তারকেশ্বর, 14 এপ্রিল : করোনার প্রকোপ বাড়ছে ৷ পরিস্থিতি বিচার করে অনির্দিষ্টকালের জন্য তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ । মঙ্গলবার থেকে গর্ভগৃহ বন্ধ রাখা হয়েছে ৷ তবে পুণ্যার্থীরা করোনা বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন ৷
গত 10 এপ্রিল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ নির্দেশিকায় গাজন উৎসব উপলক্ষে আগামী 15 এপ্রিল পযন্ত মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার কথা বলা হয়েছিল । তবে সংক্রমণ বাড়তে থাকায় পদক্ষেপ নিতে দেরী করেনি মন্দির কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার থেকে গর্ভগৃহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ । যদিও মন্দির খোলা থাকবে ৷ তবে মন্দির খোলা থাকলেও সরকারি নিয়ম মেনে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা ।
আরও পড়ুন : কেমন দেখতে হবে অযোধ্যার রাম মন্দির?
গর্ভগৃহে জল ঢালতে না পারলেও চোঁয়ার মধ্যে জল ঢালতে পারবেন ভক্তরা । আগামী দিনে করোনা সংক্রমণের হার দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্দিরের মহন্ত মহারাজ ।