ETV Bharat / state

BJP ক্ষমতায় এলে কুকুরেরও এক ফোঁটা রক্ত ঝরতে দেব না : জয় - hooghly

গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় BJP জড়িত নেই । যদি BJP-র কোনও নেতা জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল ৷ বললেন BJP-নেতা জয় ব্যানার্জি ৷

BJP-নেতা জয় ব্যানার্জি
author img

By

Published : Jul 24, 2019, 11:22 AM IST

Updated : Jul 24, 2019, 1:41 PM IST

গুড়াপ, 24 জুলাই : BJP কোনওরকম সন্ত্রাসের সঙ্গে জড়িত হতে পারে না ৷ কারণ বিধায়ক হোক বা বড় কোনও নেতার ছেলে, BJP-র কেউ হিংসা বা অশান্তিকে প্রশয় দিলে দলের পক্ষ থেকে তাঁকে রেয়াত করা হয় না ৷ প্রমাণ আকাশ বিজয়বর্গীয়কে সাসপেন্ড ৷ রাজ্যে ক্ষমতায় এলে মানুষ কেন কুকুরের রক্তও ঝরতে দেবে না ৷ গতকাল হুগলির গুড়াপের চন্দ্রকান্ত কুমারের বাড়িতে গিয়ে এই মন্তব্য করেন BJP নেতা জয় ব্যানার্জি ।

ভিডিয়োয় দেখুন

ISRO-র চন্দ্রযান-2-এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর চন্দ্রকান্ত কুমারের বাবা ও মা-র সঙ্গে কথা বলেন জয়বাবু ৷ পরে গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা প্রসঙ্গে বলেন, এর সঙ্গে BJP জড়িত নেই । যদি BJP-র কোনও নেতা জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল ৷ তিনি বলেন, "আমি নরেন্দ্র মোদিকে আমার রামকৃষ্ণ ভেবে দলে এসেছি ৷ উনি রক্ত, দুর্নীতি, সন্ত্রাস-কে প্রশ্রয় দেন না । উনি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়কেও রেয়াত করেননি ৷ কর্পোরেশনের লোকেদের মারতে গিয়েছিলেন, তাঁকে কিন্তু পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে । গোপন রিপোর্টে দেখা গেছে ভাটপাড়া, কাঁকিনাড়া অশান্তির জন্য উত্তর 24 পরগনার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান BJP সাংসদেরও একটু দোষ আছে ৷ তাঁকেও রেয়াত করা হয়নি । বাড়িতে ডেকে ধমকানো হয়েছে । BJP কোনও ভাবে সন্ত্রাসে জড়িত হতে পারে না ।

বাংলার মানুষ রক্ত চায় না, বাংলার মানুষ বোমা চায় না । আমরা যেদিন পুরোপুরি সরকারে আসব মানুষ কেন কুকুরের ও এক ফোঁটা রক্ত ঝরতে দেব না । বোনেদের ধর্ষণ তো দূরের কথা আঁচল ধরে টানলে হাত কেটে নেব । আমাদের কাছে শান্তিই মূল লক্ষ্য কেন না বাংলার মানুষ বহুদিন শান্তি দেখেনি ৷ "

21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিক্ষোভরত প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে বলেছিলেন রাজ্যের বেতন পরিকাঠামোয় না পোষালে তাঁরা কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দিতে পারেন ৷ অন্যদিকে গতকাল তিনি সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের বেতন বাড়ানোর ৷ এবিষয়ে জয়বাবুর বক্তব্য, প্রাথমিক শিক্ষার ভিত তৈরি করেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা । তাঁদের প্রতি অন্যায় হচ্ছে ৷ কারণ MLA-দের বেতন বাড়ছে । পঞ্চায়েত প্রতিনিধিদের বেতন বাড়ছে । কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে বাড়ছে না ৷ বিষয়টা যেহেতু পুরোটাই রাজ্যের এক্তিয়ারে তাই তাঁরা সাজেশন দিতে পারেন বা অনুরোধ করতে পারেন ৷ এর বেশি কিছু করা তাঁদের পক্ষে সম্ভব নয় ৷

চলচ্চিত্র জগতের অনেকেই BJP-তে যোগ দিয়েছেন ৷ এবিষয়ে জয়বাবু জানান, টালিগঞ্জে একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল ৷ তিনি নিজে 2014 সাল থেকে বিতাড়িত । তিনি একজন অভিনেতা তাই অভিনয় থেকে দূরে সরে থাকাটা তাঁর কাছে কষ্টের ছিল ৷ কিন্তু কয়েকজন শিল্পীরা ছিলেন যাঁদের অর্থিক অবস্থা খারাপ ছিল ৷ তাই তাঁরা বাধ্য হয়ে সব সহ্য করে মুখ বুজে কাজ করছিলেন ৷ তাঁরাই এখন বেরিয়ে এসে BJP-তে যোগ দিচ্ছেন ৷ কারণ BJP নির্বাচনে রাজ্যে 18টি আসনে জয়ী হওয়ায় মানুষের সাহস বেড়েছে ৷

গুড়াপ, 24 জুলাই : BJP কোনওরকম সন্ত্রাসের সঙ্গে জড়িত হতে পারে না ৷ কারণ বিধায়ক হোক বা বড় কোনও নেতার ছেলে, BJP-র কেউ হিংসা বা অশান্তিকে প্রশয় দিলে দলের পক্ষ থেকে তাঁকে রেয়াত করা হয় না ৷ প্রমাণ আকাশ বিজয়বর্গীয়কে সাসপেন্ড ৷ রাজ্যে ক্ষমতায় এলে মানুষ কেন কুকুরের রক্তও ঝরতে দেবে না ৷ গতকাল হুগলির গুড়াপের চন্দ্রকান্ত কুমারের বাড়িতে গিয়ে এই মন্তব্য করেন BJP নেতা জয় ব্যানার্জি ।

ভিডিয়োয় দেখুন

ISRO-র চন্দ্রযান-2-এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর চন্দ্রকান্ত কুমারের বাবা ও মা-র সঙ্গে কথা বলেন জয়বাবু ৷ পরে গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা প্রসঙ্গে বলেন, এর সঙ্গে BJP জড়িত নেই । যদি BJP-র কোনও নেতা জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল ৷ তিনি বলেন, "আমি নরেন্দ্র মোদিকে আমার রামকৃষ্ণ ভেবে দলে এসেছি ৷ উনি রক্ত, দুর্নীতি, সন্ত্রাস-কে প্রশ্রয় দেন না । উনি কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়কেও রেয়াত করেননি ৷ কর্পোরেশনের লোকেদের মারতে গিয়েছিলেন, তাঁকে কিন্তু পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে । গোপন রিপোর্টে দেখা গেছে ভাটপাড়া, কাঁকিনাড়া অশান্তির জন্য উত্তর 24 পরগনার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান BJP সাংসদেরও একটু দোষ আছে ৷ তাঁকেও রেয়াত করা হয়নি । বাড়িতে ডেকে ধমকানো হয়েছে । BJP কোনও ভাবে সন্ত্রাসে জড়িত হতে পারে না ।

বাংলার মানুষ রক্ত চায় না, বাংলার মানুষ বোমা চায় না । আমরা যেদিন পুরোপুরি সরকারে আসব মানুষ কেন কুকুরের ও এক ফোঁটা রক্ত ঝরতে দেব না । বোনেদের ধর্ষণ তো দূরের কথা আঁচল ধরে টানলে হাত কেটে নেব । আমাদের কাছে শান্তিই মূল লক্ষ্য কেন না বাংলার মানুষ বহুদিন শান্তি দেখেনি ৷ "

