সাফল্যে অভিভূত পরিবার ৷

পাণ্ডুয়ার খারাজি পাড়ার মেয়ে শতাব্দী। পাণ্ডুয়া রাধারানি স্কুল থেকে পড়াশোনা তাঁর। বাবা বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। হঠাতই বাবার মৃত্যুতে ভেঙে পড়েছিল শতাব্দীর পরিবার। দুই বোন, এক ভাই ও মাকে নিয়ে অবস্থা হয়ে পড়েছিল খুবই কঠিন। অনেক কষ্টের মধ্যে ছোটবেলা কেটেছে শতাব্দীর ৷ আগাগোড়াই খেলাধুলোয় ভালো ৷ খেলাধুলোয় একের পর এক সাফল্য়েয় তাঁকে পৌঁছে দিয়েছে এই জায়গায় ৷

2014 সালে বিএসএফ'এ (BSF) যোগদান করেন শতাব্দী। বিএসএফ'এর কৃষ্ণনগর ব্যাটেলিয়ান তিনি এখন কর্মরত। বর্তমানে দিল্লিতে সীমা ভবানী মহিলা টিমের হয়ে প্রতিনিধিত্বও করেন তিনি। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস-সহ দেশের গুরুত্বপূর্ণ প্যারেডের অংশ নেয় এই টিম ৷ এই টিমের হয়ে যেহেতু তিনি প্রতিনিধিত্ব করেন তাই শতাব্দী এখন দিল্লিতে থাকেন ৷ সঙ্গে থাকেন তাঁর 10 মাসের কন্যা সন্তান ও স্বামী। স্বামীও পঞ্জাব পুলিশে কর্মরত। শতাব্দীর কথায়, বাবার মৃত্যুর পর ভেঙে পড়েন তাঁরা। কিন্তু অদম্য ইচ্ছা শক্তির জোরে বিএসএফ'এ যোগদান করেন তিনি। তারপর সীমা ভবানীর টিমের সঙ্গে যুক্ত হয়ে এই ধরনের স্টান্ট করে থাকেন। সামনেই 26 জানুয়ারি তাই এখন প্রস্তুতি চলছে। এরই মাঝে সুযোগ আসে ওয়ার্ল্ড রেকর্ড গড়ার। আর তাতে সফল হয়ে আপ্লুত তিনি ৷

Bike Stunt by Shatabdi
সীমা ভবানী মহিলা টিম

আরও পড়ুন: ব্যাডমিন্টনে অনূর্ধ্ব-15 ভারতীয় দলে জলপাইগুড়ির সম্প্রীতি পাল

মা কাবেরী ধর বলেন, "আমি প্রচণ্ড খুশি হয়েছি। ছোট থেকেই ওর চেষ্টা খুব ছিল। বরাবর পুলিশ ও সেনায় যোগদানের ইচ্ছা ছিল ওর। আর্থিক অনটনের পরিবার ছিল আমার। অ্যাথলেটিক্সে বেঙ্গলের হয়ে খুব ভালো খেলত। স্কুল শেষে প্রতিদিন প্র্যাকটিস করতে যেত। নিজের উদ্যোগেই বিএসএফের ফর্ম ফিলাপ করেছে। বিভিন্ন বিষয়ে যোগদান করেছে। আমি চাই ও আরও বড় হোক।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.