হরিপাল, 16 জুন : খাবারের সঙ্গে বিষ মিশিয়ে চারটি কুকুরকে হত্যার অভিযোগ । এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন হরিপালের বন্দীপুর এলাকার বাসিন্দারা । গত রবিবার হরিপালের বন্দীপুর এলাকায় চার পথ কুকুরের দেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা । এরপর তাঁঁরা বিক্ষোভে ফেটে পড়েন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিপাল থানার পুলিশ । যান এলাকার পঞ্চায়েত উপপ্রধানও ।
গ্রামবাসীদের অভিযোগ, কেউ বা কারা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলিকে হত্যা করেছে । গতকাল এবিষয়ে এলাকার বাসিন্দারা হরিপাল থানায় একটি লিখিত অভিযোগ করেন । আজ আবার দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা । "বিষ নয় বিস্কুট চাই “, ”সারমেয়দের হত্যার বিচার চাই ", এই দাবিতে আজ এলাকায় পোস্টার দেন স্থানীয় পশুপ্রেমী ও এলাকার বাসিন্দারা ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লকডাউন চলাকালীন এলাকার কুকুরদের নিয়মিত খাওয়ানো হত । রবিবার বন্দীপুর এলাকায় চারটি কুকুরের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ । এর আগে এলাকায় এরকম ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন তাঁরা ।
পঞ্চায়েত ও পুলিশ প্রশাসনের নির্দেশে সোমবার রাতে কুকুরগুলোর দেহ কবর দেওয়ার ব্যবস্থা করা হয়। বন্দীপুর পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ চন্দ্র গায়েন ঘটনার নিন্দা করে বলেন, "কয়েকটা কুকুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে । খবর পেয়ে আমি বন্দীপুরে গেছিলাম । গ্ৰামবাসীরা লিখিত অভিযোগ জানালে বিষয়টা খতিয়ে দেখা হবে ।"