শ্রীরামপুর, ২৭ অগাস্ট : শ্রীরামপুরে এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে । স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ ।
আজ সকালে কেজি ওয়ানের ওই ছাত্রী স্কুল চত্বরে বসে কাঁদছিল । ওই সময়ে স্কুলের এক নিরাপত্তারক্ষী তাকে আদর করেন । CCTV ফুটেজ দেখে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের । পুলিশে খবর দেওয়া হয় । এদিকে, খবর জানাজানি হতেই স্কুলের গেটে জড়ো হন অভিভাবকরা । কর্তৃপক্ষ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে, এই অভিযোগে শুরু হয় বিক্ষোভ । পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় ।
স্কুলের প্রিন্সিপাল তমাল হাজরা বলেন, "ছাত্রীটি কান্নাকাটি করছিল । সেই সময় নিরাপত্তারক্ষী যা আচরণ করে তা ভালো দেখায়নি । পুলিশে অভিযোগ জানিয়েছি । পুলিশ অভিযুক্তকে আটক করেছে ।"
অভিভাবকদের অভিযোগ, CCTV ফুটেজে অশালীন আচরণের প্রমাণ থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে ।