ETV Bharat / state

Re-Poll at Sreerampur : শ্রীরামপুরে 2 নম্বর ওয়ার্ডে ইভিএম বিভ্রাটের জেরে পুনর্নির্বাচন - Re Poll at Sreerampur

শ্রীরামপুরের 2 নম্বর ওয়ার্ডে শুক্রবার ফের ভোট নেওয়া হল ৷ গণনার দিন ইভিএম খারাপ হওয়ায় এই ওয়ার্ডে ফের এই ভোট নেওয়া হল (Re Election at ward 2 in Sreerampur Municipality) ৷

re-election-at-ward-2-in-sreerampur-municipality
Re-Poll at Sreerampur : শ্রীরামপুরে 2 নম্বর ওয়ার্ডে ইভিএম বিভ্রাটের জেরে পুনর্নির্বাচন
author img

By

Published : Mar 4, 2022, 2:30 PM IST

কলকাতা, 4 মার্চ : গণনার দিন ইভিএম বিভ্রাট হওয়ায় হুগলির শ্রীরামপুরের চাতরা নন্দলাল ইনস্টিটিউশনে কড়া পুলিশি পাহারায় ভোট হল । ওই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তিন নম্বর বুথে 870 জন ভোটার রয়েছেন ৷ সকাল থেকেই ভোটাররা কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিয়েছেন (Re Election at ward 2 in Sreerampur Municipality) ৷

2 নম্বর ওয়ার্ডে মোট সাতটি বুথ ৷ বাকি ছ’টি বুথে ভোট গণনা হয়েছে ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন 274 ভোটে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সরস্বতী লাহা ৷ তিনি নির্দল প্রার্থী ৷ তিন নম্বর বুথের ফলের ওপর নির্ভর করছে প্রার্থীদের ভাগ্য ৷

শ্রীরামপুরে 2 নম্বর ওয়ার্ডে ইভিএম বিভ্রাটের জেরে পুনর্নির্বাচন

যদিও শ্রীরামপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে (TMC wins in Sreerampur Municipality) ৷ ওই পৌরসভায় 29টি ওয়ার্ড ৷ তার মধ্যে 24টি ওয়ার্ডে তৃণমূল জিতেছে ৷ দু’টি ওয়ার্ড নির্দলদের দখলে রয়েছে ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : কড়া নিরাপত্তায় শ্রীরামপুরের 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন

কলকাতা, 4 মার্চ : গণনার দিন ইভিএম বিভ্রাট হওয়ায় হুগলির শ্রীরামপুরের চাতরা নন্দলাল ইনস্টিটিউশনে কড়া পুলিশি পাহারায় ভোট হল । ওই পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তিন নম্বর বুথে 870 জন ভোটার রয়েছেন ৷ সকাল থেকেই ভোটাররা কড়া নিরাপত্তার মধ্যে ভোট দিয়েছেন (Re Election at ward 2 in Sreerampur Municipality) ৷

2 নম্বর ওয়ার্ডে মোট সাতটি বুথ ৷ বাকি ছ’টি বুথে ভোট গণনা হয়েছে ৷ তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন 274 ভোটে ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সরস্বতী লাহা ৷ তিনি নির্দল প্রার্থী ৷ তিন নম্বর বুথের ফলের ওপর নির্ভর করছে প্রার্থীদের ভাগ্য ৷

শ্রীরামপুরে 2 নম্বর ওয়ার্ডে ইভিএম বিভ্রাটের জেরে পুনর্নির্বাচন

যদিও শ্রীরামপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে (TMC wins in Sreerampur Municipality) ৷ ওই পৌরসভায় 29টি ওয়ার্ড ৷ তার মধ্যে 24টি ওয়ার্ডে তৃণমূল জিতেছে ৷ দু’টি ওয়ার্ড নির্দলদের দখলে রয়েছে ৷

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : কড়া নিরাপত্তায় শ্রীরামপুরের 25নং ওয়ার্ডের 7নং বুথে পুনর্নির্বাচন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.