21 জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিক্ষোভরত প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে বলেছিলেন রাজ্যের বেতন পরিকাঠামোয় না পোষালে তাঁরা কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগ দিতে পারেন ৷ অন্যদিকে গতকাল তিনি সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের বেতন বাড়ানোর ৷ এবিষয়ে জয়বাবুর বক্তব্য, প্রাথমিক শিক্ষার ভিত তৈরি করেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা । তাঁদের প্রতি অন্যায় হচ্ছে ৷ কারণ MLA-দের বেতন বাড়ছে । পঞ্চায়েত প্রতিনিধিদের বেতন বাড়ছে । কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে বাড়ছে না ৷ বিষয়টা যেহেতু পুরোটাই রাজ্যের এক্তিয়ারে তাই তাঁরা সাজেশন দিতে পারেন বা অনুরোধ করতে পারেন ৷ এর বেশি কিছু করা তাঁদের পক্ষে সম্ভব নয় ৷

চলচ্চিত্র জগতের অনেকেই BJP-তে যোগ দিয়েছেন ৷ এবিষয়ে জয়বাবু জানান, টালিগঞ্জে একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়েছিল ৷ তিনি নিজে 2014 সাল থেকে বিতাড়িত । তিনি একজন অভিনেতা তাই অভিনয় থেকে দূরে সরে থাকাটা তাঁর কাছে কষ্টের ছিল ৷ কিন্তু কয়েকজন শিল্পীরা ছিলেন যাঁদের অর্থিক অবস্থা খারাপ ছিল ৷ তাই তাঁরা বাধ্য হয়ে সব সহ্য করে মুখ বুজে কাজ করছিলেন ৷ তাঁরাই এখন বেরিয়ে এসে BJP-তে যোগ দিচ্ছেন ৷ কারণ BJP নির্বাচনে রাজ্যে 18টি আসনে জয়ী হওয়ায় মানুষের সাহস বেড়েছে ৷

Intro:বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মানুষ কেন কুকুরের ও এক ফোঁটা রক্ত ঝড়তে দেব না।বোনেদের ধর্ষণ তো দূরের কথা আঁচল ধরে টানলে হাত কেটে নেব।
হুগলীর গুরাপের চন্দ্রকান্ত কুমারের বাড়িতে এসে বললেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি জয় ব্যানার্জি। ইসরোর চন্দ্রযান 2 ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর চন্দ্রকান্তের বাবা মার সঙ্গে কথা বলেন।একজন বাঙালি হয়ে এতো বড় সাফল্যের জন্য তার বাবা মার জন্য সম্ভব বলে জানান এই বিজেপি নেতা।
পরে গোঘাটে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা প্রসঙ্গে জয় ব্যানার্জী বলেন এর সঙ্গে বিজেপি জড়িত নেই ।যদি বিজেপির কোন নেতা জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।উনি বলেন নরেন্দ্র মোদিজি কে আমার রামকৃষ্ণ ভেবে রাজনীতিতে এসেছি উনি রক্ত কে প্রশ্রয় দেন না,দুর্নীতিকে প্রশ্রয় দেন না,সন্ত্রাস কে প্রশ্রয় দেন না।শুধু মুখে বললে তো হবে না কাজে দেখতে হবে।উদাহরণ হিসেবে তিনি বলেন কৈলাস বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গীর করপোরেশনের লোকেদের মারতে গিয়েছিল কোন রেয়াত করা হয়নি বড় নেতার ছেলে বলে।তাকে কিন্তু পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে।দক্ষিণ চব্বিশ পরগনার প্রাক্তন তৃণমূল বিধায়ক বর্তমানে বিজেপি সাংসদ গোপন রিপোর্টে দেখা গেছে ভাটপাড়া আর কাঁকিনাড়া অশান্তির জন্য একটু দায়ী অর্জুন সিং। সেই বিজেপি সাংসদের দোষ আছে।তাই তাকে রেয়াত করা হয়নি। তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধমকানো হয়েছে।সেই জন্য বিজেপি কোনো ভাবে সন্ত্রাসে জড়িত হতে পারে না।

আমি ছবির জগতের মানুষ আমি দেখেছি বাংলায় ভায়োলেন্স ছবি চলে না মারপিটের ছবি চলে না, মিষ্টি প্রেমের ছবি চলে এখানে,সাংসারিক ছবি চলে সামাজিক ছবি চলে।বাংলার মানুষ রক্ত চায় না বাংলার মানুষ বোম চায় না।আমার যেদিন পুরোপুরি সরকারে আসবো মানুষ কেন কুকুরের ও এক ফোঁটা রক্ত ঝড়তে দেব না।
বোনেদের ধর্ষণ তো দূরের কথা আঁচল ধরে টানলে হাত কেটে নেব।আমাদের কাছে শান্তিই মূল লক্ষ্য কেন না মানুষ বহুদিন শান্তি দেখেনি,শান্তিতে ঘুমাতে পারেনি শান্তিতে খেতে পারেনি, খেতে খেতে বোম পড়ছে ঘুমাতে ঘুমাতে গুলি চলছে সে জন্য আমাদের প্রধান কাজ হবে বাংলায় শান্তি ফিরিয়ে আনা।

২১ শের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আন্দোলনকরি প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে বলেছিলেন রাজ্যের বেতন না পোষালে কেন্দ্রের চাকরি করতে। এবং গতকাল তিনি সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের বেতন বাড়ানো হবে এবিষয়ে জয় ব্যানার্জি বলেন ওনি খুব ইনডিক্টেড মহিলা আমার মনে হয় এবার উনি আরো রেগে যাবেন কারণ ব্যালটের মাধ্যমে সরকারি কর্মচারী রা যেভাবে বিজেপিকে ভোট দিয়েছেন তাতে আরো রেগে যাবেন।প্রাথমিক শিক্ষার ভীত তৈরি করেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা।তাদের প্রতি অন্যায় হচ্ছে যেভাবে তারা আন্দোলন করছেন বেতন বারানোর জন্য এটা তাদের প্রতি অন্যায় হচ্ছে অথচ MLA দের বেতন বাড়ছে। পঞ্চায়েত প্রতিনিধিদের বেতন বাড়ছে।আমরা শিক্ষকদের পাশে আছি।কারণ এটা পুরোটাই রাজ্যের ব্যাপার।আমরা সাজেশন করতে পারি রিকোয়েস্ট করতে পারি এর বেশি কিছু করতে পারি না।

চলচিত্র জগতের অনেকেই বিজেপি তে যোগদান করেছেন।২১ শের মঞ্চ থেকে অঞ্জনা বসু কে সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী এবিষয়ে বলেন অঞ্জনা বসু ছবিতে নায়িকা হতে পারেনি বাস্তবে নায়িকা হয়ে গেল।শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি ওনার নাম করেছে অত বড় মঞ্চ থেকে এবার নায়িকার সন্মান পাবে বলে মনে হয়।
টালিগঞ্জে একটা দম বন্ধ করা পরিবেশ সৃষ্টি হয়েছিলো।আমি ১৪ সাল থেকে বিতাড়িত।আমি একজন অভিনেতা, অভিনয় থেকে দূরে সরিয়ে রাখা কতটা দুঃখের।এখন লাইট ক্যামেরা সাউন্ড শুনতে পাইনা,যাত্রা করতে পারিনা,মানুষের হাততালি পাইনা এটা আমার ভীষণ দুঃখের,সাংঘাতিক দুঃখের।এটা থেকে আমাকে বঞ্চিত করে রেখেছিল কারণ আমি হিরোর চরিত্র করি ,বড় ক্যারেক্টার করি আমার ছবি যদি হিট হয়ে যায় বিজেপির লাভ হবে এই অজুহাতে আমাকে সরিয়ে দিয়েছিল।
কিছু শিল্পী ছিল যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল তারা সব কিছু সহ্য করে কাজ করছিল উপার্জনের জন্য তারাই এখন বাস্ট করছে।এই বাস্ট আরো হবে কারণ প্রত্যেকের মনে একটা রাগ অভিমান ছিল তৃণমূলের যারা সিনেমা জগৎ টাকে কন্ট্রোল করতো এবার সাহসটা আসছে।সেই সাহসটা এই ১৮ টা সিট দিয়ে দিয়েছে।Body:WB_HGL_BJP JOY BANERJEE CAME CHANDRAKANTA HOME_7203418Conclusion:
Last Updated : Jul 24, 2019, 1:41 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.