ETV Bharat / state

55 বেড বিশিষ্ট সেফ হোম ও অক্সিজেন পার্লার রিষড়া সেবা সদনে - হুগলি জেলা প্রশাসন

রিষড়া পৌরসভা ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা রিষড়া সেবা সদনকে 50 বেডের সেফ হোম করা হয়েছে । সেই সঙ্গে করোনা রোগীদের শ্বাসকষ্টের সমস্যা হলে তার জন্য 5টি অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে ।

Rishra Seva Sadan turn into a 55-bed Save Home and Oxygen Parlor
55 বেড বিশিষ্ট সেভ হোম ও অক্সিজেন পার্লার রিষড়া সেবা সদনে
author img

By

Published : May 7, 2021, 4:51 PM IST

রিষড়া, 7 মে : করোনা রোগীদের জন্য নতুন সেফ হোম ও অক্সিজেন পার্লারের ব্যবস্থা করল হুগলি জেলা প্রশাসন । দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল রিষড়া সেবা সদন । করোনার ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেফ হোম হিসেবে ব্যবহার করা হল সেবা সদনটি ৷ এখানে পুরুষদের জন্য 25টি, মহিলাদের জন্য 25টি ও 5টি অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে ৷ রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের 24 ঘণ্টা পরিষেবা ৷

জেলায় যে হারে করোনা বাড়ছে তাতে আরও বেশি করে সেফ হোম ও হাসপাতালের প্রয়োজন । তাই রিষড়া পৌরসভা ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা রিষড়া সেবা সদনকে 50 বেডের দিয়ে সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে । সেই সঙ্গে করোনা রোগীদের শ্বাসকষ্টের সমস্যা হলে তার জন্য 5টি অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে । এতে রিষড়া মানুষেরই নয়, বিভিন্ন ব্লকের মানুষের সুবিধা হবে । ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী এখানে আরও 50টি বেডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন ।

এক করোনা আক্রান্ত রোগী স্বর্ণালী পাল বলেন, "ডানকুনিতে আমার বাড়ি । পরিবারের লোকজন যাতে সংক্রমিত না হয়ে যান সেই কারণেই সেফ হোমে আসা । এখানে চিকিৎসকরা আছেন, নার্সরা আছেন, সিকিউরিটি রয়েছে, পরিষেবাও ভালো । দিন দিন করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আরও সেফ হোমের প্রয়োজন রয়েছে ।’’

আরও পড়ুন : করোনায় অসম্ভব শ্বাসকষ্ট, দরজা ভেঙেও বাঁচানো গেল না বৃদ্ধাকে

রিষড়া 23 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী বলেন, "রিষড়া সেবা সদন বহুদিন যাবত বন্ধ ছিল । মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেফ হোম তৈরি করেছি । 25 জন পুরুষ ও 25 জন মহিলা যাতে চিকিৎসা পান তার জন্যই এই ব্যবস্থা । পাশে পাঁচটি বেডের অক্সিজেন পার্লার তৈরি করেছি । যদি কোনও মানুষের অক্সিজেন লেভেল কমে যায় কিন্তু তার রিপোর্ট আসতে দেরি হচ্ছে । সেই মুহূর্তে যাতে তাঁকে অক্সিজেন দিয়ে ঠিক করা যায়, তার জন্যই এই ব্যবস্থা । এখানে ডাক্তার-নার্স 24 ঘণ্টা রয়েছেন । জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি দেখছে ।"

রিষড়া, 7 মে : করোনা রোগীদের জন্য নতুন সেফ হোম ও অক্সিজেন পার্লারের ব্যবস্থা করল হুগলি জেলা প্রশাসন । দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল রিষড়া সেবা সদন । করোনার ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেফ হোম হিসেবে ব্যবহার করা হল সেবা সদনটি ৷ এখানে পুরুষদের জন্য 25টি, মহিলাদের জন্য 25টি ও 5টি অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে ৷ রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের 24 ঘণ্টা পরিষেবা ৷

জেলায় যে হারে করোনা বাড়ছে তাতে আরও বেশি করে সেফ হোম ও হাসপাতালের প্রয়োজন । তাই রিষড়া পৌরসভা ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা রিষড়া সেবা সদনকে 50 বেডের দিয়ে সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে । সেই সঙ্গে করোনা রোগীদের শ্বাসকষ্টের সমস্যা হলে তার জন্য 5টি অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে । এতে রিষড়া মানুষেরই নয়, বিভিন্ন ব্লকের মানুষের সুবিধা হবে । ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী এখানে আরও 50টি বেডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে প্রশাসন ।

এক করোনা আক্রান্ত রোগী স্বর্ণালী পাল বলেন, "ডানকুনিতে আমার বাড়ি । পরিবারের লোকজন যাতে সংক্রমিত না হয়ে যান সেই কারণেই সেফ হোমে আসা । এখানে চিকিৎসকরা আছেন, নার্সরা আছেন, সিকিউরিটি রয়েছে, পরিষেবাও ভালো । দিন দিন করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে আরও সেফ হোমের প্রয়োজন রয়েছে ।’’

আরও পড়ুন : করোনায় অসম্ভব শ্বাসকষ্ট, দরজা ভেঙেও বাঁচানো গেল না বৃদ্ধাকে

রিষড়া 23 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী বলেন, "রিষড়া সেবা সদন বহুদিন যাবত বন্ধ ছিল । মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেফ হোম তৈরি করেছি । 25 জন পুরুষ ও 25 জন মহিলা যাতে চিকিৎসা পান তার জন্যই এই ব্যবস্থা । পাশে পাঁচটি বেডের অক্সিজেন পার্লার তৈরি করেছি । যদি কোনও মানুষের অক্সিজেন লেভেল কমে যায় কিন্তু তার রিপোর্ট আসতে দেরি হচ্ছে । সেই মুহূর্তে যাতে তাঁকে অক্সিজেন দিয়ে ঠিক করা যায়, তার জন্যই এই ব্যবস্থা । এখানে ডাক্তার-নার্স 24 ঘণ্টা রয়েছেন । জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি দেখছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.