ETV Bharat / state

Rishra Housewife Missing : নিখোঁজ রিষড়ার গৃহববধূ, অনুমান ফেসবুক বন্ধুর সঙ্গে পালিয়েছেন - housewife missing from Rishra

পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কবিতার সঙ্গে ফেসবুকে আলাপ হয় এক যুবকের ৷ বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি হয় । গত 12 জানুয়ারি কাপড় কেনার নাম করে রিষড়া স্টেশন বাজারে যান । তারপর আর বাড়ি ফেরেনি তিনি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (police start investigation ), অনুমান বর্তমানে গুজরাতে রয়েছেন ওই মহিলা ৷

Rishra Housewife Missing
নিখোঁজ রিষড়ার গৃহববধূ
author img

By

Published : Jan 20, 2022, 6:38 PM IST

Updated : Jan 20, 2022, 8:36 PM IST

রিষড়া, 20 জানুয়ারি : 15 বছর সংসার করার পর স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক গৃহবধূ ৷ অন্তত এমনটাই অনুমান মহিলার স্বামী ও পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে রিষড়ার মোড় পুকুরের আদর্শ নগরের (housewife missing from Rishra) । নিখোঁজ মহিলার নাম কবিতা সিং (33) ৷ তাঁর স্বামীর নাম ধর্মেন্দ্র সিং ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কবিতার সঙ্গে ফেসবুকে আলাপ হয় এক যুবকের ৷ বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি হয় । গত 12 জানুয়ারি কাপড় কেনার নাম করে রিষড়া স্টেশন বাজারে যান । তারপর আর বাড়ি ফেরেনি তিনি । স্ত্রীর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন ধর্মেন্দ্র ৷ কিন্তু কোথাও খোঁজ না পেয়ে গত 14 জানুয়ারি তিনি রিষড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন । তবে এখনও কোনও খোঁজ মেলেনি কবিতা সিংয়ের ৷ তবে তদন্তে নেমে কিছু সূত্র হাতে এসেছে পুলিশের । মহিলার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে ৷

নিখোঁজ রিষড়ার গৃহববধূ, অনুমান ফেসবুক বন্ধুর সঙ্গে পালিয়েছেন

ধর্মেন্দ্র সিং চাইছেন অন্তত তাঁর ছেলে-মেয়ের কথা ভেবে পুলিশ তাঁর স্ত্রীকে খুঁজে আনুক ৷ তিনি জানিয়েছেন, প্রায় পনেরো বছর আগে কোন্নগরের চটকল এলাকার বাসিন্দা কবিতাকে ভালবেসে বিয়ে করেন তিনি । চার মাস আগে কেরলের এক যুবকের সঙ্গে ফেসবুকে আতাপ ও কথাবার্তা শুরু হয় কবিতার ৷ তা নিয়ে অশান্তিও হয় । ফেসবুক করা বন্ধ করে দেন তিনি ৷ এরপর তাঁদের মোটামুটি সুখের সংসারই চলছিল । তাদের একটি তেরো বছরের ছেলে এবং ছয় বছরের মেয়ে রয়েছে । ধর্মেন্দ্র জানিয়েছেন, তাঁর ধারণা ফের নতুন করে তাঁর স্ত্রী ফেসবুক করা শুরু করেন সম্প্রতি এবং তাঁর ধারণা কারও ফাঁদে পা দিয়েই কবিতা বাড়ি থেকে পালিয়েছেন, বিপদেও পড়তে পারেন তিনি ৷

আরও পড়ুন : মাছের ভেড়ির আলাঘরে চলছিল বোমা বাঁধা, হাসনাবাদে গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর, কবিতা দুই যুবকের সঙ্গে সেদিন রিষড়া থেকে চলে যায় । রিষড়া পুরসভার সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, একটি ওলা গাড়ি সেদিন সকাল নটা নাগাদ রিষড়ায় এসেছিল । সেই গাড়ির নম্বর দেখে মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ । জানা গিয়েছে, কলকাতা থেকে ওলা নিয়ে রিষড়া আসে দুই ব্যক্তি ৷ রিষড়ায় এক মহিলাকে তুলে তারা খড়গপুর যায় । তবে পুলিশের অনুমান কবিতা অন্য কোন নম্বর ব্যবহার করত । তা দিয়েই যোগাযোগ করে তাঁর প্রেমিকের সঙ্গে । সম্ভবত গুজরাটে চলে গিয়েছে সে । দু-এক দিনের মধ্যেই তাঁর খোঁজ মিলবে বলে আশা পুলিশের ।

