ETV Bharat / state

Mayor Of Chandannagar : নাগরিক পরিষেবায় জোর, চন্দননগরের মেয়র পদে হ্যাটট্রিক করে বললেন রাম - ram chakraborty selected as mayor of chandannagar

এই নিয়ে টানা তিনবার চন্দননগরের মেয়র পদে নির্বাচিত হলেন রাম চক্রবর্তী (Mayor Of Chandannagar Ram Chakraborty)

Mayor Of Chandannagar
নাগরিক পরিষেবায় জোর, ফের চন্দননগরের মেয়র পদে নির্বাচিত হয়ে বললেন রাম চক্রবর্তী
author img

By

Published : Feb 18, 2022, 11:10 PM IST

চন্দননগর, 18 ফেব্রুয়ারি: বিরোধীরা সংখ্যা কম হলেও দায়িত্ব বেড়ে গেল । অসমাপ্ত কাজ শীঘ্রই সম্পন্ন হবে ৷ চন্দননগর পৌরনিগমের মেয়র (Mayor Of Chandannagar) পদে নির্বাচিত হয়ে এই প্রতিক্রিয়াই দিলেন রাম চক্রবর্তী । শুক্রবার সন্ধ্যাতেই মেয়র পদে তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ এই নিয়ে তিন বার চন্দননগরের মেয়র নির্বাচিত হলেন তিনি ৷

স্বচ্ছ ভাবমূর্তি কারণেই তাঁকে ফের মেয়র পদে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে ৷ 2005 সালে রাম চক্রবর্তী চন্দননগর পৌরনিগমের বিরোধী দল নেতা ছিলেন । প্রথমে কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন তিনি ৷ গত 12 ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয় চন্দননগরে ৷ 33টি ওয়ার্ডের মধ্যে 32টি ওয়ার্ডে ভোট হয়েছিল ৷ 17নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত রাখা হয় সেখানে ৷ এই 32টি ওয়ার্ডের মধ্যে 31টিতে জয়ী হয় তৃণমূল । রাম চক্রবর্তী 30 নম্বর ওয়ার্ড থেকে 1 হাজার 816 ভোটে জয়ী হয়ে 6 বারের জন্য কাউন্সিলর নির্বাচিত হন ।

নাগরিক পরিষেবায় জোর, ফের চন্দননগরের মেয়র পদে নির্বাচিত হয়ে বললেন রাম চক্রবর্তী

কলেজে ছাত্র রাজনীতি করলেও 1995 সালে প্রথম কংগ্রেসের হয়ে এই 30 নম্বর ওয়ার্ড থেকেই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি । তৃণমূলে যোগ দিয়ে 2000 সালেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন ৷ 2005 সালে ফের জিতে বিরোধী দলনেতা হন চন্দননগর পৌরনিগমের । 2006 সালে চন্দনননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূ্লের প্রার্থী ছিলেন তিনি ৷ কিন্তু প্রায় 17 হাজার ভোটে সিপিএমের শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন । 2010 সালে চন্দননগরের মেয়র পদে বসেন ৷ 2015 সালে ফের তাঁকেই মেয়র পদে বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2018 সালে চন্দননগর পৌরনিগমের বোর্ড ভেঙে দিয়ে পৌর প্রশাসক নিয়োগ করে নবান্ন ৷

আরও পড়ুন : নির্বাচনে প্রার্থী না-হয়েও আসানসোলের মেয়র বিধান, জন্মদিনের সেরা উপহার

এবার ভোটে জিতে ফের চন্দননগরের মেয়র নির্বাচিত হলেন রাম চক্রবর্তী । ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাম চক্রবর্তী বলেন, "পৌরনিগমে জয়ের ডবল হ্যাটট্রিক করেছি । ধন্যবাদ দলনেত্রীকে আমার উপর আস্থা রাখার জন্য । নাগরিক পরিষেবার দিকে নজর দেওয়া হবে প্রথম কাজ । চন্দননগরে অনেক উন্নয়ন হয়েছে গত দশ-এগারো বছরে । উড়ালপুল থেকে জল প্রকল্প, নাগরিক স্বাচ্ছন্দ অনেক বেড়েছে । শহরকে আরও পরিচ্ছন্ন করতে হবে । সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়েছে । আলো হাব হয়েছে । চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে মাটির তলা দিয়ে বিদ্যুৎ যাওয়ার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী । তার কাজ শুরু হবে । মুখ্যমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের সুবিধা চন্দননগরবাসী পাচ্ছে । আমাদের কাজ হবে সেই পরিষেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেটা দেখা ।"

