হুগলি, 15 ফেব্রুয়ারি: আরামবাগের প্রেমিক-প্রেমিকার রহস্যমৃত্যু ডোমজুড়ে। মৃতদেহ সেখান থেকে আরামবাগে ফিরিয়ে আনার পরই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
হুগলির আরামবাগের বৃন্দাবনপুরের প্রেমিক-প্রেমিকার রহস্যমৃত্যু হাওড়ার ডোমজুড়ে। আরামবাগে মৃতদেহ নিয়ে আসার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই নাবালিকা প্রেমিকার বাড়িতে হামলা চালান প্রেমিকের পাড়ার মহিলারা। মৃতদেহ নিয়ে পথ অবরোধেও নামেন তাঁরা। এদিকে, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থানে যায় আরামবাগ থানার বিশাল পুলিশ ও র্যাফ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ।
আরামবাগের বৃন্দাবনপুর এলাকার যুবক অর্জুন দোলুয়ের সঙ্গে স্থানীয় এক নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল বেশ কয়েকবছর। ওই সম্পর্ক কোনও পরিবার মেনে না-নেওয়ায়, দুজনে সিদ্ধান্ত নেয় বাড়ি ছাড়ার। সেইমতো গত 26 জানুয়ারি দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনার পরের দিন নাবালিকার পরিবার আরামবাগ থানায় অর্জুনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গত চার দিন আগে প্রথমে অর্জুনের মাকে আটক ও পরে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: নবান্ন অভিযানে ''পুলিশের লাঠিচার্জে আক্রান্ত'' যুবকের মৃত্যু
তার মধ্যেই পুলিশ জানতে পারে, হাওড়ার ডোমজুড়ে বিয়ে করেছে দুজন। অন্যদিকে, গত 9 ফেব্রুয়ারি রহস্যজনকভাবে হাওড়ার ডোমজুড় থেকে উদ্ধার হয় দুজনের মৃতদেহ। গত 13 ফেব্রুয়ারি বিকেলে পুলিশের পক্ষ থেকে উভয় পরিবারের কাছে খবর দেওয়া হয়। সেই খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে দুই পরিবারে।
উভয় পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, পরিকল্পনা করে খুন করা হয়েছে।