তারকেশ্বর, 12 মে : পুনর্নির্বাচন চলছে আরামবাগ লোকসভা কেন্দ্রের তারকেশ্বরের নস্করপুর 110 নম্বর বুথে । এক ভাইরাল ভিডিয়োতে দেখা গেছিল বৃদ্ধাকে বুথে নিয়ে গিয়ে তাঁর হয়ে ভোট দিচ্ছেন এক ব্যক্তি । 6 মে পঞ্চম দফার ভোটগ্রহণের সময় ঘটনাটি ঘটে । অভিযুক্ত মহারাজ নাগ নামে ওই ব্যক্তি তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি ।
সংবাদ মাধ্যমে সেই ছবি তুলে ধরা হলে বুথের প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল ।
তার জেরে জেলা প্রশাসনের তরফে তারকেশ্বরের নস্করপুরের 110 নম্বর বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে । সেই মতো আজ নির্ধারিত সময়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে ।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যায় তারকেশ্বর ব্লকের ছাত্র নেতা মহারাজ নাগ বেশ কয়েক জনের হয়ে নিজেই ভোট দিচ্ছেন । পাশাপাশি বুথের বাইরে এক নম্বর সুইচ টিপে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দারকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করছেন ।