ETV Bharat / state

তৃণমূল যুদ্ধ চাইছে, BJP খুনোখুনি করলে ওদের ঘর অসুরক্ষিত : সায়ন্তন - খুন

"তৃণমূল একটা লড়াই চাইছে, যুদ্ধ চাইছে । সে যুদ্ধ কিন্তু পশ্চিমবাংলার রাস্তায় হবে । আর সেই যুদ্ধে তৃণমূলই পরাজিত হবে ।" আজ চাঁপদানিতে সদস্যতা অভিযানে গিয়ে একথা বলেন সায়ন্তন বসু ।

SAYANTAN
author img

By

Published : Aug 18, 2019, 4:54 PM IST

চাঁপদানি (হুগলি), 18 অগাস্ট : পুলিশের সাহায্য নিয়ে BJP কর্মীদের খুন করা হচ্ছে । এই অভিযোগ করলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, "BJP যদি পালটা খুনোখুনি শুরু করে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীর ঘরই সুরক্ষিত নয় ।"

আজ চাঁপদানিতে সদস্যতা অভিযানে যান সায়ন্তন । সেখানে তিনি বলেন, "বীরভূম, দক্ষিণ 24 পরগনা বা মেদিনীপুরে যে অবস্থা চলছে তাতে রাজ্যজুড়ে আগুন লাগার পরিস্থিতি তৈরি করছে রাজ্য সরকার ।" লাভপুরের BJP নেতা খুনের ঘটনায় তিনি সরাসরি তৃণমূলকেই দায়ি করেছেন । তৃণমূলকে নিশানা করে সায়ন্তন বলেন, "তৃণমূল একটা লড়াই চাইছে, যুদ্ধ চাইছে । সে যুদ্ধ কিন্তু পশ্চিমবাংলার রাস্তায় হবে । আর সেই যুদ্ধে তৃণমূলই পরাজিত হবে ।" নিজের দলের শক্তি সম্পর্কে তিনি বলেন, "BJP-র যা সাংগঠনিক শক্তি আছে, তৃণমূল কংগ্রেস যদি লড়াই চায় আমরা সেই সাধ ঘুচিয়ে দেব ।"

শুনুন বক্তব্য

সায়ন্তনের দাবি রাজ্যে রোজ BJP কর্মীরা খুন হচ্ছেন । তিনি বলেন, "তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা আমাদের কর্মীদের খুন করছে । ইতিমধ্যে আমাদের 75 জন কর্মী খুন হয়েছেন । পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, তা প্রমাণিত ।" সায়ন্তনের মতে, "কেন্দ্রীয় সরকার এভাবে চুপ করে বসে থাকতে পারে না । জনগণ আমাদের পক্ষে আছে । পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি আমাদের বিজয়ী প্রতিনিধিকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে তৃণমূলে ঢোকানো হয়েছে । আমার মনে হয় তৃণমূল যত এসব করবে, তত জনগণের থেকে বিচ্ছিন্ন হবে । আর BJP-র পতাকা তত উপরে উঠবে ।"

ছত্রধর মাহাতের সাজা কম হওয়া প্রসঙ্গে BJP নেতা বলেন, "ওর জেল থেকে ছাড়া পাওয়ার জন্য প্রাথমিক শর্তই হল তৃণমূলে যোগদান । এবিষয়ে আমরা জঙ্গলমহলের মানুষের সঙ্গে কথা বলব । তৃণমূল কীভাবে জঙ্গলের মানুষের ওপর শর্ত আরোপ করছে, তা বলব । এখন যা অবস্থা তাতে তৃণমূলে যোগদান না করলেই জেলে যেতে হবে । ওখানকার মানুষ এসব বুঝছেন আর তাই তাঁরা তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন । এই কারণেই জঙ্গলমহলের লোকসভা আসন BJP জিতেছে । বিধানসভাতেও এর পুনরাবৃত্তি হবে ।"

একইসঙ্গে 'দিদিকে বলো' কর্মসূচিকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, "দিদিকে যা খুশি বলুন, ভাগ্য আর ফিরবে না । লোকসভা ভোটে যে পরাজয় তৃণমূলের হয়েছে, তা আরও বাড়বে । কিছুদিন আগেই আরামবাগে আমাদের এক কার্যকর্তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে । পুলিশ বলছে, সে নাকি আত্মহত্যা করেছে । এটা নাকি সামান্য দুর্ঘটনা ।" সায়ন্তনবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, "এর একটা শেষ আছে । তৃণমূল যদি শুরু করে, আমরা কিন্তু শেষ করব ।"

