ETV Bharat / state

Rail blockade in Pandua : স্পেশাল ট্রেন বাড়ানো ও টিকিট দেওয়ার দাবিতে রেল অবরোধ পাণ্ডুয়ায় - রেল অবরোধ

করোনার কারণে বন্ধ লোকাল ট্রেন ৷ চলছে স্টাফ স্পেশাল ট্রেন ৷ তার ফলে প্রতিনিয়ত সমস্যার মধ্যে সাধারণ যাত্রীরা । এর প্রতিবাদে সকাল থেকেই পাণ্ডুয়া স্টেশনে রেল অবরোধে নেমেছে যাত্রীরা । তাদের দাবি, অবিলম্বে নিদিষ্ট সময়ে ট্রেন চালু করতে হবে । বাড়াতে হবে স্পেশাল ট্রেনের সংখ্যা ৷ সেই সঙ্গে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া চালু করতে হবে ৷

Rail blockade in Pandua
Rail blockade in Pandua
author img

By

Published : Aug 2, 2021, 9:37 AM IST

Updated : Aug 2, 2021, 10:19 AM IST

পাণ্ডুয়া, 2 অগস্ট : করোনা সংক্রমণের রাশ টেনে রাখতে রাজ্যে সরকারের সিদ্ধান্তে বন্ধ লোকাল ট্রেন। তবে বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে হাওড়া-বর্ধমান লাইনে। বর্ধমান থেকে সকাল 6 টায় ছাড়ে ডাউন হাওড়া-বর্ধমান স্টাফ স্পেশাল ট্রেন। সেই ট্রেনকেই পাণ্ডুয়া স্টেশনে আটকে দেয় সাধারণ যাত্রীরা ৷

এদিন সকাল থেকেই পাণ্ডুয়ায় ট্রেনটিকে আটকে বিক্ষোভ দেখায় তারা ৷ তাদের দাবি অবিলম্বে স্পেশাল ট্রেন বাড়াতে হবে। নিত্য যাত্রীদের জন্য টিকিট ও মান্থলি টিকিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলেই অবরোধ তারা তুলে নেবে।

রেল অবরোধ পাণ্ডুয়ায়

হাওড়া স্টেশনে জল জমার কারণে অনিয়মিত চলেছে ট্রেন চলাচল ৷ সেই সঙ্গে পাণ্ডুয়া সহ বিভিন্ন স্টেশনে টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। তার ফলে প্রতিনিয়ত সমস্যার মধ্যে যাত্রীরা। এর প্রতিবাদে সকাল থেকেই পাণ্ডুয়া স্টেশনে রেল অবরোধে নামে সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন : baul artist : কোভিডের তৃতীয় ঢেউয়ের আগে ক্যানিংয়ে সচেতনতা বার্তায় বর্ধমানের বাউল

তাদের দাবি, অবিলম্বে নিদিষ্ট সময়ে ট্রেন চালু করতে হবে। বাড়াতে হবে স্পেশাল ট্রেনের সংখ্যা ৷ সেই সঙ্গে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া চালু করতে হবে। অবরোধের ফলে সমস্যায় পড়ে স্পেশাল ট্রেনের যাত্রীরা।

পাণ্ডুয়া, 2 অগস্ট : করোনা সংক্রমণের রাশ টেনে রাখতে রাজ্যে সরকারের সিদ্ধান্তে বন্ধ লোকাল ট্রেন। তবে বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে হাওড়া-বর্ধমান লাইনে। বর্ধমান থেকে সকাল 6 টায় ছাড়ে ডাউন হাওড়া-বর্ধমান স্টাফ স্পেশাল ট্রেন। সেই ট্রেনকেই পাণ্ডুয়া স্টেশনে আটকে দেয় সাধারণ যাত্রীরা ৷

এদিন সকাল থেকেই পাণ্ডুয়ায় ট্রেনটিকে আটকে বিক্ষোভ দেখায় তারা ৷ তাদের দাবি অবিলম্বে স্পেশাল ট্রেন বাড়াতে হবে। নিত্য যাত্রীদের জন্য টিকিট ও মান্থলি টিকিট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলেই অবরোধ তারা তুলে নেবে।

রেল অবরোধ পাণ্ডুয়ায়

হাওড়া স্টেশনে জল জমার কারণে অনিয়মিত চলেছে ট্রেন চলাচল ৷ সেই সঙ্গে পাণ্ডুয়া সহ বিভিন্ন স্টেশনে টিকিট দেওয়া বন্ধ করে দিয়েছে। তার ফলে প্রতিনিয়ত সমস্যার মধ্যে যাত্রীরা। এর প্রতিবাদে সকাল থেকেই পাণ্ডুয়া স্টেশনে রেল অবরোধে নামে সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন : baul artist : কোভিডের তৃতীয় ঢেউয়ের আগে ক্যানিংয়ে সচেতনতা বার্তায় বর্ধমানের বাউল

তাদের দাবি, অবিলম্বে নিদিষ্ট সময়ে ট্রেন চালু করতে হবে। বাড়াতে হবে স্পেশাল ট্রেনের সংখ্যা ৷ সেই সঙ্গে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া চালু করতে হবে। অবরোধের ফলে সমস্যায় পড়ে স্পেশাল ট্রেনের যাত্রীরা।

Last Updated : Aug 2, 2021, 10:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.