ETV Bharat / state

করোনার দ্বিতীয় ঢেউয়ে রবীন্দ্রজয়ন্তী কার্যত ফিকে আরামবাগে - Rabindranath Tagore Birth Anniversary

রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা । উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা সহ রবীন্দ্রঅনুরাগী ব্যক্তিত্বরা ।

করোনা আবহে রবীন্দ্রজয়ন্তী আরামবাগে
করোনা আবহে রবীন্দ্রজয়ন্তী আরামবাগে
author img

By

Published : May 9, 2021, 5:50 PM IST

আরামবাগ, 9 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে রবীন্দ্রজয়ন্তী কার্যত ফিকে মহকুমায় । প্রতিবারের মত এবার আরামবাগ মহকুমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী জৌলুসপূর্ণ হয়নি । সরকারি স্বাস্থ্যবিধি মেনে রবি ঠাকুরের জন্মদিন পালিত হল । রবিবার সকালে আরামবাগ গার্লস হাই স্কুলে দিনটি পালন করল স্কুল কর্তৃপক্ষ ।

যেহেতু বর্তমানে স্কুল বন্ধ তাই স্কুলের শিক্ষিকারাই এই দিনটি পালন করলেন । আরামবাগের রবীন্দ্রভবনে কবিগুরুর 160 তম জন্মবার্ষিকী পালিত হল । রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা । উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা সহ রবীন্দ্রঅনুরাগী ব্যক্তিত্বরা ।

গোঘাটের বিভিন্ন এলাকাতেও এই দিনটি মর্যাদার সাথে পালিত হয় । অন্যদিকে খানাকুলে পঁচিশে বৈশাখ উপলক্ষে রামনগরে সন্ধ্যা রায় নামক এক মহিলার পাশে দাঁড়াল 'নীরবে আমরা' ফেসবুক গ্রুপ । এদিন গ্রুপের পক্ষ থেকে এদিন সন্ধ্যা রায়কে আগামী 15 দিনের খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় ।

আরামবাগ, 9 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে রবীন্দ্রজয়ন্তী কার্যত ফিকে মহকুমায় । প্রতিবারের মত এবার আরামবাগ মহকুমা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী জৌলুসপূর্ণ হয়নি । সরকারি স্বাস্থ্যবিধি মেনে রবি ঠাকুরের জন্মদিন পালিত হল । রবিবার সকালে আরামবাগ গার্লস হাই স্কুলে দিনটি পালন করল স্কুল কর্তৃপক্ষ ।

যেহেতু বর্তমানে স্কুল বন্ধ তাই স্কুলের শিক্ষিকারাই এই দিনটি পালন করলেন । আরামবাগের রবীন্দ্রভবনে কবিগুরুর 160 তম জন্মবার্ষিকী পালিত হল । রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্টজনেরা । উপস্থিত ছিলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা সহ রবীন্দ্রঅনুরাগী ব্যক্তিত্বরা ।

গোঘাটের বিভিন্ন এলাকাতেও এই দিনটি মর্যাদার সাথে পালিত হয় । অন্যদিকে খানাকুলে পঁচিশে বৈশাখ উপলক্ষে রামনগরে সন্ধ্যা রায় নামক এক মহিলার পাশে দাঁড়াল 'নীরবে আমরা' ফেসবুক গ্রুপ । এদিন গ্রুপের পক্ষ থেকে এদিন সন্ধ্যা রায়কে আগামী 15 দিনের খাদ্য সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.