চুঁচুড়া, 24 সেপ্টেম্বর : বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলাদের মারধরের অভিযোগ উঠল RSS-র বিরুদ্ধে ৷ চুঁচুড়ার আয়মাডাঙা ধরমপুরের ঘটনা ৷ যদিও এই ঘটনার সঙ্গে RSS জড়িত নয় বলেই জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব ৷
অভিযোগ, ধরমপুরের ষষ্ঠীতলায় একটি বাড়িতে কয়েকজন মহিলা নাকি যিশুর ভজনা করছিলেন ৷ তখনই জয়শ্রীরাম ধ্বনি দিয়ে হামলা চালায় মদ্যপ একদল যুবক ৷ এই ঘটনার প্রতিবাদে চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়ে শাস্তির দাবি করেন আক্রান্ত মহিলারা ৷ আক্রান্ত এক মহিলা জানান, প্রায় 50 জন তিলকধারী মদ্যপ যুবক হঠাৎ করেই তাঁদের উপর চড়াও হন ৷ অভিযুক্তরা নিজেদের RSS-র সদস্য বলে দাবি করে ৷ কেন তাঁরা যিশুর ভজনা করছেন এই অভিযোগ তুলে তাঁদের মারধরও করা হয় ৷ যদিও আক্রান্ত মহিলার দাবি, মানসিক শান্তির জন্যই তাঁরা যিশুর উপাসনা করেন ৷ তাঁরা ব্যক্তিগতভাবে হিন্দু ৷ ধর্ম বদলাননি ৷ কেউ গির্জাতেও যান না৷
RSS-র হুগলি জেলা সভাপতি সুবীর নাগ বলেন, "দলগতভাবে এটির বিরোধিতা করছি ৷ একাজ দলের সঙ্গে যুক্ত ছেলেরা করতে পারে না ৷ তবে এক্ষেত্রে দেখতে হবে কোনও কিছুর প্রলোভনে ধর্ম বদলের বিষয়টি জড়িত কিনা ৷"