আরামবাগ, 3 মে : রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝেই এবার রাজ্যপালকে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার । আজ রাজ্যপালকে উল্লেখ করে তিনটি টুইট পোস্ট করেন তিনি । তার মধ্যে একটিতে লেখেন, "আমরা বাংলার মানুষ চাই আপনি 70 বছর বয়সে ভালো থাকুন । সুস্থ থাকুন । আপনি আপনার মস্তিষ্ককে কোয়ারানটিনে পাঠিয়ে দিন ।"
রেশন বণ্টন, কোরোনা তথ্যসহ একাধিক ইশুতে দিনকয়েক ধরেই রাজ্য-রাজ্যপাল সংঘাত জারি । কখনও পাঁচ পাতা, কখনও 13, কখনওবা 14 পাতার পত্র বিনিময় চলছে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে । ইতিমধ্যেই এই সংঘাত নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্রসহ অনেকে । রাজ্যের এই পরিস্থিতিতে রাজ্যপালের এমন ভূমিকা নিয়ে বার বার কটাক্ষ করেছেন তাঁরা । তাঁদের কথায় BJP-র হয়ে কথা বলছেন রাজ্যপাল । এনিয়ে টুইটেও সরব হয়েছেন অনেকে ।
এবার রাজ্যপালকে আক্রমণ করে টুইট করলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার । রাজ্যপালকে উদ্দেশ্য করে প্রথম টুইটে তিনি লেখেন, "আমরা বাংলার মানুষ চাই 70 বছর বয়সে আপনি ভালো থাকুন । কিন্তু দিন দিন আপনি যেভাবে অবসর জীবনে শিশুসুলভ আচরণ করে চলেছেন এবং BJP-র গেরুয়া ধ্বজা নিয়ে ছোটাছুটি করে চলেছেন মার্গ-দর্শকের ভূমিকায়, তা আমরা বুঝে গেছি ।"
এরপর কিছুক্ষণ পরই তিনি ফের রাজ্যপালকে উল্লেখ করে তাঁর দ্বিতীয় টুইটটি করেন । লেখেন, "BJP -তেও আজ আপনার মতো বয়স্ক নেতার আর কোনও স্থান নেই । সেটা জেনেও আপনার মস্তিষ্কের দ্রুত সুস্থতা কামনা করে রাজ্যবাসী । আপনি নিজেই আপনার মস্তিষ্ককে কোয়ারানটিনে পাঠিয়ে দিন । "
একই সঙ্গে করা আরেকটি টুইটে তিনি লেখেন, "আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি আর বাংলার আকাশ দূষিত করবেন না । বাংলার জল, বাংলার মাটি, বাংলার মানুষ ,সর্বোপরি বাংলার মা'কে আপনার থেকে মুক্তি দিন । যাতে বাংলার মানুষ আপনাকে ক্ষমা করেন ।"
এই টুইটের পরিপ্রেক্ষিতে যদিও এখনও কোনও মন্তব্য করেননি রাজ্যপাল ।