ডানকুনি, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জমায়েত । আর সেই জমায়েতেই এক যুবককে মারধর করল বিক্ষোভকারীরা । আক্রান্তের নাম মুস্তাফা । তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও । শুধু তাই নয়, জমায়েতে শেষে ভাঙচুর করা হয় BJP-র দলীয় কার্যালয়ে । তারপর জিনিসপত্রে লাগিয়ে দেওয়া হয় আগুন । ঘটনায় জখম হন দুই BJP কর্মী । ডানকুনি হাউজ়িং মোড়ের ঘটনা ।
CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে জারি অশান্তি । আজও বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে । ডানকুনির হাউজ়িং মোড়েও NRC ও CAA-র প্রতিবাদে জমায়েত ডাকা হয় ৷ জমায়েত চলাকালীন সেখানে ঢুকে পড়েন মুস্তাফা । পুলিশ সূত্রে খবর, মুস্তাফা RSS করে বলে জমায়েতে রটে যায় । আর তখনই জমায়েতে অংশগ্রহণকারীরা তাঁর উপর চড়াও হয় । মারধর শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । তারা ওই যুবককে উদ্ধার করতে গেলে বিক্ষোভকারীরা তাদের উপরও চড়াও হয় । আক্রান্ত হন পুলিশকর্মীরাও ।
অন্যদিকে জনসভা শেষে ডানকুনি রেল ওভার ব্রিজের নিচে BJP-র দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় । পরে কার্যালয়ের জিনিসপত্রে লাগিয়ে দেওয়া হয় আগুন । জখম হয় দুই BJP কর্মী ।