চাঁপদানি (হুগলি), 18 অগাস্ট : পুলিশের সাহায্য নিয়ে BJP কর্মীদের খুন করা হচ্ছে । এই অভিযোগ করলেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, "BJP যদি পালটা খুনোখুনি শুরু করে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীর ঘরই সুরক্ষিত নয় ।"

আজ চাঁপদানিতে সদস্যতা অভিযানে যান সায়ন্তন । সেখানে তিনি বলেন, "বীরভূম, দক্ষিণ 24 পরগনা বা মেদিনীপুরে যে অবস্থা চলছে তাতে রাজ্যজুড়ে আগুন লাগার পরিস্থিতি তৈরি করছে রাজ্য সরকার ।" লাভপুরের BJP নেতা খুনের ঘটনায় তিনি সরাসরি তৃণমূলকেই দায়ি করেছেন । তৃণমূলকে নিশানা করে সায়ন্তন বলেন, "তৃণমূল একটা লড়াই চাইছে, যুদ্ধ চাইছে । সে যুদ্ধ কিন্তু পশ্চিমবাংলার রাস্তায় হবে । আর সেই যুদ্ধে তৃণমূলই পরাজিত হবে ।" নিজের দলের শক্তি সম্পর্কে তিনি বলেন, "BJP-র যা সাংগঠনিক শক্তি আছে, তৃণমূল কংগ্রেস যদি লড়াই চায় আমরা সেই সাধ ঘুচিয়ে দেব ।"

শুনুন বক্তব্য

সায়ন্তনের দাবি রাজ্যে রোজ BJP কর্মীরা খুন হচ্ছেন । তিনি বলেন, "তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা আমাদের কর্মীদের খুন করছে । ইতিমধ্যে আমাদের 75 জন কর্মী খুন হয়েছেন । পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র নেই, তা প্রমাণিত ।" সায়ন্তনের মতে, "কেন্দ্রীয় সরকার এভাবে চুপ করে বসে থাকতে পারে না । জনগণ আমাদের পক্ষে আছে । পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি আমাদের বিজয়ী প্রতিনিধিকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে তৃণমূলে ঢোকানো হয়েছে । আমার মনে হয় তৃণমূল যত এসব করবে, তত জনগণের থেকে বিচ্ছিন্ন হবে । আর BJP-র পতাকা তত উপরে উঠবে ।"

ছত্রধর মাহাতের সাজা কম হওয়া প্রসঙ্গে BJP নেতা বলেন, "ওর জেল থেকে ছাড়া পাওয়ার জন্য প্রাথমিক শর্তই হল তৃণমূলে যোগদান । এবিষয়ে আমরা জঙ্গলমহলের মানুষের সঙ্গে কথা বলব । তৃণমূল কীভাবে জঙ্গলের মানুষের ওপর শর্ত আরোপ করছে, তা বলব । এখন যা অবস্থা তাতে তৃণমূলে যোগদান না করলেই জেলে যেতে হবে । ওখানকার মানুষ এসব বুঝছেন আর তাই তাঁরা তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন । এই কারণেই জঙ্গলমহলের লোকসভা আসন BJP জিতেছে । বিধানসভাতেও এর পুনরাবৃত্তি হবে ।"

একইসঙ্গে 'দিদিকে বলো' কর্মসূচিকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, "দিদিকে যা খুশি বলুন, ভাগ্য আর ফিরবে না । লোকসভা ভোটে যে পরাজয় তৃণমূলের হয়েছে, তা আরও বাড়বে । কিছুদিন আগেই আরামবাগে আমাদের এক কার্যকর্তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে । পুলিশ বলছে, সে নাকি আত্মহত্যা করেছে । এটা নাকি সামান্য দুর্ঘটনা ।" সায়ন্তনবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, "এর একটা শেষ আছে । তৃণমূল যদি শুরু করে, আমরা কিন্তু শেষ করব ।"

