শ্রীরামপুর, 31 অক্টোবর : রবিবারই ত্রিপুরায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে 'ঘর ওয়াপসি' হয়েছে ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্যায়ের ৷ বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপি'তে যোগ দিয়েছিলেন তিনি ৷
কিন্তু রাজীবের এই 'ঘরে ফেরা' নিয়ে খুশি হতে পারছেন না শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি তীব্র কটাক্ষ করেছেন রাজীব বন্দ্য়োপাধ্যায়কে ৷ বলেন, "তৃণমূলে থাকতে হলে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলতে হবে। তবে আমি জানি না এরকম একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত লোককে কেন দলে নেওয়া হল। " পাশাপাশি, রাজীব ঘরে ফেরার খবরে প্রাথমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে কিছুটা অভিমানী সুরেই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার লাইন ধার করে তিনি বললেন, "কেউ কথা রাখেনি"।
আরও পড়ুন : Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের
এখানেই থামেননি কল্যাণ ৷ সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নাম করে এদিন রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ বলেছেন, "নির্বাচনের সময় ডোমজুড়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজীবের কলকাতায় তিনটে বাড়ি আছে। ওর টাকা দুবাইয়ে খাটে। তা সত্ত্বেও তাঁকে কেন দলে ফিরিয়ে নেওয়া হল তা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, দলের কোনও কর্মীর মনে আঘাত দিয়ে কোনও বিশ্বাসঘাতককে দলে ফেরত নেওয়া হবে না। আমিও একজন দলের কর্মী, সাংসদ তো নিশ্চয়ই। তৃণমূল করলে নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলতে হবে। "
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের জানুয়ারি মাসের শেষে তৃণমূল ছেড়ে বিজেপি'তে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্য়োপাধ্যায় ৷ দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক পদে ইস্তফাও ৷ তারপর থেকেই লাগাতার কড়া ভাষায় রাজীবকে আক্রমণ করে গিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ যে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজীব বন্দ্য়োপাধ্যায় তা কল্যাণের লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ৷ রাজীবকে দলে ফেরানো নিয়ে প্রথম থেকেই তাঁর আপত্তি ছিল ৷ বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও বিধানসভা ভোটে হেরে যান রাজীব ৷ তারপরই পুরানো দলে ফিরতে মরিয়া হয়ে ওঠেন তিনি । তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গেও দেখা করেন। তখনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে দলে ফেরানোর বিরোধিতায় সরব হন ।