ETV Bharat / state

পথ দুর্ঘটনায় মৃত্যু হুগলির বাইক রাইডারের - hooghly

দার্জিলিং যাওয়ার সময় নিজের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । আর তার জেরেই মৃত্যু হল বাইক রাইডারের । নাম কৌশিক মল্লিক ।

biker's death
হুগলির বাইক রাইডার কৌশিক
author img

By

Published : Jan 16, 2020, 4:49 AM IST

হুগলি ও রায়গঞ্জ, 16 জানুয়ারি : বাইক চালিয়ে ভ্রমণ করাই নেশা । সেই নেশার কারণেই প্রত্যেকবারের মতো বাইক নিয়েই বেরিয়েছিলেন দার্জিলিঙের উদ্দেশে । রায়গঞ্জে পৌঁছাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর । নাম কৌশিক মল্লিক(40) ।

হুগলির কোন্নগরের বাসিন্দা কৌশিক বাইক রাইডার । বাইক চালিয়েই বিভিন্ন জায়গায় ভ্রমণে যান । তাঁর এই ভ্রমণে সঙ্গী হয় চার বন্ধু । এবারের গন্তব্য ছিল দার্জিলিং । প্রত্যেকবারের মতো এবারও বাইক নিয়েই বেরিয়েছিলেন নিজের গন্তব্যের উদ্দেশে । কিন্তু রায়গঞ্জ পৌঁছোতেই তাঁর বুলেট বাইকটি নিয়ন্ত্রণ হারায় । ধাক্কা মারে একটি ট্রাকে । আহত অবস্থায় বন্ধুরা স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় । পরে অবস্থার অবনতি হলে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখানেই মৃত্যু হয় তাঁর ।

বাড়ির ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার । কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়-পরিজনরা । আজ কোন্নগরে কৌশিকের মৃতদেহ আনা হবে ।

হুগলি ও রায়গঞ্জ, 16 জানুয়ারি : বাইক চালিয়ে ভ্রমণ করাই নেশা । সেই নেশার কারণেই প্রত্যেকবারের মতো বাইক নিয়েই বেরিয়েছিলেন দার্জিলিঙের উদ্দেশে । রায়গঞ্জে পৌঁছাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর । নাম কৌশিক মল্লিক(40) ।

হুগলির কোন্নগরের বাসিন্দা কৌশিক বাইক রাইডার । বাইক চালিয়েই বিভিন্ন জায়গায় ভ্রমণে যান । তাঁর এই ভ্রমণে সঙ্গী হয় চার বন্ধু । এবারের গন্তব্য ছিল দার্জিলিং । প্রত্যেকবারের মতো এবারও বাইক নিয়েই বেরিয়েছিলেন নিজের গন্তব্যের উদ্দেশে । কিন্তু রায়গঞ্জ পৌঁছোতেই তাঁর বুলেট বাইকটি নিয়ন্ত্রণ হারায় । ধাক্কা মারে একটি ট্রাকে । আহত অবস্থায় বন্ধুরা স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় । পরে অবস্থার অবনতি হলে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখানেই মৃত্যু হয় তাঁর ।

বাড়ির ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার । কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়-পরিজনরা । আজ কোন্নগরে কৌশিকের মৃতদেহ আনা হবে ।

Intro:রায়গঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক রাইডারের।নাম কৌশিক মল্লিক।তার বাড়ি হুগলির কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ে। দার্জিলিং যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক রাইডারের।শোকের ছায়া নেমে আসে কোন্নগরে।প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বাইক রাইডিং এর জন্য মঙ্গলবার ভোরে বাড়ি থেকে যায় একটি টিম। পাঁচ বন্ধু মিলে বাইক নিয়ে যায় দার্জিলিং ভ্রমণে।কৌশিকের বাকি চার বন্ধু শ্যামবাজার এলাকার।দার্জিলিং যাওয়ার পথেই রায়গঞ্জ এলাকায় দূর্ঘটনার কবলে পরে সে। একটি ট্রাকের পেছনে বুলেট ধাক্কা মারে কৌশিকের ।তাঁর বন্ধুরা প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যায়,অবস্থার অবনতি হলে হলে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু ঘটে কৌশিকের।মাঝে মধ্যেই নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যেতো কৌশিক।আগামী কাল তার মৃতদেহ আনা হবে কোন্নগড়ের বাড়িতে।আকস্মিক এই মৃত্যুতে শোকাহত পরিবার ও বন্ধু বান্ধব।Body:WB_HGL_KONNGAR BIKER ACCIDENT_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.