চন্দননগর, 18 ফেব্রুয়ারি: বিরোধীরা সংখ্যা কম হলেও দায়িত্ব বেড়ে গেল । অসমাপ্ত কাজ শীঘ্রই সম্পন্ন হবে ৷ চন্দননগর পৌরনিগমের মেয়র (Mayor Of Chandannagar) পদে নির্বাচিত হয়ে এই প্রতিক্রিয়াই দিলেন রাম চক্রবর্তী । শুক্রবার সন্ধ্যাতেই মেয়র পদে তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব ৷ এই নিয়ে তিন বার চন্দননগরের মেয়র নির্বাচিত হলেন তিনি ৷

স্বচ্ছ ভাবমূর্তি কারণেই তাঁকে ফের মেয়র পদে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে ৷ 2005 সালে রাম চক্রবর্তী চন্দননগর পৌরনিগমের বিরোধী দল নেতা ছিলেন । প্রথমে কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন তিনি ৷ গত 12 ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয় চন্দননগরে ৷ 33টি ওয়ার্ডের মধ্যে 32টি ওয়ার্ডে ভোট হয়েছিল ৷ 17নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত রাখা হয় সেখানে ৷ এই 32টি ওয়ার্ডের মধ্যে 31টিতে জয়ী হয় তৃণমূল । রাম চক্রবর্তী 30 নম্বর ওয়ার্ড থেকে 1 হাজার 816 ভোটে জয়ী হয়ে 6 বারের জন্য কাউন্সিলর নির্বাচিত হন ।

নাগরিক পরিষেবায় জোর, ফের চন্দননগরের মেয়র পদে নির্বাচিত হয়ে বললেন রাম চক্রবর্তী

কলেজে ছাত্র রাজনীতি করলেও 1995 সালে প্রথম কংগ্রেসের হয়ে এই 30 নম্বর ওয়ার্ড থেকেই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি । তৃণমূলে যোগ দিয়ে 2000 সালেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন ৷ 2005 সালে ফের জিতে বিরোধী দলনেতা হন চন্দননগর পৌরনিগমের । 2006 সালে চন্দনননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূ্লের প্রার্থী ছিলেন তিনি ৷ কিন্তু প্রায় 17 হাজার ভোটে সিপিএমের শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন । 2010 সালে চন্দননগরের মেয়র পদে বসেন ৷ 2015 সালে ফের তাঁকেই মেয়র পদে বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2018 সালে চন্দননগর পৌরনিগমের বোর্ড ভেঙে দিয়ে পৌর প্রশাসক নিয়োগ করে নবান্ন ৷

আরও পড়ুন : নির্বাচনে প্রার্থী না-হয়েও আসানসোলের মেয়র বিধান, জন্মদিনের সেরা উপহার

এবার ভোটে জিতে ফের চন্দননগরের মেয়র নির্বাচিত হলেন রাম চক্রবর্তী । ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাম চক্রবর্তী বলেন, "পৌরনিগমে জয়ের ডবল হ্যাটট্রিক করেছি । ধন্যবাদ দলনেত্রীকে আমার উপর আস্থা রাখার জন্য । নাগরিক পরিষেবার দিকে নজর দেওয়া হবে প্রথম কাজ । চন্দননগরে অনেক উন্নয়ন হয়েছে গত দশ-এগারো বছরে । উড়ালপুল থেকে জল প্রকল্প, নাগরিক স্বাচ্ছন্দ অনেক বেড়েছে । শহরকে আরও পরিচ্ছন্ন করতে হবে । সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ শুরু হয়েছে । আলো হাব হয়েছে । চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে মাটির তলা দিয়ে বিদ্যুৎ যাওয়ার জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী । তার কাজ শুরু হবে । মুখ্যমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের সুবিধা চন্দননগরবাসী পাচ্ছে । আমাদের কাজ হবে সেই পরিষেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হন সেটা দেখা ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.