ETV Bharat / state

পাণ্ডুয়ায় দুর্নীতির অভিযোগে পোস্টার প্রধানের বিরুদ্ধে, সরব তৃণমূলের সদস্যা - Hooghly

পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে পোস্টার পড়েছে তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন সদস্য বৈশাখি মুর্মু ।

poster against panchayat pradhan at Pandua
পাণ্ডুয়ায় দুর্নীতির অভিযোগে জামগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার
author img

By

Published : Nov 7, 2020, 3:24 PM IST

পাণ্ডুয়া, 7 নভেম্বর : একশো দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ । কাজ না করেও অ্যাকাউন্টে টাকা ঢুকছে জব কার্ড হোল্ডারের । সেইসব দুর্নীতি নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য । সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার পড়েছে গ্রামের বিভিন্ন জায়গায় । পাণ্ডুয়ার সোমড়াগোরীর জামগ্রামের ঘটনা । পোস্টারে লেখা, "সোমড়াগোরীতে 100 দিনের কাজে দুর্নীতি করছে কার স্বার্থে, জামগ্রাম মণ্ডলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত ঘোষ জবাব দাও ।"

যদিও পোস্টারের কথা স্বীকার করেননি সদস্য বৈশাখি মুর্মু । তবে প্রধানের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন । এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অমিতবাবু । BJP-র তরফে বলা হয়েছে, কাটমানি ও দুর্নীতির জন্য তৃণমূলের অন্দরে এই কোন্দল । তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয় বাসিন্দারা আজ সকালে তা দেখতে পান ।

পঞ্চায়েত সদস্য বৈশাখি মুর্মু বলেন, "আমাকে না জানিয়ে কাজ করছে । সেই কারণে শাসকদলের কেউ পোস্টার দিতে পারে । প্রধান আমার সঙ্গে কোনওরকম আলোচনা না করে আমার এলাকায় কাজ দিয়ে দিচ্ছে । প্রশ্ন করতে গেলে প্রধান হুমকি দিচ্ছেন । কী কারণে এসব করছেন তা বুঝতে পারছি না ।" তিনি আরও অভিযোগ করে বলেন, "দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়ে কাজ করতে চাইছেন প্রধান । আমাদের অনেকে জানিয়েছেন, 100 দিনের কাজ না করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে । পঞ্চায়েতের কাছে অভিযোগ জানালে তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি ।"

স্থানীয় বাসিন্দার সফিকুল বাদশা বলেন, "100 দিনের কাজ না করেও আমার অ্যাকাউন্টে এক হাজার 800 টাকা ঢুকেছে । সেখানে 12 দিনের কাজের হিসেবে দেখানো হয়েছে । আমি কোনও কাজ করিনি । এই টাকা ফিরিয়ে দিতে চাই ।"

পাণ্ডুয়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার

পঞ্চায়েত প্রধান অমিত ঘোষ বলেন, "কোনও পোস্টার পড়েছে কি না সে বিষয়ে আমার জানা নেই । পঞ্চায়েত সদস্যকে হেনস্থা করার অভিযোগ জানা নেই । তিনি যদি লিখিত কোনও অভিযোগ জানান, তা আমি কর্তৃপক্ষের কাছে জানাব । তবে এক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজ না করে 100 দিনের কাজের টাকা ঢুকেছে । এই বিষয়ে অভিযোগ জানিয়েছে সে । আমি সবটা খতিয়ে দেখব ।" BJP নেতা অশোক দত্ত বলেন, "তৃণমূলের যাঁরা ভালো মানুষ আছেন, তাঁরা বুঝতে পেরেছেন । তৃণমূলের প্রধান-উপপ্রধান-নেতাদের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার পড়ছে । 2021-এ মানুষ তৃণমূলের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে ।"

পাণ্ডুয়া, 7 নভেম্বর : একশো দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ । কাজ না করেও অ্যাকাউন্টে টাকা ঢুকছে জব কার্ড হোল্ডারের । সেইসব দুর্নীতি নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য । সেই সঙ্গে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার পড়েছে গ্রামের বিভিন্ন জায়গায় । পাণ্ডুয়ার সোমড়াগোরীর জামগ্রামের ঘটনা । পোস্টারে লেখা, "সোমড়াগোরীতে 100 দিনের কাজে দুর্নীতি করছে কার স্বার্থে, জামগ্রাম মণ্ডলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত ঘোষ জবাব দাও ।"

যদিও পোস্টারের কথা স্বীকার করেননি সদস্য বৈশাখি মুর্মু । তবে প্রধানের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন । এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অমিতবাবু । BJP-র তরফে বলা হয়েছে, কাটমানি ও দুর্নীতির জন্য তৃণমূলের অন্দরে এই কোন্দল । তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে । স্থানীয় বাসিন্দারা আজ সকালে তা দেখতে পান ।

পঞ্চায়েত সদস্য বৈশাখি মুর্মু বলেন, "আমাকে না জানিয়ে কাজ করছে । সেই কারণে শাসকদলের কেউ পোস্টার দিতে পারে । প্রধান আমার সঙ্গে কোনওরকম আলোচনা না করে আমার এলাকায় কাজ দিয়ে দিচ্ছে । প্রশ্ন করতে গেলে প্রধান হুমকি দিচ্ছেন । কী কারণে এসব করছেন তা বুঝতে পারছি না ।" তিনি আরও অভিযোগ করে বলেন, "দুর্নীতিগ্রস্ত লোকেদের নিয়ে কাজ করতে চাইছেন প্রধান । আমাদের অনেকে জানিয়েছেন, 100 দিনের কাজ না করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে । পঞ্চায়েতের কাছে অভিযোগ জানালে তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি ।"

স্থানীয় বাসিন্দার সফিকুল বাদশা বলেন, "100 দিনের কাজ না করেও আমার অ্যাকাউন্টে এক হাজার 800 টাকা ঢুকেছে । সেখানে 12 দিনের কাজের হিসেবে দেখানো হয়েছে । আমি কোনও কাজ করিনি । এই টাকা ফিরিয়ে দিতে চাই ।"

পাণ্ডুয়ায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পোস্টার

পঞ্চায়েত প্রধান অমিত ঘোষ বলেন, "কোনও পোস্টার পড়েছে কি না সে বিষয়ে আমার জানা নেই । পঞ্চায়েত সদস্যকে হেনস্থা করার অভিযোগ জানা নেই । তিনি যদি লিখিত কোনও অভিযোগ জানান, তা আমি কর্তৃপক্ষের কাছে জানাব । তবে এক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাজ না করে 100 দিনের কাজের টাকা ঢুকেছে । এই বিষয়ে অভিযোগ জানিয়েছে সে । আমি সবটা খতিয়ে দেখব ।" BJP নেতা অশোক দত্ত বলেন, "তৃণমূলের যাঁরা ভালো মানুষ আছেন, তাঁরা বুঝতে পেরেছেন । তৃণমূলের প্রধান-উপপ্রধান-নেতাদের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার পড়ছে । 2021-এ মানুষ তৃণমূলের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.