চাঁপদানি (হুগলি), 18 অগাস্ট : পুলিশের সাহায্য নিয়ে BJP কর্মীদের খুন করা হচ্ছে । এই অভিযোগ করলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, "BJP যদি পালটা খুনোখুনি শুরু করে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীর ঘরই সুরক্ষিত নয় ।"
আজ চাঁপদানিতে সদস্যতা অভিযানে যান সায়ন্তন । সেখানে তিনি বলেন, "বীরভূম, দক্ষিণ 24 পরগনা বা মেদিনীপুরে যে অবস্থা চলছে তাতে রাজ্যজুড়ে আগুন লাগার পরিস্থিতি তৈরি করছে রাজ্য সরকার ।" লাভপুরের BJP নেতা খুনের ঘটনায় তিনি সরাসরি তৃণমূলকেই দায়ি করেছেন । তৃণমূলকে নিশানা করে সায়ন্তন বলেন, "তৃণমূল একটা লড়াই চাইছে, যুদ্ধ চাইছে । সে যুদ্ধ কিন্তু পশ্চিমবাংলার রাস্তায় হবে । আর সেই যুদ্ধে তৃণমূলই পরাজিত হবে ।" নিজের দলের শক্তি সম্পর্কে তিনি বলেন, "BJP-র যা সাংগঠনিক শক্তি আছে, তৃণমূল কংগ্রেস যদি লড়াই চায় আমরা সেই সাধ ঘুচিয়ে দেব ।"
সায়ন্তনের দাবি রাজ্যে রোজ BJP কর্মীরা খুন হচ্ছেন । তিনি বলেন, "তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা আমাদের কর্মীদের খুন করছে । ইতিমধ্যে আমাদের 75 জন কর্মী খুন হয়েছেন । পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, তা প্রমাণিত ।" সায়ন্তনের মতে, "কেন্দ্রীয় সরকার এভাবে চুপ করে বসে থাকতে পারে না । জনগণ আমাদের পক্ষে আছে । পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি আমাদের বিজয়ী প্রতিনিধিকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে তৃণমূলে ঢোকানো হয়েছে । আমার মনে হয় তৃণমূল যত এসব করবে, তত জনগণের থেকে বিচ্ছিন্ন হবে । আর BJP-র পতাকা তত উপরে উঠবে ।"
ছত্রধর মাহাতের সাজা কম হওয়া প্রসঙ্গে BJP নেতা বলেন, "ওর জেল থেকে ছাড়া পাওয়ার জন্য প্রাথমিক শর্তই হল তৃণমূলে যোগদান । এবিষয়ে আমরা জঙ্গলমহলের মানুষের সঙ্গে কথা বলব । তৃণমূল কীভাবে জঙ্গলের মানুষের ওপর শর্ত আরোপ করছে, তা বলব । এখন যা অবস্থা তাতে তৃণমূলে যোগদান না করলেই জেলে যেতে হবে । ওখানকার মানুষ এসব বুঝছেন আর তাই তাঁরা তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন । এই কারণেই জঙ্গলমহলের লোকসভা আসন BJP জিতেছে । বিধানসভাতেও এর পুনরাবৃত্তি হবে ।"
একইসঙ্গে 'দিদিকে বলো' কর্মসূচিকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, "দিদিকে যা খুশি বলুন, ভাগ্য আর ফিরবে না । লোকসভা ভোটে যে পরাজয় তৃণমূলের হয়েছে, তা আরও বাড়বে । কিছুদিন আগেই আরামবাগে আমাদের এক কার্যকর্তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে । পুলিশ বলছে, সে নাকি আত্মহত্যা করেছে । এটা নাকি সামান্য দুর্ঘটনা ।" সায়ন্তনবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, "এর একটা শেষ আছে । তৃণমূল যদি শুরু করে, আমরা কিন্তু শেষ করব ।"