ETV Bharat / state

মহিলাদের মারধরের অভিযোগ RSS-র বিরুদ্ধে

বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলাদের মারধরের অভিযোগ উঠল RSS-র বিরুদ্ধে ৷ চুঁচুড়ার আয়মাডাঙা ধরমপুরের ঘটনা ৷

author img

By

Published : Sep 24, 2019, 5:34 AM IST

থানায় বিক্ষোভ আক্রান্ত মহিলাদের

চুঁচুড়া, 24 সেপ্টেম্বর : বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলাদের মারধরের অভিযোগ উঠল RSS-র বিরুদ্ধে ৷ চুঁচুড়ার আয়মাডাঙা ধরমপুরের ঘটনা ৷ যদিও এই ঘটনার সঙ্গে RSS জড়িত নয় বলেই জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব ৷

অভিযোগ, ধরমপুরের ষষ্ঠীতলায় একটি বাড়িতে কয়েকজন মহিলা নাকি যিশুর ভজনা করছিলেন ৷ তখনই জয়শ্রীরাম ধ্বনি দিয়ে হামলা চালায় মদ্যপ একদল যুবক ৷ এই ঘটনার প্রতিবাদে চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়ে শাস্তির দাবি করেন আক্রান্ত মহিলারা ৷ আক্রান্ত এক মহিলা জানান, প্রায় 50 জন তিলকধারী মদ্যপ যুবক হঠাৎ করেই তাঁদের উপর চড়াও হন ৷ অভিযুক্তরা নিজেদের RSS-র সদস্য বলে দাবি করে ৷ কেন তাঁরা যিশুর ভজনা করছেন এই অভিযোগ তুলে তাঁদের মারধরও করা হয় ৷ যদিও আক্রান্ত মহিলার দাবি, মানসিক শান্তির জন্যই তাঁরা যিশুর উপাসনা করেন ৷ তাঁরা ব্যক্তিগতভাবে হিন্দু ৷ ধর্ম বদলাননি ৷ কেউ গির্জাতেও যান না৷

RSS-র হুগলি জেলা সভাপতি সুবীর নাগ বলেন, "দলগতভাবে এটির বিরোধিতা করছি ৷ একাজ দলের সঙ্গে যুক্ত ছেলেরা করতে পারে না ৷ তবে এক্ষেত্রে দেখতে হবে কোনও কিছুর প্রলোভনে ধর্ম বদলের বিষয়টি জড়িত কিনা ৷"

চুঁচুড়া, 24 সেপ্টেম্বর : বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলাদের মারধরের অভিযোগ উঠল RSS-র বিরুদ্ধে ৷ চুঁচুড়ার আয়মাডাঙা ধরমপুরের ঘটনা ৷ যদিও এই ঘটনার সঙ্গে RSS জড়িত নয় বলেই জানিয়েছেন সংগঠনের জেলা নেতৃত্ব ৷

অভিযোগ, ধরমপুরের ষষ্ঠীতলায় একটি বাড়িতে কয়েকজন মহিলা নাকি যিশুর ভজনা করছিলেন ৷ তখনই জয়শ্রীরাম ধ্বনি দিয়ে হামলা চালায় মদ্যপ একদল যুবক ৷ এই ঘটনার প্রতিবাদে চুঁচুড়া থানায় অভিযোগ জানিয়ে শাস্তির দাবি করেন আক্রান্ত মহিলারা ৷ আক্রান্ত এক মহিলা জানান, প্রায় 50 জন তিলকধারী মদ্যপ যুবক হঠাৎ করেই তাঁদের উপর চড়াও হন ৷ অভিযুক্তরা নিজেদের RSS-র সদস্য বলে দাবি করে ৷ কেন তাঁরা যিশুর ভজনা করছেন এই অভিযোগ তুলে তাঁদের মারধরও করা হয় ৷ যদিও আক্রান্ত মহিলার দাবি, মানসিক শান্তির জন্যই তাঁরা যিশুর উপাসনা করেন ৷ তাঁরা ব্যক্তিগতভাবে হিন্দু ৷ ধর্ম বদলাননি ৷ কেউ গির্জাতেও যান না৷

