সিঙ্গুর, 14 মে:রাজ্যে ক্রমেই বাড়ছে দুর্ঘটনা । এবার আরও একটি দুর্ঘটনার ঘটনা ঘটল হুগলির সিঙ্গুরে। ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। আহত আরও একজন। ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের বিশেষ দল। ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের দু'জনের। মৃতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুন:আক্রান্তদের পরিবারের জন্য বিনামূল্যে খাবার আরামবাগ পৌরসভা
চারচাকা ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন যুবকের। ঘটনায় আহত আরও ১ জন। তাঁকে গুরুতর অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম প্রদীপ মন্ডল(35), বিকাশ সিং(30) ও সন্তু দত্ত(36)। মৃত ও আহতদের বাড়ি লিলুয়া থানার পঞ্চাননতলা এলাকায়। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের খাসের ভেঁড়ি এলাকায় ২নং জাতীয় সড়কের উপর। সিঙ্গুর থানার পুলিশ মৃত ও আহতদের উদ্ধার করে চুঁচুড়ায় হাসপাতালে পাঠায়।তবে হঠাৎ কী কারণে ধাক্কা মারল তার কারণ তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান গাড়ির গতিবেগ বেশি থাকায় এই দুর্ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি প্রাইভেট গাড়ি করে লিলুয়ার চার যুবক জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। গাড়ির গতি বেশি থাকায় ছিন্ন-বিচ্ছিন্ন, দুমড়ে ও মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। পুলিশ আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ৩জনকে মৃত বলে ঘোষণা করে।