তারকেশ্বর, 18 মে : বেশ কিছুদিন ধরেই তারকেশ্বরের ভীমপুরে একটি সরকারি আবাসনকে সেফ হোম হিসাবে প্রস্তুত করা হচ্ছিল ৷ কিন্তু পর্যাপ্ত সাফাই কর্মীর অভাবে তা চালু করা সম্ভব হয়নি ৷ অবশেষে পরিচর্যা কর্মী নিয়োগ করে চালু করা হল তিরিশটি শয্যাবিশিষ্ট এই সেফ হোমটি। এদিন সেফ হোমের উদ্বোধন করেন ব্লক স্বাস্থ্য অধিকারিক তাপসকুমার দাস এবং তারাকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহরায় ৷
রাজ্যে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ পাশাপাশি হুগলির অবস্থাও আশঙ্কাজনক ৷ পাল্লা দিয়ে নিত্যদিন বাড়ছে সংক্রামিতের সংখ্যা ৷ এই পরিস্থিতিতে পূণ্যর্থীদের জন্যও বন্ধ রাখা হয়েছে তারকেশ্বর মন্দির ৷ পৌরসভা অঞ্চলগুলির সঙ্গে পঞ্চায়েত এলাকাগুলিতেও বাড়ছে সংক্রমণ ৷ তাই তড়িঘড়ি তারকেশ্বরে সেফ হোম চালু করার সিদ্ধান্ত নিল তারকেশ্বর পৌরসভা ৷
এপ্রসঙ্গে জেলার সহকারি স্বাস্থ্য আধিকারিক মহুয়া মহন্ত জানান, সমস্ত কোভিড প্রটোকল মেনে এই সেফ হোম প্রস্তুত করা হয়েছে ৷ এখানে অক্সিজেনেরও ব্যবস্থা রাখা হয়েছে। তবে রোগীদের অবস্থা গুরতর হলে কোভিড হাসপাতালে রেফার করা হবে।
তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় বলেন, "এলাকায় দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্ত পরিবারকে সহযোগিতা করার জন্য এই সেফ হোম চালু করা হল ৷ সকলকে সঙ্গে নিয়েই এই প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। "
আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের