ETV Bharat / state

ডানকুনিতে BJP কার্যালয়ে আগুন, যুবককে উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ - ডানকুনিতে RSS যুবককে মার

NRC ও CAA-র প্রতিবাদে জমায়েত ৷ সেই জমায়েত থেকে BJP-র কার্যালয়ে ভাঙচুর চালানো হল । মারধরে জখম হলেন তিনজন ।

BJP
কার্যালয়ে আগুন
author img

By

Published : Dec 15, 2019, 7:46 PM IST

ডানকুনি, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জমায়েত । আর সেই জমায়েতেই এক যুবককে মারধর করল বিক্ষোভকারীরা । আক্রান্তের নাম মুস্তাফা । তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও । শুধু তাই নয়, জমায়েতে শেষে ভাঙচুর করা হয় BJP-র দলীয় কার্যালয়ে । তারপর জিনিসপত্রে লাগিয়ে দেওয়া হয় আগুন । ঘটনায় জখম হন দুই BJP কর্মী । ডানকুনি হাউজ়িং মোড়ের ঘটনা ।

CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে জারি অশান্তি । আজও বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে । ডানকুনির হাউজ়িং মোড়েও NRC ও CAA-র প্রতিবাদে জমায়েত ডাকা হয় ৷ জমায়েত চলাকালীন সেখানে ঢুকে পড়েন মুস্তাফা । পুলিশ সূত্রে খবর, মুস্তাফা RSS করে বলে জমায়েতে রটে যায় । আর তখনই জমায়েতে অংশগ্রহণকারীরা তাঁর উপর চড়াও হয় । মারধর শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । তারা ওই যুবককে উদ্ধার করতে গেলে বিক্ষোভকারীরা তাদের উপরও চড়াও হয় । আক্রান্ত হন পুলিশকর্মীরাও ।

অন্যদিকে জনসভা শেষে ডানকুনি রেল ওভার ব্রিজের নিচে BJP-র দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় । পরে কার্যালয়ের জিনিসপত্রে লাগিয়ে দেওয়া হয় আগুন । জখম হয় দুই BJP কর্মী ।

ডানকুনি, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জমায়েত । আর সেই জমায়েতেই এক যুবককে মারধর করল বিক্ষোভকারীরা । আক্রান্তের নাম মুস্তাফা । তাঁকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও । শুধু তাই নয়, জমায়েতে শেষে ভাঙচুর করা হয় BJP-র দলীয় কার্যালয়ে । তারপর জিনিসপত্রে লাগিয়ে দেওয়া হয় আগুন । ঘটনায় জখম হন দুই BJP কর্মী । ডানকুনি হাউজ়িং মোড়ের ঘটনা ।

CAA ও NRC-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে জারি অশান্তি । আজও বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে । ডানকুনির হাউজ়িং মোড়েও NRC ও CAA-র প্রতিবাদে জমায়েত ডাকা হয় ৷ জমায়েত চলাকালীন সেখানে ঢুকে পড়েন মুস্তাফা । পুলিশ সূত্রে খবর, মুস্তাফা RSS করে বলে জমায়েতে রটে যায় । আর তখনই জমায়েতে অংশগ্রহণকারীরা তাঁর উপর চড়াও হয় । মারধর শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । তারা ওই যুবককে উদ্ধার করতে গেলে বিক্ষোভকারীরা তাদের উপরও চড়াও হয় । আক্রান্ত হন পুলিশকর্মীরাও ।

অন্যদিকে জনসভা শেষে ডানকুনি রেল ওভার ব্রিজের নিচে BJP-র দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয় । পরে কার্যালয়ের জিনিসপত্রে লাগিয়ে দেওয়া হয় আগুন । জখম হয় দুই BJP কর্মী ।

Intro:Body:ডানকুনিতে এন আর সি এবং সি এ এ বিরোধী জমায়েতে এক যুবক কে মারধোর, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ।সভা শেষে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে লাগা নো হয় আগুন ।আহত হয় দলীয় কার্যালয়ে থাকা দুই বিজেপি কর্মী।
হুগলীর ফুরফুরার আব্বাস সিদ্দিকির ডাকে ডানকুনি হাউসিং মোরে কেন্দ্রীয় নগরিকত্ত্ব সংশোধনী আইন এবং এন আর সির বিরোধীতায় জমায়েতে হয় সাধারণ মানুষ। সেখানে সভা চলাকালীন ঢুকে পড়ে এক যুবক ।
তাকে মারধোর ধরের অভিযোগ পেয়ে পুলিশ উদ্ধারের গেলে পুলিশের উপর হামলা করে জমায়েত কারীরা।যদিও ওই যুবক কে উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকর জন সভা শেষে হতেই বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনায় উত্তপ্ত হয়ে ডানকুনি।
ডানকুনি রেল ওভার ব্রীজের নীচে বিজেপির দলীয় কার্যালয় প্রথমে ভাঙচুর করা হয় পরে আগুন লাগিয়ে দেওয়া হয়।
আগুন লাগানোর ঘটনায় আহত দুই বিজেপি কর্মী।

wb_hgl_01_dankuni_police bjp attack_copi_10007Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.