ETV Bharat / state

Derby Music Video: ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে মিউজিক ভিডিয়ো ‘ডার্বি’র জনপ্রিয়তা তুঙ্গে - কলকাতা ডার্বি

Music Video Derby on East Bengal-Mohun Bagan: ইস্টবেঙ্গল-মোহনবাগান কলকাতা ডার্বি নিয়ে বাঙালির উত্তেজনা ভাষায় প্রকাশ করা যায় না ৷ কিন্তু, সেই উত্তেজনা এবং আবেগকে মিউজিক ভিডিয়োর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন সঙ্গীত শিল্পী সৌম্যদেব মিত্র ৷

Derby Music Video ETV BHARAT
Derby Music Video
author img

By

Published : Aug 13, 2023, 11:02 PM IST

মিউজিক ভিডিয়ো ‘ডার্বি’র জনপ্রিয়তা তুঙ্গে

উত্তরপাড়া, 13 অগস্ট: ‘‘ঘটি-বাঙাল যুদ্ধ শুরু ৷ ডার্বি জ্বরে কাঁপছি গুরু ৷’’ এই গানেই মেতেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ ডার্বির 24 ঘণ্টা পরেও তার উত্তাপ রয়ে গিয়েছে ৷ আর এই ডার্বি নিয়ে মিউজির ভিডিয়ো তৈরি করেছিলেন হুগলি উত্তরপাড়ার সৌম্যদেব মিত্র এবং তাঁর টিম ৷ এই মিউজিক ভিডিয়োর নামও রাখা হয়েছে- ‘ডার্বি’ ৷ তাঁর সেই গানই এখন ইউটিউবের হিটলিস্টে রয়েছে ৷ সোশাল মিডিয়াতেও ভাইরাল সেটি ৷

মরশুমে প্রথম ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল ৷ তার মধ্যেই সৌম্যদেব মিত্রের গান আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ৷ যদিও গানটি ডার্বি ম্যাচের আবহ ও ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই দলকে নিয়ে তৈরি ৷ তাও ডার্বি শেষ হওয়ার 24 ঘণ্টা পরেও সেই গান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মুখে মুখে ৷ সৌম্যদেব মিত্র জানালেন, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এই মিউজিক ভিডিয়ো তৈরি করেছেন ৷ আর একজন ফুটবল প্রেমী হিসেবে তিনি চান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের এই উন্মাদনা যেন চিরকাল বজায় থাকে ৷

গানের কথায়, ডার্বি জ্বরের পাশাপাশি, চিংড়ির মালাইকারি, ইলিশের ঝোল, পালতোলা নৌকো, লাল-হলুদ মশালের মতো শব্দগুলিকে খুব যত্নের সঙ্গে ব্যবহার করেছেন গীতিকার পিয়াস প্রীতম বন্দ্যোপাধ্যায় ৷ তবে, এই গান যাঁর কণ্ঠে সেই সৌম্যদেব পেশায় একজন কেমিস্ট ৷ উত্তরপাড়ায় এক ওষুধের দোকান রয়েছে তাঁর ৷ তার বাইরে গান-বাজনা করা সৌম্যদেব মিত্রের নেশা ৷ তাই বন্ধুদের সঙ্গে অবসর সময়ে সেটাই করেন ৷ ইস্টবেঙ্গল সমর্থক হলেও দুই দল তার কাছে সমান উন্মাদনার বলে জানান সৌম্য ৷

আরও পড়ুন: পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ডার্বির নায়ক নন্দ'র, সমর্থকদের উচ্ছ্বাসে আপ্লুত 'মশাল-নায়ক'

সাড়ে চার বছর পর ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল ৷ তাই ‘ডার্বি’ মিউজিক ভিডিয়োর গায়কও খুব খুশি ৷ গায়ক সৌম্যদেব মিত্রের ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই কয়েকজন বন্ধুকে নিয়ে এই গান বেঁধেছেন ৷ তাঁদের পরিবারেও আছে ঘটি-বাঙালের লড়াই ৷ কিন্তু, তার আগেও বাংলা তথা দেশের ফুটবলের উন্নতি চান তাঁরা ৷ সৌম্যদেব জানান, ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি ম্যাচের এই আবেগ ও উত্তেজনা পৃথিবীর কোনও প্রান্তে পাওয়া যায় কি না সন্দেহ আছে ৷ যেখানে আন্তর্জাতিক ফুটবল দলগুলি প্রচুর পরিমাণে স্পনসর পায় ৷ বড় মাপের প্রচার পায় ৷ সেখানে বাংলার ফুটবল দলগুলির জন্যও স্পনসরদের এগিয়ে আসার কথা বলেন তিনি ৷

আরও পড়ুন: সমর্থকদের জন্য দুঃখিত, এএফসি কাপের দিকে তাকিয়ে ফেরান্দো

‘ডার্বি’ অ্যালবামে সৌম্যদেব মিত্র এবং পিয়াস প্রীতম বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন, পুষ্পেন্দু, মৃত্যুঞ্জয় এবং গৌরব ৷ তাঁরা সকলেই ফুটবল ভালোবাসেন ৷ তাই সকলে মিলে ডার্বি নিয়ে প্রথম বাংলা গান তৈরি করেছেন ৷ জানালেন, ইচ্ছে রয়েছেন আইএসএস-এর আগে আরও একটি গান তৈরি করার ৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ৷

মিউজিক ভিডিয়ো ‘ডার্বি’র জনপ্রিয়তা তুঙ্গে

উত্তরপাড়া, 13 অগস্ট: ‘‘ঘটি-বাঙাল যুদ্ধ শুরু ৷ ডার্বি জ্বরে কাঁপছি গুরু ৷’’ এই গানেই মেতেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ ডার্বির 24 ঘণ্টা পরেও তার উত্তাপ রয়ে গিয়েছে ৷ আর এই ডার্বি নিয়ে মিউজির ভিডিয়ো তৈরি করেছিলেন হুগলি উত্তরপাড়ার সৌম্যদেব মিত্র এবং তাঁর টিম ৷ এই মিউজিক ভিডিয়োর নামও রাখা হয়েছে- ‘ডার্বি’ ৷ তাঁর সেই গানই এখন ইউটিউবের হিটলিস্টে রয়েছে ৷ সোশাল মিডিয়াতেও ভাইরাল সেটি ৷

মরশুমে প্রথম ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল ৷ তার মধ্যেই সৌম্যদেব মিত্রের গান আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে ৷ যদিও গানটি ডার্বি ম্যাচের আবহ ও ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই দলকে নিয়ে তৈরি ৷ তাও ডার্বি শেষ হওয়ার 24 ঘণ্টা পরেও সেই গান ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের মুখে মুখে ৷ সৌম্যদেব মিত্র জানালেন, ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এই মিউজিক ভিডিয়ো তৈরি করেছেন ৷ আর একজন ফুটবল প্রেমী হিসেবে তিনি চান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের এই উন্মাদনা যেন চিরকাল বজায় থাকে ৷

গানের কথায়, ডার্বি জ্বরের পাশাপাশি, চিংড়ির মালাইকারি, ইলিশের ঝোল, পালতোলা নৌকো, লাল-হলুদ মশালের মতো শব্দগুলিকে খুব যত্নের সঙ্গে ব্যবহার করেছেন গীতিকার পিয়াস প্রীতম বন্দ্যোপাধ্যায় ৷ তবে, এই গান যাঁর কণ্ঠে সেই সৌম্যদেব পেশায় একজন কেমিস্ট ৷ উত্তরপাড়ায় এক ওষুধের দোকান রয়েছে তাঁর ৷ তার বাইরে গান-বাজনা করা সৌম্যদেব মিত্রের নেশা ৷ তাই বন্ধুদের সঙ্গে অবসর সময়ে সেটাই করেন ৷ ইস্টবেঙ্গল সমর্থক হলেও দুই দল তার কাছে সমান উন্মাদনার বলে জানান সৌম্য ৷

আরও পড়ুন: পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ডার্বির নায়ক নন্দ'র, সমর্থকদের উচ্ছ্বাসে আপ্লুত 'মশাল-নায়ক'

সাড়ে চার বছর পর ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল ৷ তাই ‘ডার্বি’ মিউজিক ভিডিয়োর গায়কও খুব খুশি ৷ গায়ক সৌম্যদেব মিত্রের ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই কয়েকজন বন্ধুকে নিয়ে এই গান বেঁধেছেন ৷ তাঁদের পরিবারেও আছে ঘটি-বাঙালের লড়াই ৷ কিন্তু, তার আগেও বাংলা তথা দেশের ফুটবলের উন্নতি চান তাঁরা ৷ সৌম্যদেব জানান, ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি ম্যাচের এই আবেগ ও উত্তেজনা পৃথিবীর কোনও প্রান্তে পাওয়া যায় কি না সন্দেহ আছে ৷ যেখানে আন্তর্জাতিক ফুটবল দলগুলি প্রচুর পরিমাণে স্পনসর পায় ৷ বড় মাপের প্রচার পায় ৷ সেখানে বাংলার ফুটবল দলগুলির জন্যও স্পনসরদের এগিয়ে আসার কথা বলেন তিনি ৷

আরও পড়ুন: সমর্থকদের জন্য দুঃখিত, এএফসি কাপের দিকে তাকিয়ে ফেরান্দো

‘ডার্বি’ অ্যালবামে সৌম্যদেব মিত্র এবং পিয়াস প্রীতম বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন, পুষ্পেন্দু, মৃত্যুঞ্জয় এবং গৌরব ৷ তাঁরা সকলেই ফুটবল ভালোবাসেন ৷ তাই সকলে মিলে ডার্বি নিয়ে প্রথম বাংলা গান তৈরি করেছেন ৷ জানালেন, ইচ্ছে রয়েছেন আইএসএস-এর আগে আরও একটি গান তৈরি করার ৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.