ETV Bharat / state

নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ; পুলিশের গাড়ি ভাঙচুর - srirampur

শ্রীরামপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগ উঠল স্কুলের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে । কর্তৃপক্ষ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । অভিযুক্তকে আটক করেছে পুলিশ ।

চলছে বিক্ষোভ
author img

By

Published : Aug 27, 2019, 8:55 PM IST

Updated : Aug 27, 2019, 9:10 PM IST

শ্রীরামপুর, ২৭ অগাস্ট : শ্রীরামপুরে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে । স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ ।

আজ সকালে কেজি ওয়ানের ওই ছাত্রী স্কুল চত্বরে বসে কাঁদছিল । ওই সময়ে স্কুলের এক নিরাপত্তারক্ষী তাকে আদর করেন । CCTV ফুটেজ দেখে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের । পুলিশে খবর দেওয়া হয় । এদিকে, খবর জানাজানি হতেই স্কুলের গেটে জড়ো হন অভিভাবকরা । কর্তৃপক্ষ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে, এই অভিযোগে শুরু হয় বিক্ষোভ । পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় ।

স্কুলের অধ্যক্ষের বক্তব্য

স্কুলের প্রিন্সিপাল তমাল হাজরা বলেন, "ছাত্রীটি কান্নাকাটি করছিল । সেই সময় নিরাপত্তারক্ষী যা আচরণ করে তা ভালো দেখায়নি । পুলিশে অভিযোগ জানিয়েছি । পুলিশ অভিযুক্তকে আটক করেছে ।"

অভিভাবকদের অভিযোগ, CCTV ফুটেজে অশালীন আচরণের প্রমাণ থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে ।

শ্রীরামপুর, ২৭ অগাস্ট : শ্রীরামপুরে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে । স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ ।

আজ সকালে কেজি ওয়ানের ওই ছাত্রী স্কুল চত্বরে বসে কাঁদছিল । ওই সময়ে স্কুলের এক নিরাপত্তারক্ষী তাকে আদর করেন । CCTV ফুটেজ দেখে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের । পুলিশে খবর দেওয়া হয় । এদিকে, খবর জানাজানি হতেই স্কুলের গেটে জড়ো হন অভিভাবকরা । কর্তৃপক্ষ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে, এই অভিযোগে শুরু হয় বিক্ষোভ । পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় ।

স্কুলের অধ্যক্ষের বক্তব্য

স্কুলের প্রিন্সিপাল তমাল হাজরা বলেন, "ছাত্রীটি কান্নাকাটি করছিল । সেই সময় নিরাপত্তারক্ষী যা আচরণ করে তা ভালো দেখায়নি । পুলিশে অভিযোগ জানিয়েছি । পুলিশ অভিযুক্তকে আটক করেছে ।"

অভিভাবকদের অভিযোগ, CCTV ফুটেজে অশালীন আচরণের প্রমাণ থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে ।

Intro:Body:বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের কেজি ওয়ানের ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগ উঠল স্কুলেরই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে।ঘটনা জানাজানি হতেই শুরু হয় অবিভাবক দের বিক্ষোভ এবং ভাঙচুর করা হয় পুলিশের গাড়ী।
অভিযুক্ত নিরাপত্তা রক্ষীর নাম সুবানন্দ ঠাকুর। পুলিশ তাকে আটক করেছে।
ঘটনা হুগলীর শ্রীরামপুরের ভট্টাচার্য গার্ডেন এলাকার বেসরকারী বিবেকানন্দ এ্যাকাডেমি স্কুলের।
অাজ সকালে ওই স্কুলের কেজি ওয়ান এর এক ছাত্রী স্কুলে এসে কাঁদছিল।সেই সময় স্কুল গেটের নিরাপত্তা রক্ষী সুবাচান্দ ঠাকুর সেই শিশুটিকে কোলে বসিয়ে অাদর করে।

স্কুল অধ্যক্ষের অভিযোগ ঘটনাটি সিসিটিভি তে দেখামাত্রই তাঁর সন্দেজনক মনে হয়। এরপরই তিনি নিজেই শ্রীরামপুর থানার পুলিশ কে খবর দেন।
এদিকে এই ঘটনা জানাজানি হতেই অভিভাবক এবং স্থানীয়রা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশ কে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ।
অভিযোগ স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে আড়াল করার চেষ্টা করছে।

নিরাপত্তা রক্ষী কে পুলিশ আটক করে নিয়ে যাবার সময় পুলিশের গাড়ীতে
ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।এমনকি গাড়ীর সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।

যদিও বিক্ষোভ হটিয়ে অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে কে আটক করে নিয়ে যায় পুলিশ।এরপরই স্কুলের অধ্যক্ষকে ঘিড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শ্রীরামপুর থানার পুলিশ।স্কুলের তরফ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয় নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে।পুলিশ তদন্ত শুরু করেছে।
স্কুলের প্রিন্সিপাল তমাল হাজরা বলেন স্কুলের কেজি ওয়ানের একটি ছাত্রী কান্নাকাটি করছিল সেই সময় নিরাপত্তা রক্ষী তারা সাথে যেভাবে আচরণ করছিলি সেটা ভালো দেখাই নি।তাই আমরা পুলিশে অভিযোগ করি।অভিযুক্ত পুলিশ আটক করে নিয়ে গেছে।স্কুলে বিক্ষোভ হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে তবে সেটা উত্তেজনার বসে।
অভিভাবক দের বক্তব্য তারা স্কুলের কিছুটা দূরেই প্ৰতদিন থাকেন ।আজ ঘটনা জানার পরই তারা স্কুলের সামনে এসে জড়ো হন।তাদের অভিযোগ স্কুলের নিরাপত্তা রক্ষী একটি ছাত্রীর সাথে অশালীন আচরণ করছিলি সেটা সিসিটিভি তে দেখা যাচ্ছে অথচ স্কুল কর্তৃপক্ষ তাকে বাঁচানোর চেষ্টা করছে।


wb_hgl_serampur_defamation_vis_10007

B_1_তমাল হাজরা(প্রিন্সিপাল)
B_2,3_অভিভাবক

Conclusion:
Last Updated : Aug 27, 2019, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.