রিষড়া, 20 জানুয়ারি : 15 বছর সংসার করার পর স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক গৃহবধূ ৷ অন্তত এমনটাই অনুমান মহিলার স্বামী ও পুলিশের ৷ ঘটনাটি ঘটেছে রিষড়ার মোড় পুকুরের আদর্শ নগরের (housewife missing from Rishra) । নিখোঁজ মহিলার নাম কবিতা সিং (33) ৷ তাঁর স্বামীর নাম ধর্মেন্দ্র সিং ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কবিতার সঙ্গে ফেসবুকে আলাপ হয় এক যুবকের ৷ বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি হয় । গত 12 জানুয়ারি কাপড় কেনার নাম করে রিষড়া স্টেশন বাজারে যান । তারপর আর বাড়ি ফেরেনি তিনি । স্ত্রীর সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন ধর্মেন্দ্র ৷ কিন্তু কোথাও খোঁজ না পেয়ে গত 14 জানুয়ারি তিনি রিষড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন । তবে এখনও কোনও খোঁজ মেলেনি কবিতা সিংয়ের ৷ তবে তদন্তে নেমে কিছু সূত্র হাতে এসেছে পুলিশের । মহিলার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে ৷

নিখোঁজ রিষড়ার গৃহববধূ, অনুমান ফেসবুক বন্ধুর সঙ্গে পালিয়েছেন

ধর্মেন্দ্র সিং চাইছেন অন্তত তাঁর ছেলে-মেয়ের কথা ভেবে পুলিশ তাঁর স্ত্রীকে খুঁজে আনুক ৷ তিনি জানিয়েছেন, প্রায় পনেরো বছর আগে কোন্নগরের চটকল এলাকার বাসিন্দা কবিতাকে ভালবেসে বিয়ে করেন তিনি । চার মাস আগে কেরলের এক যুবকের সঙ্গে ফেসবুকে আতাপ ও কথাবার্তা শুরু হয় কবিতার ৷ তা নিয়ে অশান্তিও হয় । ফেসবুক করা বন্ধ করে দেন তিনি ৷ এরপর তাঁদের মোটামুটি সুখের সংসারই চলছিল । তাদের একটি তেরো বছরের ছেলে এবং ছয় বছরের মেয়ে রয়েছে । ধর্মেন্দ্র জানিয়েছেন, তাঁর ধারণা ফের নতুন করে তাঁর স্ত্রী ফেসবুক করা শুরু করেন সম্প্রতি এবং তাঁর ধারণা কারও ফাঁদে পা দিয়েই কবিতা বাড়ি থেকে পালিয়েছেন, বিপদেও পড়তে পারেন তিনি ৷

আরও পড়ুন : মাছের ভেড়ির আলাঘরে চলছিল বোমা বাঁধা, হাসনাবাদে গ্রেফতার 2

পুলিশ সূত্রে খবর, কবিতা দুই যুবকের সঙ্গে সেদিন রিষড়া থেকে চলে যায় । রিষড়া পুরসভার সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, একটি ওলা গাড়ি সেদিন সকাল নটা নাগাদ রিষড়ায় এসেছিল । সেই গাড়ির নম্বর দেখে মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ । জানা গিয়েছে, কলকাতা থেকে ওলা নিয়ে রিষড়া আসে দুই ব্যক্তি ৷ রিষড়ায় এক মহিলাকে তুলে তারা খড়গপুর যায় । তবে পুলিশের অনুমান কবিতা অন্য কোন নম্বর ব্যবহার করত । তা দিয়েই যোগাযোগ করে তাঁর প্রেমিকের সঙ্গে । সম্ভবত গুজরাটে চলে গিয়েছে সে । দু-এক দিনের মধ্যেই তাঁর খোঁজ মিলবে বলে আশা পুলিশের ।

Last Updated : Jan 20, 2022, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.