RSS-র হুগলি জেলা সভাপতি সুবীর নাগ বলেন, "দলগতভাবে এটির বিরোধিতা করছি ৷ একাজ দলের সঙ্গে যুক্ত ছেলেরা করতে পারে না ৷ তবে এক্ষেত্রে দেখতে হবে কোনও কিছুর প্রলোভনে ধর্ম বদলের বিষয়টি জড়িত কিনা ৷"

Intro:যীশুর আরাধনা করায় বাড়িতে হামলা, হুমকি মারধর।অভিযোগ RSS এর বিরুদ্ধে।বাড়ি ভাঙচুর করে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের মহিলাদের।চুঁচুড়া আয়মা ডাঙা ধরমপুরের ষষ্ঠীতলায় যীশুর নাম গান,ভজনা করছিলেন কিছু মহিলা।তাদের মতে পরমেশ্বরের আরাধনা করে শরীর ও মনের শান্তি জন্যই সকলে স্বইচ্ছায় জড়ো হয়েছিল।তাতে জয়শ্রী রাম ধ্বনি দিয়ে হামলা চালায় মদ্যপ এক দল যুবক।মহিলাদের উপর হামলা চালায়।তার প্রতিবাদে চুঁচুড়া থানায় অভিযোগ জানায়।শাস্তির দাবি করে মহিলারা।অবশ্য এর সঙ্গে RRS জড়িত নয় বলে দাবি করেছেন হুগলির জেলা সভাপতি সুবীর নাগ।তার বক্তব্য যে যার ধর্ম পালন করবে।তাতে বাঁধা নেই।কোনো ধর্মকেই আঘাত করতে বলে না সংঘ,তবে ধর্মান্তকরন হলে প্রতিবাদ হবে।
গোটা পঞ্চাশ জন তিলক পড়া জয় শ্রীরাম ধ্বনী দিয়ে তাদের উপর চরাও হয়ে মারধর করে বলে অভিযোগ।অভিযুক্তরা RSS এর লোক বলে দাবী আক্রান্তদের।কেন যীশুর নাম নিয়ে ভবন করা হচ্ছে তা জানতে চান আগন্তুকরা।প্রলোভন দেখিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে বলে অভিযোগ করে তারা।আক্রান্তদের মধ্যে বেশিরভাগই মহিলা।তাদের দাবী তারা সকলেই হিন্দু।যীশু ভজনা করে তাদের মানসিক শান্তি মেলে।অনেকের অসুস্থতা দূর হয়েছে।তাই তারা ভজনা করেন।তারা কেউ ধর্মান্তরিত হননি।কেউ চার্চেও যান না।বিভিন্ন জায়গায় ৪০ টি এরকম ভবন আছে।RSS তাতেই আপত্তি বলে অভিযোগ।
বিজেপি হুগলি জেলা সভাপতি সুবীর নাগ ধর্মান্তরিত হলে যদি প্রতিবাদ হয় তাহলে আমার কিছু বলার নেই কোন কিছুর বিনিময়ে যদি এই ধর্ম দেখে খ্রিস্টধর্মে বদল করেন সেটা অন্যায়। তবে হিন্দু হলে পুজো অর্চনা করবেন। তাহলে যীশুর উপাসনা করবেন কেন। নিজও নিজও ধর্ম পালনে আমাদের বা সংঘের কোন আপত্তি নেই।তারা চার্চে গিয়ে যীশুর উপাসনা করবেন।এখানে অন্য কিছু হয় কিনা তা দেখতে হবে।যদি ধর্মান্তকরনের বিষয় থাকে।Body:WB_HGL_CHUCHURA RSS ATTACK_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.