ETV Bharat / state

গতবছরের মাধ্যমিকের রেজা়ল্ট এখনও মেলেনি, প্রতিবাদে বিক্ষোভ - result

একজন ছাত্র বলে, 2018 সালে এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম । 124 জন রেজা়ল্ট এখনও পায়নি। স্কুলের কোনও হেলদোল নেই এব্যাপারে ।

ছাত্রদের বিক্ষোভ
author img

By

Published : May 14, 2019, 11:44 PM IST

হরিপাল, 14 মে : প্রায় দেড় বছর কেটে গেলেও মাধ্যমিকের রেজ়াল্ট না পেয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । হুগলির হরিপালের পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ CBSC স্কুলের ঘটনা । ছাত্রছাত্রীদের দাবি, রেজ়াল্ট হাতে না পাওয়া পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবে না ।

অভিযোগ, 2018 সালে এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় 80 জন ছাত্রছাত্রী । তাদের এখনও পর্যন্ত দেওয়া হয়নি মার্কশিট । স্কুলের প্রধান শিক্ষককে জানালেও ফল হয়নি । ফলে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের । এর জেরে আজ তারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ।

আজ স্কুল শুরু হতেই প্রায় 80 জন ছাত্রছাত্রী বিক্ষোভ শুরু করে । অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় । ঘণ্টাখানেক পর স্কুল কর্তৃপক্ষ 24 মে রেজা়ল্ট দেওয়ার প্রতিশ্রুতি দিলে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেয় । যদিও এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোনও কথা বলতে চায়নি ।

হরিপাল, 14 মে : প্রায় দেড় বছর কেটে গেলেও মাধ্যমিকের রেজ়াল্ট না পেয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা । হুগলির হরিপালের পানিশেওলা ইন্দিরা স্মৃতি বিদ্যাপীঠ CBSC স্কুলের ঘটনা । ছাত্রছাত্রীদের দাবি, রেজ়াল্ট হাতে না পাওয়া পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবে না ।

অভিযোগ, 2018 সালে এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় 80 জন ছাত্রছাত্রী । তাদের এখনও পর্যন্ত দেওয়া হয়নি মার্কশিট । স্কুলের প্রধান শিক্ষককে জানালেও ফল হয়নি । ফলে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের । এর জেরে আজ তারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ।

আজ স্কুল শুরু হতেই প্রায় 80 জন ছাত্রছাত্রী বিক্ষোভ শুরু করে । অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় । ঘণ্টাখানেক পর স্কুল কর্তৃপক্ষ 24 মে রেজা়ল্ট দেওয়ার প্রতিশ্রুতি দিলে পড়ুয়ারা বিক্ষোভ তুলে নেয় । যদিও এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোনও কথা বলতে চায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.