ETV Bharat / state

ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ পাণ্ডুয়ায়

author img

By

Published : Oct 11, 2020, 9:51 AM IST

প্রায় সাত মাস ধরে চরম অসুবিধার মধ্যে দিন যাপন করতে হচ্ছে সাধারণ যাত্রীদের । তাদের দাবি , স্পেশাল ট্রেনে চড়লেই তাদের নামিয়ে দেওয়া হচ্ছে । ফাইন করা হচ্ছে । এমনকী , মারধর করা হচ্ছে বলেও অভিযোগ ।

Pandua
পাণ্ডুয়ায় রেল অবরোধ

পাণ্ডুয়া , 11 অক্টোবর : সাধারণ ট্রেন পরিষেবা চালুর দাবিতে এবার রেল অবরোধ করল যাত্রীরা । আজ সকাল 7টার পর থেকে পাণ্ডুয়া স্টেশনে অবরোধ শুরু করে তারা । যাত্রীদের দাবি , ট্রেন চালালে সকলের জন্য চালাতে হবে ।

অবরোধকারীদের বক্তব্য, প্রায় সাত মাস ধরে চরম অসুবিধার মধ্যে দিন যাপন করতে হচ্ছে তাদের । যারা দিন আনে দিন খায় , তারা স্পেশাল ট্রেনে চড়লে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে । ফাইন করা হচ্ছে । অনেকে ছোটো কারখানায় বা কোনও সংস্থায় কাজ করে । অনেকে দোকানে কাজ করে বা পরের বাড়িতে পরিচারিকার কাজ করে । তাদের কাজে যেতে হচ্ছে । অথচ যাওয়ার কোনও রাস্তা নেই । কারণ , রেল কর্মচারীদের জন্য যে কয়েকটি স্পেশাল ট্রেন চলছে , তাতে সাধারণের মানুষ যেতে পারবে না ।

ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ পাণ্ডুয়ায় , শুনে নিন যাত্রীদের বক্তব্য

তবুও সবকিছুকে উপেক্ষা করেই অনেকেই বাধ্য হয়ে স্পেশাল ট্রেনেই কর্মস্থলে যাচ্ছিল । এরই মধ্যে আবার ট্রেনের কামরা কমিয়ে দেওয়ার খবর শোনা যাচ্ছে । আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে যাত্রীরা । আজ সকালে স্পেশাল ট্রেন পান্ডুয়া স্টেশনে ঢুকতেই তা আটকে দেয় যাত্রীরা । রেললাইনে বসে বিক্ষোভ দেখায় । অবিলম্বে সাধারণ ট্রেন পরিষেবা চালুর দাবি করে তারা । খবর পেয়ে ব্যান্ডেল ও পাণ্ডুয়া GRP , RPF হাজির হয় । যাত্রীদের দাবি , বাজারে সব কিছু খুলে গেছে । শুধু ট্রেন চলছে না । চললে সব চলবে , না হলে সব বন্ধ হোক ।

নাসিমা বেগম নামে এক যাত্রী বলেন , "আমরা ট্রেনে চাপলে মারধর তো করছে । ফাইন করছে । আমরা গরিব মানুষ । 6 হাজার টাকা মাইনে পাই । সব কিছু চালু হয়ে গেছে । শুধুমাত্র ট্রেন চালু হয়নি । ট্রেন চললেই কি কোরোনা হয়ে যাবে ? যাতে আমরা ভালো ভাবে যেতে আসতে পারি , তার ব্যবস্থা করা হোক ।"

পাণ্ডুয়া , 11 অক্টোবর : সাধারণ ট্রেন পরিষেবা চালুর দাবিতে এবার রেল অবরোধ করল যাত্রীরা । আজ সকাল 7টার পর থেকে পাণ্ডুয়া স্টেশনে অবরোধ শুরু করে তারা । যাত্রীদের দাবি , ট্রেন চালালে সকলের জন্য চালাতে হবে ।

অবরোধকারীদের বক্তব্য, প্রায় সাত মাস ধরে চরম অসুবিধার মধ্যে দিন যাপন করতে হচ্ছে তাদের । যারা দিন আনে দিন খায় , তারা স্পেশাল ট্রেনে চড়লে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে । ফাইন করা হচ্ছে । অনেকে ছোটো কারখানায় বা কোনও সংস্থায় কাজ করে । অনেকে দোকানে কাজ করে বা পরের বাড়িতে পরিচারিকার কাজ করে । তাদের কাজে যেতে হচ্ছে । অথচ যাওয়ার কোনও রাস্তা নেই । কারণ , রেল কর্মচারীদের জন্য যে কয়েকটি স্পেশাল ট্রেন চলছে , তাতে সাধারণের মানুষ যেতে পারবে না ।

ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ পাণ্ডুয়ায় , শুনে নিন যাত্রীদের বক্তব্য

তবুও সবকিছুকে উপেক্ষা করেই অনেকেই বাধ্য হয়ে স্পেশাল ট্রেনেই কর্মস্থলে যাচ্ছিল । এরই মধ্যে আবার ট্রেনের কামরা কমিয়ে দেওয়ার খবর শোনা যাচ্ছে । আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে যাত্রীরা । আজ সকালে স্পেশাল ট্রেন পান্ডুয়া স্টেশনে ঢুকতেই তা আটকে দেয় যাত্রীরা । রেললাইনে বসে বিক্ষোভ দেখায় । অবিলম্বে সাধারণ ট্রেন পরিষেবা চালুর দাবি করে তারা । খবর পেয়ে ব্যান্ডেল ও পাণ্ডুয়া GRP , RPF হাজির হয় । যাত্রীদের দাবি , বাজারে সব কিছু খুলে গেছে । শুধু ট্রেন চলছে না । চললে সব চলবে , না হলে সব বন্ধ হোক ।

নাসিমা বেগম নামে এক যাত্রী বলেন , "আমরা ট্রেনে চাপলে মারধর তো করছে । ফাইন করছে । আমরা গরিব মানুষ । 6 হাজার টাকা মাইনে পাই । সব কিছু চালু হয়ে গেছে । শুধুমাত্র ট্রেন চালু হয়নি । ট্রেন চললেই কি কোরোনা হয়ে যাবে ? যাতে আমরা ভালো ভাবে যেতে আসতে পারি , তার ব্যবস্থা করা হোক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.