ETV Bharat / state

Dengue at Uttarpara: উত্তরপাড়ায় ডেঙ্গির বলি আরও এক, শুরু রাজনৈতিক তরজা - Nursing Home

উত্তরপাড়ায় ফের ডেঙ্গিতে প্রাণ গেল একজনের (Died of Dengue) । এবার বছর তিপান্নর এক প্রৌঢ়ের ডেঙ্গিতে মৃত্যু হল ৷ নাম স্বপন ঘোষ। এর আগে চার জনের মৃত্যু হয়েছিল (Dengue Case) ৷ ডেঙ্গি সচেতনতায় পৌরসভার ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

Dengue
উত্তরপাড়ায় ডেঙ্গিতে মৃত্যু ফের এক
author img

By

Published : Nov 10, 2022, 5:21 PM IST

উত্তরপাড়া, 10 নভেম্বর: আবারও ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল উত্তরপাড়ায় ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ যদিও এই রাজনৈতিক তরজা শুরু হয়েছে ডেঙ্গি সচেতনতায় পৌরসভার ভূমিকা নিয়ে (Political Controversy over Death by Dengue) ৷

কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর তিপান্নর স্বপন ঘোষ। জ্বর না-কমায় গত 4 নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে (Nursing Home) ভরতি করা হয় তাঁকে। সেখান থেকে 7 নভেম্বর কলকাতার সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে থাকায় আইসিইউ থেকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় ওই প্রৌঢ়কে। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস এ নিয়ে বলেন, "উত্তরপাড়ায় 16,18,19 নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গি আক্রান্ত শুরু হয়েছিল । মাখলায় বেশ কিছুজন আক্রান্ত হয়েছিলেন ৷ 13 নম্বর ওয়ার্ডে কেউই ডেঙ্গিতে আক্রান্ত হয়নি ৷ মানুষকে সচেতন থাকার পাশাপাশি পৌরসভার কর্মীরা যখন বাড়িতে যাচ্ছেন তখন তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে ৷ না-হলে ডেঙ্গি রোখা যাবে না।"

উত্তরপাড়ায় ডেঙ্গিতে মৃত্যু ফের এক

আরও পড়ুন: পৌরনিগম বলছে ডেঙ্গি নিম্নমুখী, কিন্তু বাস্তব সম্পূর্ণ উলটো; উদ্বিগ্ন হাওড়াবাসী

বিজেপির পঙ্কজ রায় বলেন, "আগেরবার যেটুকু কাজ করেছিল। এবছরের উত্তরপাড়া পৌরসভা কোনও কাজ করছে না। সরকার থেকে টাকা আসা সত্ত্বেও কোনও কাজ হচ্ছে না পৌরসভায়। মানুষের জীবন নিয়ে খেলা করবেন না।" সিপিএম নেতা সলিল দত্ত বলেন, "উত্তরপাড়ায় নাগরিক সমিতির পক্ষ থেকে মশার তেল ও ব্লিচিং পাউডার ছড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা কোনও কাজ করছে না। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে না। আবর্জনা সাফাইয়ে নামে টাকা চাইছে পৌরসভা। পৌরসভার সাফাই দফতরকে ইজারায় দিয়েছে। এটা কখনও চলতে পারে না। ধিক্কার জানাচ্ছি আমরা।"

উত্তরপাড়া, 10 নভেম্বর: আবারও ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল উত্তরপাড়ায় ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ যদিও এই রাজনৈতিক তরজা শুরু হয়েছে ডেঙ্গি সচেতনতায় পৌরসভার ভূমিকা নিয়ে (Political Controversy over Death by Dengue) ৷

কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন বছর তিপান্নর স্বপন ঘোষ। জ্বর না-কমায় গত 4 নভেম্বর উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে (Nursing Home) ভরতি করা হয় তাঁকে। সেখান থেকে 7 নভেম্বর কলকাতার সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে থাকায় আইসিইউ থেকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয় ওই প্রৌঢ়কে। গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমি বিশ্বাস এ নিয়ে বলেন, "উত্তরপাড়ায় 16,18,19 নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গি আক্রান্ত শুরু হয়েছিল । মাখলায় বেশ কিছুজন আক্রান্ত হয়েছিলেন ৷ 13 নম্বর ওয়ার্ডে কেউই ডেঙ্গিতে আক্রান্ত হয়নি ৷ মানুষকে সচেতন থাকার পাশাপাশি পৌরসভার কর্মীরা যখন বাড়িতে যাচ্ছেন তখন তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে ৷ না-হলে ডেঙ্গি রোখা যাবে না।"

উত্তরপাড়ায় ডেঙ্গিতে মৃত্যু ফের এক

আরও পড়ুন: পৌরনিগম বলছে ডেঙ্গি নিম্নমুখী, কিন্তু বাস্তব সম্পূর্ণ উলটো; উদ্বিগ্ন হাওড়াবাসী

বিজেপির পঙ্কজ রায় বলেন, "আগেরবার যেটুকু কাজ করেছিল। এবছরের উত্তরপাড়া পৌরসভা কোনও কাজ করছে না। সরকার থেকে টাকা আসা সত্ত্বেও কোনও কাজ হচ্ছে না পৌরসভায়। মানুষের জীবন নিয়ে খেলা করবেন না।" সিপিএম নেতা সলিল দত্ত বলেন, "উত্তরপাড়ায় নাগরিক সমিতির পক্ষ থেকে মশার তেল ও ব্লিচিং পাউডার ছড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভা কোনও কাজ করছে না। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে না। আবর্জনা সাফাইয়ে নামে টাকা চাইছে পৌরসভা। পৌরসভার সাফাই দফতরকে ইজারায় দিয়েছে। এটা কখনও চলতে পারে না। ধিক্কার জানাচ্ছি আমরা।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.