হুগলি ও রায়গঞ্জ, 16 জানুয়ারি : বাইক চালিয়ে ভ্রমণ করাই নেশা । সেই নেশার কারণেই প্রত্যেকবারের মতো বাইক নিয়েই বেরিয়েছিলেন দার্জিলিঙের উদ্দেশে । রায়গঞ্জে পৌঁছাতেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর । নাম কৌশিক মল্লিক(40) ।
হুগলির কোন্নগরের বাসিন্দা কৌশিক বাইক রাইডার । বাইক চালিয়েই বিভিন্ন জায়গায় ভ্রমণে যান । তাঁর এই ভ্রমণে সঙ্গী হয় চার বন্ধু । এবারের গন্তব্য ছিল দার্জিলিং । প্রত্যেকবারের মতো এবারও বাইক নিয়েই বেরিয়েছিলেন নিজের গন্তব্যের উদ্দেশে । কিন্তু রায়গঞ্জ পৌঁছোতেই তাঁর বুলেট বাইকটি নিয়ন্ত্রণ হারায় । ধাক্কা মারে একটি ট্রাকে । আহত অবস্থায় বন্ধুরা স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায় । পরে অবস্থার অবনতি হলে তাঁকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখানেই মৃত্যু হয় তাঁর ।
বাড়ির ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার । কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়-পরিজনরা । আজ কোন্নগরে কৌশিকের মৃতদেহ আনা হবে ।