Intro:রাজ্যজুড়ে চূড়ান্ত অরাজকতা চলছে পশ্চিমবাংলায়। তৃণমূল কংগ্রেসের রাজত্বে বিরোধী রাজনৈতিক কর্মীদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে। খুন করা হচ্ছে ।পুলিশের সাহায্যে মাফিয়াদের রাজে তৃণমূল খুন খুনিতে লেগেছে। বিজেপি যদি পাল্টা খুন খুনি শুরু করে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন কর্মীর ঘর সুরক্ষিত নয় ।আমি প্রশাসনের কাছে আবেদন করব শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করুন।আমাদের কার্যকরতাদের যারা খুন করছে তাদের অবিলম্বে গ্রেফতার করুন। বীরভূমের পরে দক্ষিণ 24 পরগনা দুদিন আগে হয়েছিল মেদিনীপুর যে অবস্থা হচ্ছে রাজ্যজুড়ে আগুন লাগার পরিস্থিতি তৈরি করছে রাজ্য সরকার। লাভপুরের বিজেপি নেতা খুনের ঘটনায় তিনি সরাসরি তৃণমূলকে দোষী করেছেন।একটা লড়াই চাইছে, যুদ্ধ চেয়েছে। সে যুদ্ধ কিন্তু পশ্চিমবাংলার রাস্তায় হবে। সে যুদ্ধে তৃণমূলই পরাজিত হবে বলে দাবি এই নেতার। ভারতীয় জনতা পার্টির যা সংগঠন আছে। শক্তি আছে। তৃণমূল কংগ্রেসের যদি লড়াই করার সাধ হয়।তবে তৃণমূল ঐ লড়াই করার সাধ আমরা ঘুচিয়ে দেব।
এমন কোন দিন যায় না যে আমাদের দলীয় কর্মীদের খুন হতে হয় না।লাভপুরের বিজেপি নেতা খুনের ঘটনায় বিজেপি সায়ন্তন বসু বলেন তৃণমূল আশ্রিত সমাজবিরোধীরা বিজেপি কর্মীদের খুন করছে।সাম্প্রতিক এর মধ্যেই গোটা রাজ্যে 75 জন কার্যকর তা আমাদের খুন হয়েছে ।পশ্চিমবঙ্গের গণতন্ত্র নেই এটা প্রমাণিত। বীরভূম পুলিশ বিজেপির কর্মীদের মিথ্যা কিস দিচ্ছে আর আমাদের কার্যকর তারাই খুন হচ্ছে। কেন্দ্রীয় সরকার এভাবে চুপ করে বসে থাকতে পারে না এটা আমার মনে হয়।তাদের নানাভাবে দলের ফিরিয়ে নেয়ার চক্রান্ত চলছে। জনগণ আমাদের পক্ষে আছে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি আমাদের জেতা প্রতিনিধিকে জোর করে পুলিশ দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলে ঢোকানো হয়েছে। আমার মনে হয় যে যত তৃণমূল এগুলো যত করবে জনগণের থেকে বিচ্ছিন্ন হবে। তারা বিজেপির পতাকা ততো তীব্র আকারে উপরে উঠবে।
ছত্রধর মাহাতো ছাড়া পাওয়ার প্রসঙ্গে এই বিজেপি নেতা বলেন জেল থেকে ছাড়া পাওয়ার জন্য প্রাথমিক শর্ত হল তৃণমূলে যোগ দান। তাহলে কি তৃণমূলে যোগদান করতে হবে তাহলে বলতে হবে এ রাজ্যে কোনো গণতন্ত্র নেই। আইনের শাসন নেই এই বিষয়ে তাও আমরা জঙ্গলমহলের মানুষের কাছে নিয়ে যাবো। তৃণমূল কিভাবে জঙ্গলের মানুষ কে শর্ত আরোপ করা হচ্ছে। তৃণমূলে যোগদান না করলে জেলে যেতে হবে। মানুষ এসব গুলো বুঝছেন তাই জঙ্গলমহলে যেমন তৃণমূল বিচ্ছিন্ন হয়ে গেছে। জঙ্গলমহলে তাই সমস্ত লোকসভা আসন বিজেপি জিতেছে ।তার পুনরাবৃত্তি বিধানসভাতেও হবে।
দিদিকে বল প্রচার সায়ন্তন বসুর কটাক্ষ দিদিকে যা খুশি বলুক ভাগ্য আর ফিরবে না।লোকসভা ভোটে যে পরাজয় তৃণমূলের হয়েছে এই পরাজয় আরো বাড়বে। যতই তৃণমূল দিদিকে বলো প্রচার করুক। কিছুদিন আগেই আমাদের বিজেপি কার্যকরতাকে আরামবাগে খুন করে বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে একটি পুকুরে। পুলিশ বলছে আত্মহত্যা করেছে। তারা বলছে এটা সামান্য দুর্ঘটনা ।এর একটা শেষ আছে। তৃণমূল যদি শুরু করে আমরা কিন্তু শেষ করব।


Body:WB_HGL_CHANPDANI SAYANTAN BASU_7203418


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.